Posts

'এরদোগানের 'দিবাস্বপ্ন' পূরণ হবে না'

Image
সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি'র মুখপাত্র রেদুর জলিল বলেছেন,  তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আফরিন দখলের যে ঘোষণা দিয়েছেন তা 'দিবাস্বপ্ন' হয়ে থাকবে, তার এ স্বপ্ন পূরণ হবে না।  এরদোগান বলেছিলেন, রাতের মধ্যেই তুরস্কের সেনা ও তাদের মিত্র কথিত ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারা আফরিন দখল করে নেবে। রেদুর জলিল বলেন, 'যখন তুর্কি প্রেসিডেন্ট বলেন আজ রাতের মধ্যেই আফরিনের পতন হবে, তখন তার এ বক্তব্যকে দিবাস্বপ্নের মতোই মনে হয়।' গতকালই রাজধানী আঙ্কারায় এরদোগান বলেছেন, আফরিন দখলের জন্য সমস্ত প্রস্তুতি শেষ এবং বেসামরিক প্রাণহানির ঘটনা কমানোর জন্য সর্বোচ্চ সতর্কমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি  জানান, আফরিন দখলের পর বেসামরিক লোকজনকে একটি মানবিক করিডরের মাধ্যমে উদ্ধার করা হবে। তবে কুর্দি গেরিলারা বেসামরিক লোকজনকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে এবং তাদের শহর থেকে বের হতে দিচ্ছে না বলে অভিযোগ করেন এরদোগান। এদিকে, তুরস্কের জেনারেল স্টাফ গতকাল জানিয়েছেন, গত ২০ জানুয়ারি সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৩,৪৪৪ জন কুর্দি গেরিলাকে নিষ্ক্রিয় করা হয়েছে। তুরস্ক 'নিষ্...

রাষ্ট্রীয় শোক চলছে

Image
রাষ্ট্রীয় শোকে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা আজ বৃহস্পতিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বেসরকারি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ শোক পালিত হচ্ছে। এ কারণে আজ সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আগামীকাল শুক্রবার মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার বিএস২১১ নম্বর ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে নিহত হন ৫১ জন যাত্রী। এর মধ্যে ২৬ জন যাত্রী বাংলাদেশি। ইত্তেফাক/এসএস

এবার ব্রিটিশ কূটনীতিকদেরও বহিষ্কার করতে যাচ্ছে রাশিয়া

Image
সাবেক রুশ গোয়েন্দা ও তার মেয়েকে রাসায়নিক প্রয়োগে হত্যা চেষ্টার ঘটনায় রাশিয়ার কাছ থেকে কোনো জবাব না পেয়ে সেদেশের ২৩ কূটনীতিককে বহিষ্কার করে ব্রিটেন। এর পাল্টা জবাব হিসেবে এবার সকল ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করতে যাচ্ছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে একথা জানিয়েছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দেশিয় সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করা হবেই।’ এর আগে, সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়েকে বিষাক্ত নার্ভ গ্যাস প্রয়োগে হত্যার চেষ্টার বিষয়টি অস্বীকার করে রাশিয়া। এর পরেই ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে হুমকি দিয়ে বলেন, ‘ব্রিটেন ত্যাগ করতে তাদের মাত্র এক সপ্তাহ সময় দেয়া হয়েছে। অন্যথায় এসব রুশ কূটনৈতিককে অবৈধ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে বিবেচনা করবে ব্রিটেন।’ এসময় রাশিয়া সফর করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণকে তিনি উপহাস করেন।’ এ বছরের শেষে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপে ব্রিটেনের রাজ পরিবারের কেউ যাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, গত ৩০ বছরে একসঙ্গে এতসংখ্যক কূটনীতিককে একযোগে বহি...

লোভ দেখিয়ে পোকা শিকার করে যে গাছ

Image
বিজ্ঞানীরা প্রাণীদের মোটা দাগে দুই ভাগে ভাগ করেছেন। একদল উদ্ভিদভোজী আর একদল মাংসভোজী। সাধারণত প্রাণীরা মাংসাশী হয়ে থাকে। কিন্তু প্রাণিজগতে এমন কিছু উদ্ভিদ রয়েছে যারা মাংস খেয়েই জীবন ধারণ করে থাকে। তবে এই ধরনের মাংসাশী উদ্ভিদরা চাইলেই প্রাণীদের মতো চলাফেরা করে শিকার করতে পারে না। শিকারকে নাগালের মধ্যে পেতে নানা ধরনের কৌশল অবলম্বন করতে হয় তাদের। মূলত বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গকে লোভ দেখিয়ে কাছে এনে শিকার করে থাকে এরা। এখন পর্যন্ত এই ধরনের যেসব শিকারি মাংসাশী উদ্ভিদের কথা জানা গেছে তার মধ্যে অন্যতম ‘সানডিউ (Sundews, or the Drosera)  বা সূর্য শিশির গাছ’। আরেকটি পোকা শিকার গাছ কলসি উদ্ভিদ  (The Pitcher Plant) । কলসি উদ্ভিদের কলসি উজ্জ্বল লাল রঙের মধুর মতো মিষ্টি রসে পূর্ণ থাকে। পতঙ্গরা এই মধুর লোভে কলসির উপরে এসে বসেই পিছলে ভেতরে পড়ে যায়। সাথে সাথে কলসির মুখ বন্ধ করে ফেলে এরা। এরপর সেই মধুই পতঙ্গকে খাবারে পরিণত করে। এই কলসি গাছের মতোই শিকার ধরতে ওস্তাদ ‘সূর্য শিশির’ গাছ। সূর্য শিশির গাছের পাতায় চুলের মতো কর্ষিকা থাকে। কর্ষিকার মাথায় থাকা আঠা চকচকে শিশির বিন্দুর মতো মনে হয়...

উড়োজাহাজে নেপাল যাওয়ার আগে

Image
নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনার পর নেপালের বিমান পরিবহন নিরাপত্তা রেকর্ড নতুন করে আলোচনায় এসেছে। হিমালয়ের দরিদ্র এ দেশটিতে বিমানভ্রমণ বেশ জনপ্রিয়। কিন্তু পাহাড়ঘেরা দেশটির দুর্বল ব্যবস্থাপনা এবং উড়োজাহাজ ও অবকাঠামোতে বিনিয়োগের অভাবে কয়েক বছর ধরে বড় দুর্ঘটনা ঘটছে। তাই নেপালের পথে উড়োজাহাজে ওঠার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন: জাতীয় রেকর্ড খারাপ অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্ক ডেটাবেইসের তথ্য অনুযায়ী, গত তিন দশকে নেপালে ২৭টি মারাত্মক উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে, যা প্রতিবছর গড়ে একটি। এর মধ্যে শুধু গত এক দশকেই ২০টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি দুর্ঘটনায় ১৮ জনের বেশি মারা যাওয়ার ঘটনা ঘটেছিল। অবশ্য দেশটির সব এয়ারলাইনস ইউরোপীয় ইউনিয়নের বিমানবন্দরে নামতে পারে না। দেশটির বেশির ভাগ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছে অভ্যন্তরীণ পথে। তবে সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে একটি মাত্র রানওয়ের ত্রিভুবন বিমানবন্দরে। ১৯৯২ সালে কাঠমান্ডুর নিকট দুই মাসের ব্যবধানে দুটি উড়োজাহাজ দুর্ঘটনায় ২৮০ জনের বেশি মারা যান। জটিল ভূখণ্ড বিমান বিশেষজ্ঞরা বলছেন, নেপালের উড়...

তালায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

Image
চলতি মৌসুমে সাতক্ষীরার তালা উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এরই মধ্যে সবুজ পাতার আড়ালে হাসছে হলুদ রঙের ভুট্টা। মাথায় লাল ফুল, গায়ে হলুদ বর্ণের এসব ভুট্টা দোল খাচ্ছে বাতাসে। উৎপাদন বেশি, খরচ কম তাই ভুট্টাচাষে আগ্রহ বেড়েছে এখানকার কৃষকদের। আঁখ চাষের পরিবর্তে কৃষকরা ভুট্টা চাষের দিকে ঝুঁকে পড়েছেন। চলতি মৌসুমে উপজেলায় এসকে ৪০, প্যাসিফিক, মুকুট, এলিট, সুপার ফাইন জাতের ভুট্টার আবাদ বেশি হয়েছে। এলাকায়  ভুট্টার ভাল সুনাম ও রয়েছে। তাই এ জেলার উৎপাদিত ভুট্টা জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলা সমূহে সরবরাহ করা হয়। তালা উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ভুট্টার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হেক্টর জমিতে। আর আবাদ হয়েছে ৩৮ হেক্টর জমিতে। যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫৪ মেট্রিক টন। আচিতলা গ্রামের মোবারক মোড়ল, আব্দুল বারী, আটারই গ্রামের মিলন গাজী, হাজরাকাটির হান্নান সরদারসহ কয়েকজন ভুট্টাচাষি জানান, বোরো ধানের পাশাপাশি গত কয়েক বছর ধরে তারা ভুট্টা আবাদ করে আসছেন। প্রাকৃতিক দুর্যোগ ভুট্টা আবাদের উপর তেমন প্রভাব পড়ে না এবং সার তেলসহ অন্যান্য খরচ কম হওয়া...

স্টিফেন হকিং মারা গেছেন

Image
পৃথিবী থেকে ঝরে পড়লো উজ্জ্বলতম নক্ষত্রটি। জগদ্বিখ্যাত পদার্থবিদ ও বিশিষ্ট বিজ্ঞানী স্টিফেন হকিং চলে গেলেন। রেখে গেলেন বিশ্বের লক্ষ-কোটি মানুষের ভালবাসা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। হকিংয়ের প্রয়াণের খবরটি তার পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তার সন্তান লুসি, রবার্ট ও টিম বলেন, আমরা খুবই মর্মাহত। আমাদের সবচেয়ে প্রিয় বাবা আজকে মারা গেছেন। নিঃসন্দেহে তিনি অনেক বড় মাপের বিজ্ঞানী ও অসাধারণ মানুষ ছিলেন। তার কাজ এবং অবদান অনেক বছর ধরে মানুষ মনে রাখবে, ধারণ করে রাখবে।’ স্টিভেন উইলিয়াম হকিংয়ের জন্ম জানুয়ারি ৮, ১৯৪২। বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব। তাকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসাবে বিবেচনা করা হয়। হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক হিসেবে ১ অক্টোবর, ২০০৯ তারিখে অবসর নেন। স্টিভেন উইলিয়াম হকিংয়ের জন্ম জানুয়ারি ৮, ১৯৪২। বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব। তাকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদ...