Posts

মহান মে দিবস মঙ্গলবার

Image
মহান মে দিবস মঙ্গলবার। মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা। এদিন শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে। এক লাখ পঁচাশি হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও অসংখ্য বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝাণ্ডা হাতে সমবেত হন সেখানে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে অন্তত ১০ শ্রমিক প্রাণ হারান। অন্যদিকে হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার। পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ...

বিশ্বের সবচেয়ে বড় ‘মৃত্যু কূপ’ ওমান উপসাগরে

Image
ওমান উপসাগরে ৭৮ হাজার বর্গকিলোমিটারের চেয়েও বেশি এলাকাজুড়ে মৃত্যু কূপের সন্ধান পেয়েছেন গবেষকেরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া ওমান উপসাগরে বিশাল ‘মৃত্যু কূপের’ সন্ধান পেয়েছেন গবেষকেরা। যার আয়তন স্কটল্যান্ডের চেয়েও বেশি! গবেষকদের দাবি, এটা বিশ্বের সবচেয়ে বড় ‘মৃত্যু কূপ’। গবেষকেরা বলছেন, ওমান উপসাগরের ওই বিশাল জায়গায় কোনো প্রাণী টিকতে পারছে না। আরব সাগরের অংশ ওই জায়গাটি আগে অপেক্ষাকৃত ছোট থাকলেও ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। লন্ডনের ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের (ইউইএ) গবেষকদের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। তাঁদের গবেষণায় সহযোগিতা করে ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়। জলদস্যু ও সাগরের ওই অংশের মালিকানা নিয়ে আঞ্চলিক শক্তিগুলোর দ্বন্দ্ব থাকায় এত দিন ওই এলাকা নিয়ে কোনো গবেষণা হয়নি। এনডিটিভি জানায়, গবেষকেরা শুক্রবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ওমান উপসাগরের প্রায় অক্সিজেন শূন্য ওই এলাকাটি স্কটল্যান্ডের চেয়ে বড়; অর্থাৎ ওই এলাকার আয়তন ৭৮ হাজার বর্গকিলোমিটারের চেয়েও বেশি! যা দিন দিন আরও বাড়ছে। গবেষকেরা ওই অঞ্চলে রোবট পাঠিয়ে দেখেন, সেখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম। এ ...

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে গেছে আড়াই লাখ রোহিঙ্গা '/ প্রকাশ : ২৮ এপ্রিল, ২০১৮ ১৫:৩৬

Image
ফাইল ছবি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দুই থেকে আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে চলে গেছে। সে সব দেশে তারা অর্থ উপার্জন করে মিয়ানমারে পাঠাচ্ছে। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি-নন রেসিডেন্ট বাংলাদেশের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান তিনি।  তিনি বলেন, বিভিন্ন দেশে গেলে অনেকে বাংলাদেশি পরিচয়ে দেখা করতে আসে। কোথায় বাড়ি জিজ্ঞেস করলে জানা যায়, তারা রোহিঙ্গা। নুরুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট হয়েছে, তবে এটা আমাদের দেশে না। সেই দেশের সিন্ডিকেট। এখন শ্রমিক পাঠানো বন্ধ করে দিলে কেউ যেতে পারবে না, ফলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, যারা বৈধ পথে বাংলাদেশে প্রবাসী আয় পাঠাবে, তাদের প্রণোদনা দিতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী রাজি থাকলে এ প্রণোদনা চালু হবে। এতে বৈধ পথে আয় বাড়বে। সেন্টার ফর এনআরবি চেয়ারম্যান এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, শীর্ষ ব্যবসায়ীদ...

আন্তর্জাতিকভারত আন্তর্জাতিক সংবাদ ভারতের হিমাচল প্রদেশে তৈরি হচ্ছে ‘গো-অভয়ারণ্য’

Image
হিমাচল প্রদেশে ‘গো-অভয়ারণ্য’ গড়ার উদ্যোগ নিয়েছে বিজেপি-শাসিত রাজ্য সরকার। রয়টার্স ফাইল ছবি ভারতে সিংহ, বাঘ ও গন্ডারের অভয়ারণ্য আছে। এবার হিমালয়ের কোলের রাজ্য হিমাচল প্রদেশে তৈরি করা হচ্ছে ‘গো-অভয়ারণ্য’। সেখানে রাখা গরু স্বাধীনভাবে থাকতে পারবে। পশুপালন-ব্যবস্থাকে আরও উন্নত করতে এই ‘গো-অভয়ারণ্য’ গড়ার উদ্যোগ নিয়েছে বিজেপি-শাসিত রাজ্য সরকার। গতকাল শনিবার বিশ্ব পশু চিকিৎসা দিবস উপলক্ষে রাজ্যের ধর্মশালা এলাকার পালামুতে জেসি নেগি কলেজ অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস (কভাস) আয়োজিত অনুষ্ঠানে গো-অভয়ারণ্য গড়ার ঘোষণাটি আসে। অনুষ্ঠানে রাজ্যের পশুপালন, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী বীরেন্দর কানওয়ার বলেন, গো-অভয়ারণ্যে দুধেল গরুও রাখা হবে। থাকবে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সে কৃষকদের বাড়ি থেকে চিকিৎসার জন্য গরু নিয়ে আসা হবে অভয়ারণ্যের চিকিৎসাকেন্দ্রে। মন্ত্রী আরও বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে রুগ্‌ণ গরুর চিকিৎসা এবং তাদের দেখভালের জন্য এই কেন্দ্রে নিয়ে আসা হবে। এতে গো-উৎপাদন বাড়বে। বাড়বে দুগ্ধ উৎপাদন।

কিম-মুন বৈঠকের নেপথ্য নায়ক এক গোয়েন্দাপ্রধান

Image
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাপ্রধানের চোখে আনন্দের অশ্রু । রয়টার্স • সম্পর্ক উন্নয়নে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাপ্রধান সুহ হুন ১৮ বছর ধরে কাজ করেছেন।  • দক্ষিণ কোরিয়ায় রক্ষণশীল সরকার ক্ষমতায় এলে ২০০৮ সালে সুহ হুন চাকরি ছেড়ে দেন। • আনন্দের অশ্রু লুকানোর চেষ্টা করেছিলেন সুহ হুন । ঘটনাস্থল দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজম। সেখানকার পিস হাউসে গত শুক্রবার ঐতিহাসিক বৈঠকে মিলিত হন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। দুই দফা বৈঠকের পর যৌথ ঘোষণায় তাঁরা ৬৮ বছরের যুদ্ধের ইতি টানার ও কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার ঘোষণা দেন। সব ক্যামেরার ফোকাস যখন তাঁদের দিকে; তখন পাশেই একজন অশ্রু লুকানোর চেষ্টা করছিলেন। তিনি আর কেউ নন, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাপ্রধান সুহ হুন। এই অশ্রু আনন্দের। প্রায় দুই দশকের চেষ্টার পর ঐতিহাসিক অর্জনের। দুই কোরিয়ার মধ্যে বৈরিতার অবসান ঘটিয়ে সম্পর্ক উন্নয়নের জন্য সুহ হুন ১৮ বছর কাজ করেছেন। তাঁর চেষ্টা যে ব্যর্থ হয়নি, গত শুক্রবারের যৌথ ঘোষণাই তার প্রমাণ। ২০০০ সালে একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তিনি প্রথম উত্তর কোরিয়ার পিয়ংইয়...

উ. কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের কিম-মুনের বৈঠককে স্বাগত উ. কোরিয়ার মিডিয়ার

Image
পরমাণু অস্ত্রমুক্ত করতে উত্তর কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, ভবিষ্যতে তার সঙ্গে দেশটির নেতার বৈঠকের কথা থাকলেও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ অব্যাহত রাখা হবে। এদিকে শুক্রবার দুই কোরিয়ার নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে স্বাগত জানিয়েছে উত্তর কোরিয়ার মিডিয়া। খবর রয়টার্স ও বিবিসি’র আগামী মে মাসে কিংবা জুনের প্রথম সপ্তাহে ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক হতে পারে। সিঙ্গাপুরকে বৈঠকের ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মার্কিন প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সাংবাদিকদের বলেছেন, আমরা অতীত প্রশাসনের মতো ভুল করতে চাই না। পরমাণু অস্ত্রমুক্ত করতে পিয়ংইয়ংয়ের ওপর চাপ অব্যাহত রাখবো। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ কিম ও মুনের বৈঠককে স্বাগত জানিয়েছে। এই প্রথম দুই কোরিয়ার মধ্যে শান্তি আলোচনাকে গুরুত্বসহকারে প্রকাশ করলো প্রভাবশালী মিডিয়াটি। শুক্রবার বৈঠকের পর দুই নেতার যৌথ বিবৃতি আলাদা আলাদা করে প্রকাশ করেছে কেসিএনএ। কিম এবং মুন কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণরূপে পরমাণু অস্ত্রমুক্ত কর...

ইসরায়েলকে ধ্বংসের পরই অস্ত্র সমর্পণ : হিজবুল্লাহ

Image
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, ইসরায়েলকে ধ্বংস করার পর অস্ত্র সমর্পণ করা হবে, এর আগে নয়। শনিবার ইরানের সরকারি বার্তা সংস্থা 'ইরনা'-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। শেখ নায়িম কাসেম বলেন, সিরিয়ায় হিজবুল্লাহ ও ইরানের ওপর আঘাত হানার ইসরায়েলি ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। আমেরিকা সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না বলে তিনি জানান। নায়িম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুদের ভুলের কারণে সিরিয়ায় চলমান সংঘাত বিশ্বযুদ্ধে রূপ নেয়ার আশঙ্কা রয়ে গেছে। লেবাননের আসন্ন সংসদ নির্বাচনে হিজবুল্লাহ আগের চেয়ে ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন নায়িম কাসেম। আগামী ৬ মে দেশটিতে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিডি প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৮/আরাফাত