Posts

ব্রাসেলসে পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে তিন দেশের আলোচনা

Image
ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনার পর ইরানের সঙ্গে সম্পাদিত আন্তর্জাতিক পরমাণু চুক্তির কার্যকারিতা নিয়ে আশা ব্যক্ত করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।  আজ বুধবার ইউরোপের তিন দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২০১৫ সালে সম্পাদিত আন্তর্জাতিক পরমাণু চুক্তির ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে আলোচনায় বসেন। এর আগে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্রাসেলসে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছিল। আলোচনার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, ‘পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে বের হয়ে গেলেও আমরা এই চুক্তি রক্ষা করতে চেষ্টা চালিয়ে যাব। তবে এই চুক্তির ভাগ্য নির্ভর করছে আগামী দিনে আমাদের পারস্পরিক আলোচনার সাফল্যের ওপর।’ ইরানের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক সম্পর্ক যেন আবারও কোনো সংকটে না পড়ে, সে বিষয়ে গ্যারান্টির বিষয়ে তিনি কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিটির সমাধা...

মেগানে শাশুড়ি ডায়ানার ছায়া!

Image
বিয়ের বাদ্য বাজছে। আর তিন দিন পরই আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ রাজবধূ হতে যাচ্ছেন মেগান মর্কেল। কিন্তু এরিমধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাতাসে। নতুন বউ মেগানের উপরে কি পড়তে যাচ্ছে তার শাশুড়ি প্রিন্সেস ডায়ানার ছায়া? গণমাধ্যমকে সামাল দেবার ক্ষেত্রে মেগানের রয়েছে দারুণ নৈপুণ্য। ঠিক প্রিন্সেস ডায়ানার মতো। মার্কিন এই অভিনেত্রী নিজেও একজন সুদক্ষ ‘কমিউনিকেটর’। ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে মেগান সবসময় সপ্রতিভ। একইভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রেও তিনি দুর্দান্ত। অভিনেত্রী হিসেবে চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করে মেগান খ্যাতি পেয়েছেন। এছাড়া সাক্ষাৎকার, ভ্রমণ, বক্তৃতা ও ভক্তবৃন্দের সাথে বিভিন্ন আশরে যোগ দিয়েছেন। ফলে, গণমাধ্যমকে সামলানোর তরিকা মেগান হয়তো বেশ ভালই রপ্ত করেছেন। কিন্তু এখন তো তিনি হতে যাচ্ছেন ব্রিটিশ রাজবধূ! রাজবধূ হিসেবে এখন থেকে দিনে-রাতে অষ্টপ্রহর তাকে ঘিরে থাকবে পাপারাজ্জির চোখ। সারাক্ষণ তার দিকে তাক করা থাকবে কারো না কারো ক্যামেরার ল্যান্স। তাই গুঞ্জন উঠেছে, এতো তীব্র চাপ মেগান সামলাতে পারবেন তো? রাজবধূ হতে যাওয়া মেগানের ভাগ্যও যেন ডা...

মার্কিন উপদেষ্টার বক্তব্যে ক্ষুব্ধ উ. কোরিয়া, ট্রাম্প-কিমের বৈঠক অনিশ্চিত

Image
পারমাণবিক অস্ত্র নষ্ট করে ফেরার জন্য যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবে না উত্তর কোরীয় নেতা কিম জং উন। এর জন্য মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে সরাসরি দায়ী এবং ‘জঘন্য মানুষ’ হিসেবে উল্লেখ করে এক ক্রুদ্ধ বিবৃতি দিয়েছেন উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী কিম কিয়ে-গুয়ান। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অশুভ অভিপ্রায় এবং দায়িত্বহীন’ আচরণের অভিযোগও করেছেন। এর আগে, কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার ব্যাপারে উত্তর কোরিয়া প্রতিশ্রুতি দেবার পর কিম ও ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠকের ঐতিহাসিক সম্মতি এসেছিল। প্রতীক্ষিত বৈঠকটি ১২ই জুন সিঙ্গাপুরে হবার কথা রয়েছে। কিন্তু বোল্টন সম্প্রতি বলেছেন, উত্তর কোরিয়া ‘লিবিয়া মডেল’ অনুসরণ করতে পারে, যেখানে দেশটি যে পরমাণু অস্ত্রমুক্ত হয়েছে তা যাচাইযোগ্য হবে। কিন্তু উত্তর কোরিয়া কর্তৃপক্ষ অতীতে এমন কথা বলেছে যে, লিবিয়া ২০১১ সালে পশ্চিমা সামরিক অভিযানের জাঁতাকল হয়তো এড়িয়ে গেছে, কিন্তু তারা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে। এই বক্তব্যের পর রাষ্ট্রীয় সং...

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যে কী চান?

Image
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: এএফপি তলেতলে সম্পর্কটা চলে আসছিল। এ নিয়ে ফিসফাসও ছিল। কিন্তু এখন দিনকে দিন খুলে যাচ্ছে ঘোমটা। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার আড়ালের ‘সম্পর্ক’ ক্রমেই আলোয় আসছে। এ ক্ষেত্রে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভূমিকা চোখে পড়ার মতো। সংস্কারের আওয়াজ তুলে নিজ দেশে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন মোহাম্মদ বিন সালমান। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি আলোচিত। সৌদি আরবের সিংহাসনে আছেন বাদশা সালমান। তবে দণ্ডমুণ্ডের কর্তা তাঁর ৩২ বছর বয়সী পুত্র। যুবরাজ নিজ দেশের গণ্ডি পেরিয়ে আঞ্চলিক রাজনীতিরও হর্তাকর্তা হতে মরিয়া। তাই তিনি আঞ্চলিক রাজনীতির নানা বিষয়ে বেপরোয়াভাবে হস্তক্ষেপ করে চলছেন। এসবের মধ্যে সম্প্রতি তাঁর কিছু বক্তব্য মুসলিম বিশ্বকে হতবাক করেছে। তাঁর কথার জের ধরে প্রশ্ন উঠেছে, এই যুবরাজ আসলে কী চান? মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া মোহাম্মদ বিন সালমানের সাক্ষাৎকারটি অনেকের জন্যই একটা ‘শক’। তাঁর অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতির গতিপ্রকৃতি কী হতে যাচ্ছে, তার কিছুটা হলেও আভাস মেলে এই সাক্ষাৎকারে। মোহাম্মদ বিন সালমান কোনো রাখঢাক না রেখে অত্য...

হুমকিতে ট্রাম্প-কিম বৈঠক

Image
দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্ব পরিকল্পিত উচ্চ-পর্যায়ের বৈঠক বাতিল করেছে উত্তর কোরিয়া। এছাড়া, আগামী মাসে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বহু প্রতীক্ষিত বৈঠক বাতিলের হুমকিও দিয়েছে দেশটি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পর এমন হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। তাদের ভাষ্য, এই মহড়া কোরীয় উপদ্বীপের উষ্ণ সম্পর্কের জন্য হুমকি। এ খবর দিয়েছে আল জাজিরা। উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা কেসিএনএ’কে উদ্ধৃত করে দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় চালানো এই অনুশীলন, আমাদেরকে লক্ষ্য করে চালানো হচ্ছে। এটি পানমুনজম ডিক্লেয়ারেশনের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ ও কোরীয় উপদ্বীপের সাম্প্রতিক ইতিবাচক রাজনৈতিক উন্নয়নের বিরুদ্ধে ইচ্ছাকৃত সামরিক উস্কানি। উত্তর কোরিয়া আরো জানিয়েছে, দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষের সঙ্গে উস্কানিমূলক এই যৌথ সামরিক মহড়ার আলোকে যুক্তরাষ্ট্রকেও উত্তর কোরিয়ার সঙ্গে পরিকল্পিত বৈঠকের ভাগ্য নিয়ে সতর্ক থাকতে হবে। এদিকে পিয়ংইয়ংয়ের সতর্কতা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছ...

জেরুজালেম নিয়ে কেন শান্তির পথে হাঁটছেন না ট্রাম্প?

Image
শান্তি প্রতিষ্ঠা করাই আমাদের সর্বোচ্চ আশা।' ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমের এক অনুষ্ঠানে রেকর্ড করা এক বার্তায় একথা বলেছেন। কিন্তু তিনি কি সেই পথে হাঁটছেন, এমন প্রশ্ন তুলছেন অনেকে। হোয়াইট হাউজ অগ্রাধিকার দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিকে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন যুক্তরাষ্ট্র্র তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিই পূরণ করেছে। ট্রাম্প ঐতিহাসিক এবং বলিষ্ঠ কিছু পদক্ষেপ নিতে পছন্দ করেন। তিনি দেখাতে চান যে, তার পূর্বসুরিরা যা করতে পারেননি, সেটা তিনি করছেন। তার পররাষ্ট্রনীতি এখন পর্যন্ত ভালোই চলছে বলা যায়। জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের এই পদক্ষেপের পেছনে শক্ত লবিং ছিল বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ডানপন্থী আমেরিকান ইহুদি যারা রক্ষণশীল বার্তা দেয়, তাদের একটা প্রভাব রয়েছে ট্রম্পের নীতি নির্ধারকদের উপর। খৃিষ্টান ধর্ম যারা মনে প্রাণে পালন করেন, জেরজালেম নিয়ে তাদের যে বক্তব্য আছে, সেই বক্তব্য আসে ভাইস প্রেসিডেন্ট মাইক ...

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

Image
প্রথম আলো ফাইল ছবি আগামীকাল বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজানের চাঁদ দেখা এবং তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভায় সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে জানাতে বলা হয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ফ্যাক্সেও জানানো যাবে। ফ্যাক্স নম্বরগুলো হলো: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।