Posts

নতুন সম্পর্ক উন্নয়নের আশা করছেন ট্রাম্প-কিম

Image
চুক্তি সইয়ের আগে পরস্পরের দিকে তাকাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন। ছবি: রয়টার্স কোরিয়া উপদ্বীপ থেকে সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধে কাজ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন সিঙ্গাপুরে আলোচনার টেবিলে বসার পর আজ মঙ্গলবার যৌথ চুক্তিতে সই করেন। সই করা ওই চুক্তির ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে বের হয়ে আসতে রাজি করাতে পেরেছে যুক্তরাষ্ট্র। ওই নথি অনুযায়ী, দুই নেতা এখন নতুনভাবে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সম্পর্ক উন্নয়নে কাজ করতে সম্মত হয়েছেন। সিএনএন জানিয়েছে, সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলে ট্রাম্প ও কিমের একান্ত বৈঠক ও পরে দুই পক্ষের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর গুরুত্বপূর্ণ নথিতে সই করার ঘোষণা আসে। একান্ত বৈঠক শেষে দুজনকে হাসিমুখেই বের হতে দেখা যায়। গণমাধ্যমকর্মীদের ট্রাম্প বলেছেন, ‘আমরা খুব গুরুত্বপূর্ণ নথি সই করছি। একটি দারুণ বিস্তারিত দলিল।’ উত্তর কোরিয়ার নেতা কিম বলেছেন, ‘ঐতিহাসিক এক বৈঠক হয়েছে। অতীতকে পেছনে ঠেলে ঐতিহাসিক একটি নথিতে সই করতে যাচ্ছি। বিশ্ব ব্যাপক একটি পর...

দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প-কিম

Image
সিঙ্গাপুরে বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক বৈঠক শেষে একটি যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার ট্রাম্প একথা জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে উভয় পক্ষের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, আলোচনা কেমন যাচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অনেক অগ্রগতি হয়েছে- সত্যিই ইতিবাচক। আমি মনে করি সকলের প্রত্যাশার চেয়ে ভালো অগ্রগতি হয়েছে। একেবারে উচ্চ পর্যায়ের, খুবই ভাল। আমরা এখন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছি। পরবর্তীতে নিজেদের স্বাক্ষরিত নথি নিয়ে হোটেলে সাংবাদিকদের সামনে উপস্থিত হন দুই নেতা। খুব শিগগিরই পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করবে উ. কোরিয়া কিমের সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমাদের জন্য দারুণ দিন ছিলো। দুই দেশ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি। কিমকে নিয়ে ট্রাম্প বলেন, তিনি খুবই প্রতিভাবান মানুষ। আমি জানতে পেরেছি তিনি তার দেশকে অনেক ভালোবাসেন। এরপর দুই নেতা পুনরায় করমর্দন করে বিদায় নেন। বিদায়ের সময় ট্রাম্প বলেন, আমরা আরো অনেকবার দেখা করবো। ...

দুপুরে একসাথে কী খেলেন ট্রাম্প-কিম?

Image
অবশেষে ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন।  দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের ক্যাপেলো হোটেলে মঙ্গলবার সকালে তারা বৈঠকে বসেন।  তবে দু'দেশের এই নেতারা দুপুরে কি খাচ্ছেন তা নিয়ে বিশ্ববাসীর আগ্রহের শেষ নেই।   এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দুই নেতার শীর্ষ বৈঠকের পর দুপুরের খাবারে পূর্ব ও পশ্চিমের মেলবন্ধনের অপূর্ব নজির পাওয়া গেছে।  জানা গেছে, ট্রাম্প আর কিমের আপ্যায়ন তালিকায় গরুর পাঁজরের মাংসের সঙ্গে টক-মিষ্টি শূকরের মাংস রাখা হয়েছে।  এছাড়া হোয়াইট হাউসের প্রকাশ করা মেন্যুতে দেখা গেছে, চিংড়ির ককটেল ও অ্যাভোকাডো সালাদ দিয়ে দুই নেতার ভোজনপর্ব শুরু হয়।  সঙ্গে ছিল মধুর ছটা দেওয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার কাঁচা আমের সালাদ ও তাজা অক্টোপাস।  ছিল স্টাফ করা শসার কোরীয় ডিস- ‘ওইজেন’। এছাড়া মধ্যাহ্নভোজের ভাজা ব্রোকলি ও আলুর দোপিনোর সঙ্গে পরিবেশিত চর্বির আঁচে রান্না গরুর পাঁজরের মাংস ছিল মূল পর্বে।  টক-মিষ্টি মচমচে শূকরের মাংস, ফ্রাইড রাইস, ‘জো’ চিলি সসের সঙ্গে আরও ছিল লাল...

সড়ক পানির নিচে, বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-রাঙামাটির যান চলাচল বন্ধ

Image
শহরের স্বর্ণমন্দির এলাকায় পাইনছড়া খালে বেইলি সেতুটি ডুবে গেছে। তাই নৌকা করে লোকজন পার হচ্ছেন। পাশে নির্মাণাধীন গার্ডার সেতুর কাজ শেষ হলে এ সমস্যা থাকবে না বলে আশা স্থানীয়দের। বান্দরবান, ১২ জুন। ছবি: প্রথম আলো বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও রাঙামাটির সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মহাসড়ক দুটির কয়েকটি স্থান পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চালানো যাচ্ছে না বলে পরিবহনশ্রমিকেরা জানিয়েছেন। এ ছাড়া শহরের নিম্নাঞ্চলও ডুবে গেছে। সরেজমিনে দেখা যায়, বান্দরবান শহরের স্বর্ণমন্দির এলাকায় পাইনছড়া খালে বেইলি সেতুটি প্রায় ছয় ফুট নিচে ডুবে গেছে। ফলে বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেগে। এখন সেতুর জায়গাটি নৌকা দিয়ে পার হচ্ছেন লোকজন। নৌকার মাঝি মোস্তাক আহমদ জানান, গতকাল সেতুটি ডুবে যায়। তাঁরা কয়েকজন নৌকা দিয়ে প্রতিজন ২০ টাকা করে পারাপার করাচ্ছেন। পাশে নির্মানাধীন গার্ডার সেতুর কাজ শেষ হলে আগামী বছর থেকে পানিতে তলিয়ে যাওয়ার সমস্যা হবে না বলে মোস্তাক জানালেন। বান্দরবান-চট্টগ্রাম সড়কের পূর্বাণী পরিবহনের সঞ্জয় বিকাশ মল্লিক জানান, গতকাল সোমবার রাত থেকে সড়কের বড়দুয়ারাসহ কয়েকটি স্থান পানি...

রাঙামাটিতে পাহাড়ধসে ১১ জনের মৃত্যু

Image
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড়ধসে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটছে। এরই মধ্যে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নানিয়ারচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার ভোরে নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের বড়পুলপাড়ায় চারজন, বুড়িঘাট ইউনিয়নের ধর্মচরণপাড়ায় চারজন ও ঘিলাছড়ি ইউনিয়নের হাতিমারা গ্রামে তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মামুন তালুকদার প্রথম আলোকে বলেন, পাহাড়ধসে এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। পাহাড়ধসের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ট্রাম্প-কিমের বৈঠকে কী হলো?

Image
মঙ্গলবারের সকালটা কি বিশ্ববাসীর জন্য সুখবর বয়ে আনবে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বৈঠকের দিকে চেয়ে আছে বিশ্ববাসী। পরস্পরের হুমকি-ধমকির অবস্থান শেষে সরে এসে ঐতিহাসিক এক করমর্দন করেছেন তাঁরা। সিঙ্গাপুরের এক বিলাসবহুল হোটেলে আজ মঙ্গলবার সকালে শেষ হয়েছে দুজনের একান্ত বৈঠক। সে বৈঠক শেষে দুজনকে হাসিমুখেই বের হতে দেখা গেছে। এটাকে ইতিবাচক সূচনা হিসেবেই দেখা হচ্ছে। সিঙ্গাপুরের দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আজ সকাল ১০টার কিছু আগে দুই নেতা সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলের লাইব্রেরি থেকে বেরিয়ে আসেন এবং বারান্দায় হাসিমুখে হাঁটতে থাকেন। সেখানকার উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তাঁরা। বৈঠক কেমন হলো—ট্রাম্পকে এ প্রশ্ন করায় তিনি উত্তর দিয়েছেন, ‘খুব, খুবই ভালো’ এবং বারবার বলেছেন, ‘তাঁদের দুজনের মধ্যে দারুণ সম্পর্ক তৈরি হতে পারে।’ বৈঠক শুরুর আগে ট্রাম্প বলেছিলেন, বৈঠক শুরুর কয়েক মিনিটের মধ্যেই এর গতিপ্রকৃতি বোঝা যাবে। অন্যদিকে কিম বলেছেন, ট্রাম্পের সঙ্গে একান্ত সহযোগিতা করতে ইচ্ছুক তিনি, তবে তাতে চ্যালেঞ্জ রয়...

একান্ত বৈঠক শেষে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে ট্রাম্প ও কিম

Image
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের একান্ত বৈঠক শেষে ইতিবাচক অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এখন দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলছে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের বহু আকাঙ্ক্ষিত এ বৈঠক আজ মঙ্গলবার সিঙ্গাপুরের ক্যাপেলা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার সুযোগ তৈরি করছে এই বৈঠক। তবে বৈঠকে দুই নেতার আলোচনার বিষয়গুলোই মানুষের আগ্রহের কেন্দ্রে রয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছেন তাঁরা। এএফপির খবরে বলা হয়, পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছেন ট্রাম্প ও কিম। বিবিসি বলেছে, এই প্রথম উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে কোনো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গত এক মাসের নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে আজ সকালে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উনের মধ্যকার বৈঠকটি সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের এক বিলাসবহুল হোটেলে অনুষ্ঠ...