Posts

বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী তিনি!

Image
টানা দুইবার বিশ্ব সুন্দরীর মঞ্চে উঠেছেন। প্রথমবার ৬ষ্ঠ এবং দ্বিতীয়বার ২য় স্থান থেকে ছিটকে গেছেন। কিন্তু তৃতীয়বার আর হতাশ হতে হয়নি তাকে। বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীর খেতাবটি ঠিকই জিতে নিয়েছেন হোপ এলিজাবেথ সোবেরানো (লিজা)। ফিলিপিনো-আমেরিকান এই মডেলের আজন্ম স্বপ্ন সত্যি হয়ে ধরা দিল। ২০১৭ সালের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে (মোস্ট বিউটিফুল ফেস অব ২০১৭) তাকে বাছাই করা হয়েছে। গত বছর এই তালিকায়  দ্বিতীয় স্থানে ছিলেন এই মডেল অভিনেত্রী। তার আগের বছর অর্থাৎ ২০১৫ সালে তিনি হয়েছিলেন ৬ষ্ঠ।  এই খেতাব জয়ের মাধ্যমে লিজা নিজেকে হলিউডের আলোচিত শীর্ষ সুন্দরী এমা ওয়াটসন, নাটালি পোর্টম্যান, এমিলিয়া ক্লার্কদের (গেইম অব থ্রোন্স খ্যাত) কাতারে নিজের নাম লিপিবদ্ধ করলেন। ব্রিটিশ ইন্ডিপিন্ডেন্ট মুভি ক্রিটিক্‌সের করা এই লিস্টে এ বছর দ্বিতীয় স্থানে আছেন ফরাসি মডেল অভিনেত্রী থাইলেন ব্লন্ডিউ, তৃতীয় হয়েছেন জাপানি গায়িকা থুয়ু। ১৯৯০ সাল থেকে ব্রিটিশ ইন্ডিপিন্ডেন্ট মুভি ক্রিটিক্‌স এই সুন্দরী নির্বাচনের ধারা চালু করে। আর ২০১৩ সালে এসে চালু করে সেরা সুদর্শন পুরুষদের তালিকাও। বলা হয়ে থাকে এই তালিকা সেলিব্রে...

একদিনের পুলিশ পরিদর্শক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

Image
ইনকিলাব ডেস্ক : পরনে খাকি পোশাক। মুখে চাপা হাসি নিয়ে স্যালুট জানাল পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের। এরপর টেবিলে বসে নিজের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়ল মুম্বাইয়ের মুলুন্দ পুলিশ স্টেশনে নিযুক্ত নতুন পরিদর্শক অর্পিত মÐল। বয়স তার মাত্র সাত! গত বৃহস্পতিবার একদিনের জন্য পুলিশ পরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হয় অর্পিতকে। সাত বছর ছোট শিশু অর্পিতের স্বপ্ন ছিল, বড় হয়ে পুলিশ কর্মকর্তা হওয়ার। কিন্তু এই বড় হওয়ার আগেই মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয় সে। আর তাই অর্পিতের স্বপ্নপূরণে তার পাশে এসে দাঁড়িয়েছে মুম্বাই পুলিশ ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)। অর্পিতের ইচ্ছা পূরণ করতে মাত্র একদিনের জন্য তাকে পুলিশের ইন্সপেক্টর পদে নিযুক্ত করা হয়। মুম্বাইয়ের মুলুন্দ পুলিশ স্টেশনে একদিন কাজও করে সে। এনডিটিভি।

ভয়ঙ্কর হয়ে উঠছে সৌদি, এবার ইউরেনিয়াম সক্ষমতা অর্জনের হুংকার

Image
ফাইল ছবি  আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে ক্রমশই আরও শক্তিশালী হয়ে উঠছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে এবার কয়েক দিনে আগে পরমাণু বোমা বানানোর হুমকি দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এবার তিনি বললেন, রিয়াদ ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করতে চায়। পাশাপাশি সৌদি আরবের ইউরেনিয়াম রিজার্ভ নিয়ে গর্ব প্রকাশ করেছেন তিনি। এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ দাবি করেন, বিশ্বের ইউরেনিয়ামের পাঁচ শতাংশ রিজার্ভ রয়েছে সৌদি আরবে। প্রসঙ্গত, সৌদি আরব আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে ১৬টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। এ ব্যাপারে মোহাম্মদ বিন সালমান বলেন, বিদেশ থেকে ইউরেনিয়াম কেনার বদলে পরমাণু চুল্লিতে নিজের ইউরেনিয়াম ব্যবহার করতে চায় সৌদি আরব। এ ক্ষেত্রে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করাই রিয়াদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।  উল্লেখ্য, সম্প্রতি মার্কিন টিভি চ্যানেল সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেছিলেন, ইরান পরমাণু বোমা তৈরি করলে তার জবাবে সৌদি আরবও পরমাণু বোমা বানাবে। বিডি প্রতিদিন/২৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ

গুগলে বাংলাদেশের পতাকা

Image
স্বাধীনতা দিবসে বাংলাদেশিদের শুভেচ্ছা জানাতে লাল সবুজ পতাকা দিয়ে ডুডল প্রকাশ করেছে গুগল। গতকাল ডুডল (গুগলের হোম পেজে দেখানো বিশেষ লোগো) দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। যেখানে রয়েছে লাল সবুজের পতাকা। গুগল শব্দটিও লেখা হয়েছে লাল-সবুজের ওপর। ২০১৩ সাল থেকে মোট পাঁচটি বিশেষ ডুডল প্রকাশ করল গুগল। ২০১৩ সালের ২৬ মার্চ বাংলাদেশের মানুষ গুগলে ঢুকে সুন্দর একটি ডুডল দেখে চমকে যায়। ২০১৫ সালের ২৬ মার্চে আবারও ডুডল প্রকাশ করে গুগল। ২০১৬ সালের স্বাধীনতা দিবসে গুগলের ডুডলে ফুটিয়ে তোলা হয় উন্নতির দিকে এগিয়ে চলা বাংলাদেশকে। ২০১৭ সালেও ডুডলের মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য।

স্যাটেলাইটে ধরা পড়ল চীনা এয়ারক্রাফটের গোপন ছবি!

Image
আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে এবার দেশের মাটিতেই মিলিটারি এয়ারক্রাফট তৈরি করছে চীন। সম্প্রতি স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল চীনের সেই গোপন প্রজেক্ট। সেই ছবিতে দেখা যাচ্ছে ওয়াই-২০ নামের ওই এয়ারক্রাফট সংখ্যায় ক্রমশ বাড়ছে। ছবিতে দেখা যাচ্ছে, চীনের প্রোডাকশন হাব ইয়ানলিয়াং-এ বিভিন্ন পর্যায়ে রয়েছে সেইসব যুদ্ধবিমান। মোট ছ’টি বিমান দেখা যাচ্ছে সেখানে। দেশে তৈরি সেই বিমানের কোডনেম দেওয়া হয়েছে ‘কিনপেং’। এটি আসলে চীনের এক পৌরাণিক পাখি, যা নাকি কয়েক হাজার কিলোমিটার উড়ে যেতে পারত বলে কথিত আছে। চীনের সরকারি সংস্থা ‘অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না’ ওই বিমানগুলো তৈরি করছে।  চীনের ওয়াই-২০ ২০০ মেট্রিক টন লোডের জন্য বানানো হয়েছে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। মূলত সেনা ও অস্ত্র বহনের জন্য তৈরি করা হচ্ছে এগুলো। এতে চীনের ইলেকট্রিক ওয়ারফেয়ার বা রিফুয়েলিং ইকুইপমেন্ট বহন করা হবে বলেও মনে করা হচ্ছে। বিশেষত প্রতিকূল আবহাওয়াতে যাতে দ্রুত অস্ত্র পৌঁছে দেওয়া যায়, তার জন্যই তৈরি এই বিমান। ২০১৩ সালে প্রথম এই ব...

সিজারে নবজাতকের মাথা বিচ্ছিন্ন; সাতজনকে তলব, রুল জারি

Image
ফাইল ছবি কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে সিজার করার সময় নবজাতকের মাথা বিচ্ছিন্ন করার ঘটনায় হাসপাতালের পরিচালক, জেলা সিভিল সার্জন ও অভিযুক্ত চিকিৎসকসহ সাতজনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৪ এপ্রিল অভিযুক্তদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।  আজ রবিবার হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, আজ এ বিষয়ে কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান। তার সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার ফারহানা ইসলাম খান, আনিসুল হাসান ও সেগুফতা তাবাসসুম আহমেদ। এ ব্যাপারে আইনজীবী অ্যাডভোকেট সেগুফতা তাবাসসুম আহমেদ গণমাধ্যমকে জানান, এই ঘটনায় আগামী ৪ এপ্রিল আদালতে হাজির হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, কুমিল্লার সিভিল সার্জন, গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. করুনা রানী কর্মকার, ডা. নাসরিন আক্তা...

মিসকল যখন ভয়ঙ্কর

Image
প্রতীকী ছবি কুমিল্লার দাউদকান্দি মহাসড়কের পাশের একটি ঝোপের সামনে মানুষের জটলা। প্রত্যেকের দৃষ্টি ঝোপের দিকে। সেখানে পড়ে আছে বড় একটি সুটকেস। কী আছে তাতে? এমন প্রশ্ন উত্সুক মানুষের মধ্যে। এ খবর চলে যায় পুলিশের কাছেও।  পুলিশ আসে। প্রচণ্ড ভারী সুটকেসটি টেনে তুলতে বেগ পেতে হচ্ছিল দুই পুলিশকে। লোকজনের সহায়তায় সেটি ঝোপ থেকে রাস্তার ওপর তোলা হয়। সুটকেসটি দেখে পুলিশের সন্দেহ হয়। মাছি উড়ছিল সুটকেসের চারপাশ ঘিরে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয় বিষয়টি। তারাও সেখানে ছুটে আসেন। সুটকেসের তালা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।  পুলিশ তালা ভেঙে সুটকেসটি খোলে। মানুষের মুখে তখন ভয় পাওয়ার নানা শব্দ। চেহারায় আতঙ্কের ছাপ। কারণ সুটকেস খুলতেই বেরিয়ে আসে কম্বল মোড়ানো আস্ত মানুষের লাশ! লাশটি উদ্ধারের পর মর্গে পাঠানো হয়। পুলিশ অজ্ঞাতনামা ওই পুরুষের লাশের পরিচয় জানতে তদন্ত শুরু করে।  বেশ কদিন অজ্ঞাত থাকলেও একপর্যায়ে পুলিশ জানতে পারে, এটি একজন ধনাঢ্য ব্যবসায়ীর লাশ। নাম তার জাহাঙ্গীর হোসেন। যাত্রাবাড়ী থেকে তিনি অপহরণ হয়েছিলেন। লাশের পরিচয় জানার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পাঁচ মাস পর ওই ...