নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মোদী ও ওলি
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে ৯শ’ মেগাওয়াট ‘অরুণ ৩’ জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশটির পূর্বাঞ্চলীয় শাংখুওয়াসভা জেলায় এটি নির্মিত হচ্ছে। দু’দেশের যৌথ মালিকানাধীন কোম্পানি এসজেভিএন লিমিটেড নেপালে অন্যতম বৃহৎ প্রকল্পটি তৈরি করবে। খবর সিনহুয়া’র। শুক্রবার সন্ধ্যায় কাঠমান্ডু থেকেই দুই প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মোদী বর্তমানে নেপাল সফরে রয়েছেন। যৌথ সংবাদ সম্মেলনে মোদী বলেন, এই প্রকল্পটি নেপালের জনগণের কর্মসংস্থানের পাশাপাশি ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করবে। ২০২৩ সাল নাগাদ প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। সিনহুয়া। ইত্তেফাক/সেতু