হুমকিদাতা থেকে দক্ষ কূটনীতিক কিম
কিম জং–উন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের যুদ্ধের হুমকি থেকে বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন—সবই দেখা গেছে। রাজনীতির ময়দানে নতুন এই খেলোয়াড় এখন হাজির হয়েছেন একজন দক্ষ কূটনীতিক হিসেবে। বিশেষজ্ঞরা বলছেন, টান টান উত্তেজনা পরিস্থিতিতে কিমের এই বিস্ময়কর পরিবর্তন (আলোচনায় বসা) অবিশ্বাস্য, যা কয়েক দশক ধরে দেশটির শীর্ষ নেতাদের মধ্যে দেখা যায়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের এই পরিবর্তনকে গ্রহণ করছেন। যার ফলে কূটনৈতিক অঙ্গনে এর অপ্রত্যাশিত প্রভাব পড়েছে। সারা বছর ধরে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণের মাধ্যমে কিম প্রতিবেশী শত্রুদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ নেন উন। ঐতিহাসিক বৈঠকে মিলিত হন দেশটির প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে। উন ওই বৈঠকের পরপরই হঠাৎ মিত্রদেশ চীন সফরে যান প্রেসিডেন্ট সি চিন পিংকে সম্মান জানাতে এবং সম্পর্ক আরেকটু ঝালিয়ে নিতে। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার মধ্যস্থতায় ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে বহুকাঙ্ক্ষিত বৈঠকে ব...