Posts

সাঙ্গুতে ডুবে বিশ্ববিদ্যালয়-শিক্ষকসহ দুজনের মৃত্যু

Image
প্রতীকী ছবি বান্দরবানের রুমা উপজেলায় সাঙ্গু নদে ডুবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা দুইটার দিকে উপজেলা সদর বাজার এলাকার বড়ুয়াপাড়া ঘাটে এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই যুবক হলেন ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক শান্তনু সরকার (২৮) ও তাঁর বন্ধু জুনায়েদ এহসান (২৬)। শান্তুনু ঢাকার মহাখালী এলাকায় থাকতেন, তাঁর বাবার নাম শিপন সরকার। জুনায়েদের বাবার নাম তারিকুল এহসান। তাঁদের বাড়ি ঢাকার যাত্রাবাড়ীতে। স্থানীয় বাসিন্দা ও প্রশাসন সূত্রে জানা যায়, শান্তনু সরকার ও তাঁর বন্ধুসহ চারজনের একটি দল গত বৃহস্পতিবার রুমার বগালেক ও কেওক্রাডংয়ে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে আজ সকালে রুমা উপজেলা সদরে আসেন। তাঁরা বেলা তিনটায় বান্দরবানের দিকে যাওয়ার জন্য গাড়ি টিকিট করে সাঙ্গু নদে গোসল করতে নামেন। কিছুক্ষণের মধ্যে তাঁরা পানিতে ডুবে যান। রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) বামংপ্রু মারমা প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন ও অন্য পর্যটকেরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ততক্ষণে তাঁদের মৃত্যু হয়। রুমা উপজেলা নির্বাহী কর্ম...

স্বামীর পাশেই শায়িত হবেন আফসানা

Image
একমাত্র পুত্র সন্তান তানজিদের সঙ্গে আবিদ সুলতান ও আফসানা খানম দম্পতি, যা এখন শুধুই স্মৃতি। নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ইউএস-বাংলার পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন করা হবে। শুক্রবার বাদ আসর রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে।  রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের আইসিইউর সামনে আফসানা খানমের ফুফাতো ভাই শাহিনুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান। এসময় সেখানে আবিদের ছোট ভাই ডা. খুরশিদ মাহমুদও উপস্থিত ছিলেন। জানা যায়, শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফসানা। প্লেন দুর্ঘটনায় আবিদ সুলতানের মৃত্যুশোকে গত ১৮ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর থেকে শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন আফসানা।  এর আগে, গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে দ্ব...

চলে গেলেন পাইলট আবিদের স্ত্রী আফসানাও

Image
স্বামী পাইলট আবিদ সুলতানের সঙ্গে আফসানা খানম(ফাইল ছবি)। নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ইউএস-বাংলার পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ৯টা ২৫ মিনিটের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে, গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সে সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা যেকোনো সময় আরও অবনতির দিকে যেতে পারে। উন্নতির সম্ভাবনা ক্ষীণ। ওইদিন বিকেলে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান উজ্জ্বল কুমার মল্লিক সাংবাদিকদের কাছে আফসানা খানমের শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, অতিরিক্ত টেনশনের কারণে আফসানা খানমের রক্তনালী ও ডায়াবেটিস কন্ট্রোলে ছিল না।  গত রবিবার রাজধানীর উত্তরার বাসায় স্ট্রোক করার পর পরিবারের সদস্যরা তাকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। প্রসঙ্...

পাকিস্তান সীমান্তের কাছে এয়ারবেস তৈরির পরিকল্পনায় ভারত

Image
ফাইল ছবি পাকিস্তানের উপর এবার তীক্ষ্ন দৃষ্টি রাখতে চায় ভারত। সেই কারণে এবার গুজরাটে, পাকিস্তান সীমান্তের কাছাকাছি একটি এয়ারবেস নির্মাণের পরিকল্পনা করছে ভারতীয় বিমানসেনা। গুজরাতের বানাসকান্ত জেলার দেসায় তৈরি হবে এয়ারবেসটি। ভারতীয় বিমানবাহিনী অনেকদিন থেকেই এই পরিকল্পনা করেছিল। কিন্তু এর অনুমোদন পেতে সময় লাগছিল। শেষ পর্যন্ত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) বুধবার এর অনুমতি দেয়। এই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ফাইটার এয়ারবেসটি একবার তৈরি হয়ে গেলে বারমের ও ভূজ সহ পশ্চিমের সীমান্ত ভারতীয় বিমানসেনার হাতের মুঠোয় চলে আসবে। ফলে পাকিস্তানকে নজরে রাখাও সম্ভব হবে। জানা গেছে, এর জন্য প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এর ফলে ছোটো দিসা বিমানবন্দর সম্পূর্ণভাবে বিমানসেনার ঘাঁটিতে পরিবর্তন হবে। এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রালয়। সেই সঙ্গে এও জানিয়েছে এই বেস সম্পূর্ণ তৈরি করতে ৪ হাজার কোটি টাকারও বেশি খরচ হবে। এর জন্য ১ কিলোমিটার রানওয়ে তৈরি হবে৷ এছাড়া ফাইটার-পেন ও অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ ফেসিলিটিও থাকবে। এই...

সিলেটে মসজিদের জমি নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২

Image
মসজিদের জায়গার মালিকানা নিয়ে সিলেটের গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে আটটার দিকে মিত্রিমহল ও বহর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ সংঘটিত হয়।   নিহতরা হলেন— মিত্রিমহল গ্রামের আব্দুল জলিলের ছেলে মনাই মিয়া ও আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ। স্থানীয় সূত্রে জানা যায়, সালুটিকর বাজার মসজিদের দখলে থাকা একখণ্ড জমি নিয়ে শুক্রবার মসজিদের মোতাওয়াল্লী মিত্রিমহল গ্রামের আবদুস সোবহান এবং বহর গ্রামের জামাল উদ্দিন, ফখর উদ্দিন ও ফয়েজ আহমদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনা নিরসনের শনিবার সকালে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান আমিরুলসহ এলাকার গণমান্যলোকজন মিত্রিমহল গ্রামে যান। আলোচনার একপর্যায়ে বহর গ্রামের লোকজন গুলি ছুঁড়লে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মনাই মিয়া ও রুমেল আহমদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অর্ধশতাধিক। তাদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তম...

ফ্রান্সের জিম্মি রক্ষায় এগিয়ে আসা পুলিশের মৃত্যু

Image
ফ্রান্সে এক জিম্মিকে রক্ষায় এগিয়ে আসা পুলিশ সদস্য মারা গেছেন। এক বন্দুকধারী জিহাদি ওই ব্যক্তিকে জিম্মি করেছিল। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন ছিলেন। শনিবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কোলোম্ব একথা বলেন। খবর এএফপি’র।  নিহত পুলিশ কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল আর্নাউদ বেলট্রেম। জিম্মি সংকটের সময় তার ভূমিকার জন্য ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তাকে ‘নায়ক’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। মন্ত্রী তার টুইটারে লেখেন, ‘লেফটেন্যান্ট কর্নেল আরনাউড বেল্টরেম মারা গেছেন। তিনি দেশের জন্য জীবন দিয়েছেন। ফ্রান্স তার এই বীরত্বগাঁথা কখনোই ভুলবে না।’ জানা গেছে, শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে অস্ত্রহাতে ২৫ বছরের রেদোয়ান লাকদিম নামের জঙ্গি সুপার মার্কেটে প্রবেশ করে। সেখানে বেশ কয়েকজনকে জিম্মি করে সে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হলে জিম্মি দশার অবসান হয়। এএফপি। ইত্তেফাক/সেতু

ইরাকে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

Image
ইরাকে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন মার্কিন সেনা ছিল বলে জানা গেছে। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। শুক্রবার ইউএস সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। খবরে বলা হয়, ইরাকের আনবার প্রদেশের আল-কাইম শহরের কাছে একটি এইচএইচ-৬০ পেভ হক্‌ মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলকপ্টারটিতে সাত জন আরোহী ছিলেন। তারা সবাই মার্কিন সেনাবাহিনীর সদস্য। ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ এবং হতাহতের সংখ্যা জানা যায়নি। উল্লেখ্য, মার্কিন সামরিকবাহিনীর তথ্যমতে, আইএস নির্মূলের জন্য ইরাকে বর্তমানে প্রায় পাঁচ হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে।  বিডি প্রতিদিন/১৬ মার্চ, ২০১৮/ওয়াসিফ