Posts

কিমের কাছে যেভাবে ‘গোল’ খেলেন ট্রাম্প

Image
অবশেষে দেখা হলো দুজনার। ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন। ছবি: এএফপি আজ বাদে কাল বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠবে। রাশিয়ায় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরুর মাত্র দুই দিন আগে সিঙ্গাপুরে হয়ে গেল আরেক মহা ‘শো’। মঙ্গলবার পুরো বিশ্বেরই নজর ছিল সিঙ্গাপুরে। দেশটির সেন্তোসা দ্বীপে কূটনীতির ‘হাইভোল্টেজ ম্যাচ’ নিয়ে সবার মাঝে ছিল ব্যাপক আগ্রহ। কারণ, এই খেলায় মুখোমুখি হয়েছিলেন বিশ্বের দুই খ্যাপাটে খেলোয়াড়। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। খেলায় কে জিতলেন—ট্রাম্প, নাকি কিম? ফলাফল বিচার তো অনেক পরের কথা। বিসিসি বলছে, ট্রাম্পের সঙ্গে কিমের মতো একনায়কের বৈঠককেই উত্তর কোরীয় নেতার জন্য একটা বিজয় হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে বিলাসবহুল ক্যাপেলা হোটেলে ঐতিহাসিক বৈঠকের আগে-পরে ট্রাম্প ও কিমকে বেশ হাস্যোজ্জ্বলই দেখা গেল। তাঁদের হাসি হাসি মুখ দেখে সাধারণের বোঝার উপায় নেই—বৈঠকে কে জয়ী আর কে বিজিত! এই যখন অবস্থা, তখন ‘মুখরা’ ট্রাম্প যথারীতি তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কালবিলম্ব না করে নিজের ‘সাফল্যের’ ঢোল নিজেই পেটালেন। কিমের সঙ্গে স্বাক...

স্বৈরশাসক থেকে ‘বিশ্ব নেতা’ কিম!

Image
কয়েক মাস আগের আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদগুলো পড়লে দেখা যাবে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে স্বৈরাচার বলেই আখ্যা দেওয়া হয়েছে। এখনো হয়তো আখ্যা দেওয়া হয়। কিন্তু কিছুটা হলেও এর ধরন পাল্টেছে। আগে বলা হতো গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়ায় স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছেন কিম জং উন। দুই দিন আগেও তাকে স্বৈরশাসক বলা হয়। এমনকি তাকে বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকেও স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। কিন্তু গতকালের পরিস্থিতি কিম জং উনকে অনেক পাল্টে দিয়েছে। তিনি স্বৈরশাসক থেকে এখন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। সুইজারল্যান্ডে পড়ালেখা করে আসা ৩৪ বছর বয়সী নেতা কিম জং উন ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখেন। তিনি বিচ্ছিন্ন দেশের নেতা হিসেবেই পরিচিত। কয়েক মাস আগেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তার প্রতিদ্বন্দ্বী হওয়ায় দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন নিজের কাকা, সৎ ভাই এবং তার বিরোধী সরকারি কর্মকর্তাদের। এমনকি তার অনুষ্ঠানে ঘুমানোর কারণে প্রাণ হারাতে হয়েছে এক সেনাপ্রধানকেও। তার মতের সঙ্গে মিল না হওয়ায় কয়েকদিন আগে চাকরিচ্যুত হয়েছেন প্রতিরক্ষামন্ত্র...

জুতার বাক্সে থাকা ফুলদানির দাম ১৬ কোটি টাকা!

Image
তিনশ বছর ধরে বাড়িতে আবর্জনার স্তূপে পড়েছিল চীনের কিয়াংলোঙ সম্রাজ্যের বেশ কিছু জিনিসপত্র। কয়েক প্রজন্ম ধরে সেগুলো নিয়ে কেউ মাথা ঘামায়নি। আবর্জনার মধ্যে জুতার বাক্সে বন্দি থাকা এমনই একটি নকশকরা ফুলদানী বিক্রি হয়েছে ১৬ কোটি টাকায়! হ্যাঁ, ঠিকই পড়ছেন, ১৬ কোটি টাকা। ফুলদানীটির মালিক বলেন, আমাদের পরিবারের কেউ-ই এটি পছন্দ করতো না। আমার দাদা-দাদীও এটিকে পছন্দ করতেন না, একারণে এটি অযত্নে পড়েছিল। কিন্তু এটি ছিল কিয়াংলোঙ সম্রাজ্যের অন্যতম একটি শিল্পকর্ম। গতকাল মঙ্গলবার ফ্রান্সের সোথেবি’তে অনুষ্ঠিত হয় নিলাম। আঠারো শতকের এই ফুলদানীর সম্ভাব্য দাম ধরা হয়েছিল পাঁচ থেকে সাত লাখ ইউরোর মধ্যে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এটির দাম উঠেছে ১৬.২ ইউরো। এশিয়ান শিল্প বিশেষজ্ঞ ওলিভার ভালমেইর বলেন, এটি অনেক উঁচু মানের একটি শিল্প নিদর্শন। এই ধরনের আর একটি ফুলদানী সংরক্ষিত রয়েছে প্যারিসের গুয়েমেত মিউজিয়াম অব এশিয়াটিকে। এই ফুলদানীটির মালিক যখন এটি আমার কাছে নিয়ে আসেন তখন আমি খুবই অবাক হয়েছিলাম। কারণ একটা জুতার বাক্সে ভরে মেট্রোতে চড়ে পায়ে হেঁটে আমার অফিসে এসেছিলেন। তার হাতের জুতার বাক্সটি খোলার পর রীতিমতো বি...

নতুন সম্পর্ক উন্নয়নের আশা করছেন ট্রাম্প-কিম

Image
চুক্তি সইয়ের আগে পরস্পরের দিকে তাকাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন। ছবি: রয়টার্স কোরিয়া উপদ্বীপ থেকে সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধে কাজ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন সিঙ্গাপুরে আলোচনার টেবিলে বসার পর আজ মঙ্গলবার যৌথ চুক্তিতে সই করেন। সই করা ওই চুক্তির ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে বের হয়ে আসতে রাজি করাতে পেরেছে যুক্তরাষ্ট্র। ওই নথি অনুযায়ী, দুই নেতা এখন নতুনভাবে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্ক উন্নয়নে কাজ করতে সম্মত হয়েছেন। সিএনএন জানিয়েছে, সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলে ট্রাম্প ও কিমের একান্ত বৈঠক ও পরে দুই পক্ষের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর গুরুত্বপূর্ণ নথিতে সই করার ঘোষণা আসে। একান্ত বৈঠক শেষে দুজনকে হাসিমুখেই বের হতে দেখা যায়। গণমাধ্যমকর্মীদের ট্রাম্প বলেছেন, ‘আমরা খুব গুরুত্বপূর্ণ নথি সই করছি। একটি দারুণ বিস্তারিত দলিল।’ উত্তর কোরিয়ার নেতা কিম বলেছেন, ‘ঐতিহাসিক এক বৈঠক হয়েছে। অতীতকে পেছনে ঠেলে ঐতিহাসিক একটি নথিতে সই করতে যাচ্ছি। বিশ্ব ব্যাপক একটি পর...

দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প-কিম

Image
সিঙ্গাপুরে বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক বৈঠক শেষে একটি যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার ট্রাম্প একথা জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে উভয় পক্ষের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, আলোচনা কেমন যাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অনেক অগ্রগতি হয়েছে- সত্যিই ইতিবাচক। আমি মনে করি সকলের প্রত্যাশার চেয়ে ভালো অগ্রগতি হয়েছে। একেবারে উচ্চ পর্যায়ের, খুবই ভাল। আমরা এখন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছি। পরবর্তীতে নিজেদের স্বাক্ষরিত নথি নিয়ে হোটেলে সাংবাদিকদের সামনে উপস্থিত হন দুই নেতা। খুব শিগগিরই পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করবে উ. কোরিয়া কিমের সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমাদের জন্য দারুণ দিন ছিলো। দুই দেশ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। কিমকে নিয়ে ট্রাম্প বলেন, তিনি খুবই প্রতিভাবান মানুষ। আমি জানতে পেরেছি তিনি তার দেশকে অনেক ভালোবাসেন। এরপর দুই নেতা পুনরায় করমর্দন করে বিদায় নেন। বিদায়ের সময় ট্রাম্প বলেন, আমরা আরো অনেকবার দেখা করবো। ...

দুপুরে একসাথে কী খেলেন ট্রাম্প-কিম?

Image
অবশেষে ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন।  দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের ক্যাপেলো হোটেলে মঙ্গলবার সকালে তারা বৈঠকে বসেন।  তবে দু'দেশের এই নেতারা দুপুরে কি খাচ্ছেন তা নিয়ে বিশ্ববাসীর আগ্রহের শেষ নেই।   এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দুই নেতার শীর্ষ বৈঠকের পর দুপুরের খাবারে পূর্ব ও পশ্চিমের মেলবন্ধনের অপূর্ব নজির পাওয়া গেছে।  জানা গেছে, ট্রাম্প আর কিমের আপ্যায়ন তালিকায় গরুর পাঁজরের মাংসের সঙ্গে টক-মিষ্টি শূকরের মাংস রাখা হয়েছে।  এছাড়া হোয়াইট হাউসের প্রকাশ করা মেন্যুতে দেখা গেছে, চিংড়ির ককটেল ও অ্যাভোকাডো সালাদ দিয়ে দুই নেতার ভোজনপর্ব শুরু হয়।  সঙ্গে ছিল মধুর ছটা দেওয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার কাঁচা আমের সালাদ ও তাজা অক্টোপাস।  ছিল স্টাফ করা শসার কোরীয় ডিস- ‘ওইজেন’। এছাড়া মধ্যাহ্নভোজের ভাজা ব্রোকলি ও আলুর দোপিনোর সঙ্গে পরিবেশিত চর্বির আঁচে রান্না গরুর পাঁজরের মাংস ছিল মূল পর্বে।  টক-মিষ্টি মচমচে শূকরের মাংস, ফ্রাইড রাইস, ‘জো’ চিলি সসের সঙ্গে আরও ছিল লাল...

সড়ক পানির নিচে, বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-রাঙামাটির যান চলাচল বন্ধ

Image
শহরের স্বর্ণমন্দির এলাকায় পাইনছড়া খালে বেইলি সেতুটি ডুবে গেছে। তাই নৌকা করে লোকজন পার হচ্ছেন। পাশে নির্মাণাধীন গার্ডার সেতুর কাজ শেষ হলে এ সমস্যা থাকবে না বলে আশা স্থানীয়দের। বান্দরবান, ১২ জুন। ছবি: প্রথম আলো বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও রাঙামাটির সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মহাসড়ক দুটির কয়েকটি স্থান পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চালানো যাচ্ছে না বলে পরিবহনশ্রমিকেরা জানিয়েছেন। এ ছাড়া শহরের নিম্নাঞ্চলও ডুবে গেছে। সরেজমিনে দেখা যায়, বান্দরবান শহরের স্বর্ণমন্দির এলাকায় পাইনছড়া খালে বেইলি সেতুটি প্রায় ছয় ফুট নিচে ডুবে গেছে। ফলে বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেগে। এখন সেতুর জায়গাটি নৌকা দিয়ে পার হচ্ছেন লোকজন। নৌকার মাঝি মোস্তাক আহমদ জানান, গতকাল সেতুটি ডুবে যায়। তাঁরা কয়েকজন নৌকা দিয়ে প্রতিজন ২০ টাকা করে পারাপার করাচ্ছেন। পাশে নির্মানাধীন গার্ডার সেতুর কাজ শেষ হলে আগামী বছর থেকে পানিতে তলিয়ে যাওয়ার সমস্যা হবে না বলে মোস্তাক জানালেন। বান্দরবান-চট্টগ্রাম সড়কের পূর্বাণী পরিবহনের সঞ্জয় বিকাশ মল্লিক জানান, গতকাল সোমবার রাত থেকে সড়কের বড়দুয়ারাসহ কয়েকটি স্থান পানি...