Posts

আন্তর্জাতিকভারত আন্তর্জাতিক সংবাদ ভারতের হিমাচল প্রদেশে তৈরি হচ্ছে ‘গো-অভয়ারণ্য’

Image
হিমাচল প্রদেশে ‘গো-অভয়ারণ্য’ গড়ার উদ্যোগ নিয়েছে বিজেপি-শাসিত রাজ্য সরকার। রয়টার্স ফাইল ছবি ভারতে সিংহ, বাঘ ও গন্ডারের অভয়ারণ্য আছে। এবার হিমালয়ের কোলের রাজ্য হিমাচল প্রদেশে তৈরি করা হচ্ছে ‘গো-অভয়ারণ্য’। সেখানে রাখা গরু স্বাধীনভাবে থাকতে পারবে। পশুপালন-ব্যবস্থাকে আরও উন্নত করতে এই ‘গো-অভয়ারণ্য’ গড়ার উদ্যোগ নিয়েছে বিজেপি-শাসিত রাজ্য সরকার। গতকাল শনিবার বিশ্ব পশু চিকিৎসা দিবস উপলক্ষে রাজ্যের ধর্মশালা এলাকার পালামুতে জেসি নেগি কলেজ অব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস (কভাস) আয়োজিত অনুষ্ঠানে গো-অভয়ারণ্য গড়ার ঘোষণাটি আসে। অনুষ্ঠানে রাজ্যের পশুপালন, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী বীরেন্দর কানওয়ার বলেন, গো-অভয়ারণ্যে দুধেল গরুও রাখা হবে। থাকবে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সে কৃষকদের বাড়ি থেকে চিকিৎসার জন্য গরু নিয়ে আসা হবে অভয়ারণ্যের চিকিৎসাকেন্দ্রে। মন্ত্রী আরও বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে রুগ্‌ণ গরুর চিকিৎসা এবং তাদের দেখভালের জন্য এই কেন্দ্রে নিয়ে আসা হবে। এতে গো-উৎপাদন বাড়বে। বাড়বে দুগ্ধ উৎপাদন।

কিম-মুন বৈঠকের নেপথ্য নায়ক এক গোয়েন্দাপ্রধান

Image
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাপ্রধানের চোখে আনন্দের অশ্রু । রয়টার্স • সম্পর্ক উন্নয়নে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাপ্রধান সুহ হুন ১৮ বছর ধরে কাজ করেছেন।  • দক্ষিণ কোরিয়ায় রক্ষণশীল সরকার ক্ষমতায় এলে ২০০৮ সালে সুহ হুন চাকরি ছেড়ে দেন। • আনন্দের অশ্রু লুকানোর চেষ্টা করেছিলেন সুহ হুন । ঘটনাস্থল দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজম। সেখানকার পিস হাউসে গত শুক্রবার ঐতিহাসিক বৈঠকে মিলিত হন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। দুই দফা বৈঠকের পর যৌথ ঘোষণায় তাঁরা ৬৮ বছরের যুদ্ধের ইতি টানার ও কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার ঘোষণা দেন। সব ক্যামেরার ফোকাস যখন তাঁদের দিকে; তখন পাশেই একজন অশ্রু লুকানোর চেষ্টা করছিলেন। তিনি আর কেউ নন, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাপ্রধান সুহ হুন। এই অশ্রু আনন্দের। প্রায় দুই দশকের চেষ্টার পর ঐতিহাসিক অর্জনের। দুই কোরিয়ার মধ্যে বৈরিতার অবসান ঘটিয়ে সম্পর্ক উন্নয়নের জন্য সুহ হুন ১৮ বছর কাজ করেছেন। তাঁর চেষ্টা যে ব্যর্থ হয়নি, গত শুক্রবারের যৌথ ঘোষণাই তার প্রমাণ। ২০০০ সালে একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তিনি প্রথম উত্তর কোরিয়ার পিয়ংইয়...

উ. কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের কিম-মুনের বৈঠককে স্বাগত উ. কোরিয়ার মিডিয়ার

Image
পরমাণু অস্ত্রমুক্ত করতে উত্তর কোরিয়ার ওপর চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, ভবিষ্যতে তার সঙ্গে দেশটির নেতার বৈঠকের কথা থাকলেও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ অব্যাহত রাখা হবে। এদিকে শুক্রবার দুই কোরিয়ার নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে স্বাগত জানিয়েছে উত্তর কোরিয়ার মিডিয়া। খবর রয়টার্স ও বিবিসি’র আগামী মে মাসে কিংবা জুনের প্রথম সপ্তাহে ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বৈঠক হতে পারে। সিঙ্গাপুরকে বৈঠকের ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মার্কিন প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সাংবাদিকদের বলেছেন, আমরা অতীত প্রশাসনের মতো ভুল করতে চাই না। পরমাণু অস্ত্রমুক্ত করতে পিয়ংইয়ংয়ের ওপর চাপ অব্যাহত রাখবো। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ কিম ও মুনের বৈঠককে স্বাগত জানিয়েছে। এই প্রথম দুই কোরিয়ার মধ্যে শান্তি আলোচনাকে গুরুত্বসহকারে প্রকাশ করলো প্রভাবশালী মিডিয়াটি। শুক্রবার বৈঠকের পর দুই নেতার যৌথ বিবৃতি আলাদা আলাদা করে প্রকাশ করেছে কেসিএনএ। কিম এবং মুন কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণরূপে পরমাণু অস্ত্রমুক্ত কর...

ইসরায়েলকে ধ্বংসের পরই অস্ত্র সমর্পণ : হিজবুল্লাহ

Image
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, ইসরায়েলকে ধ্বংস করার পর অস্ত্র সমর্পণ করা হবে, এর আগে নয়। শনিবার ইরানের সরকারি বার্তা সংস্থা 'ইরনা'-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। শেখ নায়িম কাসেম বলেন, সিরিয়ায় হিজবুল্লাহ ও ইরানের ওপর আঘাত হানার ইসরায়েলি ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। আমেরিকা সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না বলে তিনি জানান। নায়িম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুদের ভুলের কারণে সিরিয়ায় চলমান সংঘাত বিশ্বযুদ্ধে রূপ নেয়ার আশঙ্কা রয়ে গেছে। লেবাননের আসন্ন সংসদ নির্বাচনে হিজবুল্লাহ আগের চেয়ে ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন নায়িম কাসেম। আগামী ৬ মে দেশটিতে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিডি প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৮/আরাফাত

প্রথমবারের মতো যুদ্ধের মহড়ায় ভারত-পাকিস্তান-চীন!

Image
ফাইল ছবি ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো চলতি বছরে যুদ্ধের মহড়ায় এক সাথে অংশ নিতে যাচ্ছে। এবার দু'দেশের সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধের মহড়া করবে। ওই মহড়ায় অংশ নিচ্ছে চীনও। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের অধীনে ওই মহড়ায় অংশ নেবে একাধিক দেশ।  কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় হবে সেই মহড়া। ওই সংস্থার সদস্য সব দেশই সেখানে অংশ নিতে পারবে। সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ না করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী জানান, এসসিও-র অধিকাংশ দেশগুলোর সঙ্গে দারুণ সম্পর্ক ভারতের। প্রতিরক্ষা ক্ষেত্রে বন্ধু দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাই আমরা। সামরিক মহড়ায় এই প্রথমবার অংশ নিতে চলেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোও। গতবছরই এসসিও-তে সদস্য হয়েছে পাকিস্তান ও ভারত। এই সামরিক মহড়ায় অংশ নেবে চীন ও রাশিয়া। সেনা মহড়ায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানও। এদিকে, স্বাধীনতার পর এই প্রথমবার ভারত ও পাকিস্তান কোন একটি সেনা মহড়ায় অংশ নিচ্ছে। যদিও জাতিসংঘের শান্তিরক্ষাবাহিনীতে একই সঙ্গে কাজ করে যাচ্ছে দুই দেশের সেনারা। বিডি   প্রতিদিন / এ ...

ইয়েমেনের বিদ্রোহী নেতা হত্যার দাবি সৌদি আরবের

Image
সৌদি আরব গত সপ্তাহে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটি। ওই হামলায় হুতি বিদ্রোহীদের দ্বিতীয় প্রধান নেতা নিহত হয়েছে। হুতি বিদ্রোহীরা এই হত্যার প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ার করেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালেদ বিন সালমান মঙ্গলবার রাতে টুইটারে জানান, ‘রয়েল এয়ার ফোর্সের বীরেরা হুতি মিলিশিয়া নেতা সালেহ্ আল-সাম্মাদের ওপর সফল হামলা চালিয়েছে।’ খবর এএফপি’র। ইরানের মিত্র বিদ্রোহী সংগঠনটি জানায়, মঙ্গলবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে হোদেইদায় হুতির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সাম্মাদ নিহত হয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীরা সৌদি সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। প্রিন্স খালেদ বলেন, তার ভাই যুবরাজ মোহাম্মদ বিন সালমান হামলাটির তত্ত্বাবধায়নে ছিলো।  সাম্মাদ সৌদি আরবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেয়ার পর তাকে হত্যা করতে এ বিমান হামলা চালানো হয়। ইয়েমেনে তিন বছরের এই যুদ্ধে প্রায় ১০ হাজার প্রাণহানি ঘটেছে এবং দেশটিতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এএফপি। ইত্তেফাক/সেতু

মাধ্যাকর্ষণ শক্তিতেই 'বন্দী' ভিনগ্রহীরা

Image
ভিনগ্রহের প্রাণীদের নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। চলছে আলোচনা আর গবেষণা। এ ব্যাপারে স্টিফেন হকিংয়ের দৃঢ় বিশ্বাস ছিল, ভিনগ্রহীরা আছে। আসরা যেমন ওদের খুঁজছি, ওরাও তেমন আমাদের খুঁজছে। হকিংয়ের গবেষণালব্ধ দাবিই আরও জোরাল করল জার্মানির সেন্নেবার্গ অবজারভেটরি'র বিজ্ঞানীরা। তারা জানাচ্ছেন, ভিনগ্রহীরা যে গ্রহে বাস করছে, সেই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির এতই তীব্র যে সেই শক্তিতেই বন্দি হয়ে রয়েছে তারা। সেই সুপার-আর্থ আমাদের পৃথিবীর চেয়ে ১০ গুণ বড়। এ ব্যাপারে গবেষক দলের প্রধান মাইকেল হিপকের কথায়, 'পৃথিবীর চেয়ে অনেক বড় আকারের পাথর ও তীব্র মাধ্যাকর্ষণ ওই বিশ্বে।' বিজ্ঞানীরা আরও বলছেন, ওই সুপার-আর্থে একটি মহাকাশযান নামানো প্রায় অসম্ভব। কারণ, মাধ্যাকর্ষণ শক্তি সেখানে এতটাই বেশি। আর যদি মহাকাশযান নামানোও হয়, সে ক্ষেত্রে তীব্র মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে ৪ লক্ষ মেট্রিকটনের রকেট লাগবে। কারণ প্রচুর জ্বালানি প্রয়োজন।  বিডি প্রতিদিন/২৬এপ্রিল ২০১৮/ওয়াসিফ