Posts

কী আছে পেন্টাগনে ?

Image
যুক্তরাষ্ট্রের সব প্রতিরক্ষাবিষয়ক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পেন্টাগন। এটি বিশ্বের অন্যতম সুরক্ষিত ও গোপনীয় স্থান পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর। বলা হয়, এখান থেকেই পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন যুদ্ধ পরিচালনার জন্য প্রাথমিক পরিকল্পনা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে যেসব সন্ত্রাসীবিরোধী যুদ্ধ পরিচালিত হয়েছে, সেসবের মূল পরিকল্পনা বাস্তবায়নকারী দেশ যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা এই পেন্টাগন। এটি যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে (৪৮ এন রোটারি  রোড, আর্লিংটন, ভার্জেনিয়ায় অবস্থিত। এর চিঠি লেখার ঠিকানা ওয়াশিংটন, ডিসি ২০৩০১। পেন্টাগনের গঠন পঞ্চভুজাকৃতির বলে এমন নাম রাখা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন। পেন্টাগনের নির্মাণ কাজ শুরু হয় ১১ সেপ্টেম্বর, ১৯৪১ সালে। শেষ হয় ১৫ জানুয়ারি, ১৯৪৩ সালে। এখানে মোট জমির পরিমাণ ৫৮৩ একর। ভবনটির উচ্চতা ২৪ মিটার। পেন্টাগনে রয়েছে মোট সিঁড়িপথ ১৩১টি, এস্কেলেটর ১৯টি, এলিভেটর ১৩টি, বিশ্রাম কক্ষ ২৮৪টি এবং জানালা রয়েছে ৭৭৫৪টি। পেন্টাগনে মধ্যবর্তী চত্বরে রয়েছে পাঁচ একর জমি। মধ্যবর্তী খোলা চত্বর অনানুষ্ঠানিকভ...