Posts

তুর্কি ও কাতারের বিমানঘাঁটি ছাড়ছে না যুক্তরাষ্ট্র

Image
তুরস্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের ইনসারলিক বিমানঘাঁটি। ছবি: রয়টার্স তুরস্ক ও কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ত্যাগ করতে যাচ্ছে মার্কিন বাহিনী—এমন খবর অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। খবর আল জাজিরার। গতকাল রোববার টুইটারে এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র তুরস্কের ইনসারলিক বিমানঘাঁটি ত্যাগ করছে না, পাশাপাশি তারা কাতারের আল উদিয়াদ বিমানঘাঁটিও ত্যাগ করছে না। এ ধরনের খবর মিথ্যা।’ মার্কিন বিমানবাহিনীর সেন্ট্রাল কমান্ডও টুইট বার্তায় বলেছে, এ ধরনের খবরের ‘বিশ্বাসযোগ্যতা শূন্য’। ২২ মার্চ ইসরায়েলের একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, ওই দুটি ঘাঁটি ত্যাগের প্রস্তুতি নিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে জানিয়ে আসছে, ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডকে প্রভাবিত করবে না। দেশের বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সেনা ও অস্ত্র-সরঞ্জাম রয়েছে কাতারের আল উদিয়াদ বিমান ঘাঁটিতে। কাতারের রাজধানী দোহা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওই ঘাঁটিতে নয় হাজারেরও বেশ মার্কিন সেনা অবস্থান করছে। মোতায়েন রয়েছে যুক্...

শাকিব-অপুর বিরুদ্ধে ‘ক্ষতিগ্রস্ত’ প্রযোজকের চিঠি

Image
এবারের অভিযোগটি শাকিব খান বা অপু বিশ্বাস একে অপরের বিরুদ্ধে তোলেননি। বরং তাঁদের দুজনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন একজন প্রযোজক-শাকিব-অপু শিডিউল না দেওয়ার কারণে যার ছবি মাই ডার্লিং দীর্ঘদিন ধরে আটকে আছে। মনিরুজ্জামান নামের ওই প্রযোজক তাঁর অভিযোগের চিঠি পাঠিয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট তিনটি সমিতি বরাবর। ২০ মার্চ আলাদা আলাদাভাবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও শিল্পী সমিতি বরাবর শাকিব খান ও অপু বিশ্বাসের বিরুদ্ধে চিঠি পাঠান মনিরুজ্জামান। চিঠি দেওয়ার দিন থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে তিনি চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পীদের কাছে সুবিচার প্রার্থনা করেন। মনিরুজ্জামানের অভিযোগ, বারবার তাগিদ দেওয়ার পরও শাকিব খান ও অপু বিশ্বাস তাঁর ছবি মাই ডার্লিং-এর কাজ সম্পন্ন করে দিচ্ছেন না। চিঠিতে প্রযোজক মনিরুজ্জামান উল্লেখ করেছেন-২০১৩ সালের ১ সেপ্টেম্বর মাই ডার্লিং ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হন শাকিব ও অপু। এই ছবি প্রযোজনা করেছে মনিরুজ্জামানের প্রতিষ্ঠান ‘ড্রাগন এন্টারটেইনমেন্ট’। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ছবির শুটিং শুরু হয় ২০১৪ সালের ১ জানুয়ারি। ২০১৫ শুরুর দিকে ছবির ৭০ ভাগ কাজ শ...

ইসরায়েল দখলে ‘আর্মি অব ইসলাম’ গঠন করতে চায় তুরস্ক

Image
ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে  ইসলামি সম্মেলন সংস্থার (ও আইসি) সদস্য ৫৭টি মুসলিম দেশের সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বিশাল সামরিক বাহিনী গঠন করার পরিকল্পনা করেছে তুরস্ক। দেশটির একটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ৫০ লাখের উপরে সদস্য নিয়ে গঠিত এ সেনাবাহিনী ‘আর্মি অব ইসলাম’ নামে পরিচিত হবে। মূলত তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের পরিকল্পনা ওআইসি ভুক্ত দেশগুলোকে নিয়ে এমন একটি বাহিনী গঠন করা। ইতোমধ্যেই এ সেনাবাহিনী গঠনে  ওআইসি ভুক্ত ৫৭ দেশের সহযোগিতা চাওয়া হয়েছে,  যারা ইসরায়েলের আক্রমণ প্রতিরোধ, প্রয়োজনে দখল করার সমার্থ্য রাখবে। জানা যায়, ওআইসি’র সদস্যভুক্ত ৫৭টি দেশের জনসংখ্যা প্রায় ১৬৭ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৯৩১। এসব দেশের সক্রিয় সৈন্য রয়েছে প্রায় ৫২ লাখ। মুসলিম দেশগুলোর সামরিক বাজেট প্রায় ১৭৪ বিলিয়ন মার্কিন ডলারের। অন্যদিকে, ইসরায়েলের মোট জনসংখ্যা প্রায় ৮০ লাখ ৪৯ হাজার ৩১৪ জন। মধ্যপ্রাচ্যের এই দেশটির সক্রিয় সেনা রয়েছে ১ লাখ ৬০ হাজার; বার্ষিক সামরিক বাজেট প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার। ওআইসির সদস্য দেশগুলো যদি এই সামরিক বাহিনী গঠনে সম্মত হয় তাহলে তা জেরুজালেম দখলে রাখা ই...

বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী তিনি!

Image
টানা দুইবার বিশ্ব সুন্দরীর মঞ্চে উঠেছেন। প্রথমবার ৬ষ্ঠ এবং দ্বিতীয়বার ২য় স্থান থেকে ছিটকে গেছেন। কিন্তু তৃতীয়বার আর হতাশ হতে হয়নি তাকে। বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর খেতাবটি ঠিকই জিতে নিয়েছেন হোপ এলিজাবেথ সোবেরানো (লিজা)। ফিলিপিনো-আমেরিকান এই মডেলের আজন্ম স্বপ্ন সত্যি হয়ে ধরা দিল। ২০১৭ সালের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে (মোস্ট বিউটিফুল ফেস অব ২০১৭) তাকে বাছাই করা হয়েছে। গত বছর এই তালিকায়  দ্বিতীয় স্থানে ছিলেন এই মডেল অভিনেত্রী। তার আগের বছর অর্থাৎ ২০১৫ সালে তিনি হয়েছিলেন ৬ষ্ঠ।  এই খেতাব জয়ের মাধ্যমে লিজা নিজেকে হলিউডের আলোচিত শীর্ষ সুন্দরী এমা ওয়াটসন, নাটালি পোর্টম্যান, এমিলিয়া ক্লার্কদের (গেইম অব থ্রোন্স খ্যাত) কাতারে নিজের নাম লিপিবদ্ধ করলেন। ব্রিটিশ ইন্ডিপিন্ডেন্ট মুভি ক্রিটিক্‌সের করা এই লিস্টে এ বছর দ্বিতীয় স্থানে আছেন ফরাসি মডেল অভিনেত্রী থাইলেন ব্লন্ডিউ, তৃতীয় হয়েছেন জাপানি গায়িকা থুয়ু। ১৯৯০ সাল থেকে ব্রিটিশ ইন্ডিপিন্ডেন্ট মুভি ক্রিটিক্‌স এই সুন্দরী নির্বাচনের ধারা চালু করে। আর ২০১৩ সালে এসে চালু করে সেরা সুদর্শন পুরুষদের তালিকাও। বলা হয়ে থাকে এই তালিকা সেলিব্রে...

একদিনের পুলিশ পরিদর্শক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

Image
ইনকিলাব ডেস্ক : পরনে খাকি পোশাক। মুখে চাপা হাসি নিয়ে স্যালুট জানাল পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের। এরপর টেবিলে বসে নিজের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়ল মুম্বাইয়ের মুলুন্দ পুলিশ স্টেশনে নিযুক্ত নতুন পরিদর্শক অর্পিত মÐল। বয়স তার মাত্র সাত! গত বৃহস্পতিবার একদিনের জন্য পুলিশ পরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হয় অর্পিতকে। সাত বছর ছোট শিশু অর্পিতের স্বপ্ন ছিল, বড় হয়ে পুলিশ কর্মকর্তা হওয়ার। কিন্তু এই বড় হওয়ার আগেই মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয় সে। আর তাই অর্পিতের স্বপ্নপূরণে তার পাশে এসে দাঁড়িয়েছে মুম্বাই পুলিশ ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। অর্পিতের ইচ্ছা পূরণ করতে মাত্র একদিনের জন্য তাকে পুলিশের ইন্সপেক্টর পদে নিযুক্ত করা হয়। মুম্বাইয়ের মুলুন্দ পুলিশ স্টেশনে একদিন কাজও করে সে। এনডিটিভি।

ভয়ঙ্কর হয়ে উঠছে সৌদি, এবার ইউরেনিয়াম সক্ষমতা অর্জনের হুংকার

Image
ফাইল ছবি  আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে ক্রমশই আরও শক্তিশালী হয়ে উঠছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে এবার কয়েক দিনে আগে পরমাণু বোমা বানানোর হুমকি দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এবার তিনি বললেন, রিয়াদ ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করতে চায়। পাশাপাশি সৌদি আরবের ইউরেনিয়াম রিজার্ভ নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি। এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ দাবি করেন, বিশ্বের ইউরেনিয়ামের পাঁচ শতাংশ রিজার্ভ রয়েছে সৌদি আরবে। প্রসঙ্গত, সৌদি আরব আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে ১৬টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। এ ব্যাপারে মোহাম্মদ বিন সালমান বলেন, বিদেশ থেকে ইউরেনিয়াম কেনার বদলে পরমাণু চুল্লিতে নিজের ইউরেনিয়াম ব্যবহার করতে চায় সৌদি আরব। এ ক্ষেত্রে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করাই রিয়াদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।  উল্লেখ্য, সম্প্রতি মার্কিন টিভি চ্যানেল সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেছিলেন, ইরান পরমাণু বোমা তৈরি করলে তার জবাবে সৌদি আরবও পরমাণু বোমা বানাবে। বিডি প্রতিদিন/২৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ

গুগলে বাংলাদেশের পতাকা

Image
স্বাধীনতা দিবসে বাংলাদেশিদের শুভেচ্ছা জানাতে লাল সবুজ পতাকা দিয়ে ডুডল প্রকাশ করেছে গুগল। গতকাল ডুডল (গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো) দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। যেখানে রয়েছে লাল সবুজের পতাকা। গুগল শব্দটিও লেখা হয়েছে লাল-সবুজের ওপর। ২০১৩ সাল থেকে মোট পাঁচটি বিশেষ ডুডল প্রকাশ করল গুগল। ২০১৩ সালের ২৬ মার্চ বাংলাদেশের মানুষ গুগলে ঢুকে সুন্দর একটি ডুডল দেখে চমকে যায়। ২০১৫ সালের ২৬ মার্চে আবারও ডুডল প্রকাশ করে গুগল। ২০১৬ সালের স্বাধীনতা দিবসে গুগলের ডুডলে ফুটিয়ে তোলা হয় উন্নতির দিকে এগিয়ে চলা বাংলাদেশকে। ২০১৭ সালেও ডুডলের মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য।