Posts

ভারতকে আরও ৩৬টি রাফায়েল দেবে ফ্রান্স

Image
ভারতের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টে ইমানিয়েল ম্যাক্রোর মধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে। গতকাল  শনিবার মোট ১৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়াতেও সম্মত হয়েছেন তারা৷ তবে কয়েক বিলিয়ন ডলার অর্থমূল্যের রাফালে জেট যুদ্ধ বিমান সরবরাহের ব্যাপারে ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির তথ্য প্রকাশের দাবি মানতে রাজি হচ্ছে না মোদি সরকার। সেই প্রেক্ষাপটেই এই চুক্তি। ২০১৬ সালে প্রায় ৫৮ হাজার কোটি টাকার চুক্তিতে সই করে ভারত-ফ্রান্স।  চুক্তি অনুসারে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান ভারতকে দেবে ফ্রান্স। কংগ্রেসের দাবি, তাদের আমলে এ ব্যাপারে স্বাক্ষরিত চুক্তিতে যে দাম ঠিক হয়েছিল, তার চেয়ে অনেক বেশি দাম ধরা হয়েছে মোদির সই করা চুক্তিতে। চুক্তির সব তথ্য প্রকাশ করুক সরকার। অন্যদিকে, ভারতকে আরও ৩৬টি রাফায়েল দিতে দরাদরি শুরু করেছে ফ্রান্স। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা সহযোগিতা এমনিতেই দৃঢ়। ফ্রান্সকে সবচেয়ে বিশ্বস্ত প্রতিরক্ষা শরিকদের মধ্যে ফেলছি আমরা। দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সরঞ্জাম দেওয়া নেওয়ার বোঝাপড়াক...

নিষেধাজ্ঞা আরোপ করলে যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেবে তুরস্ক

Image
আমেরিকা কোনো ধরণের নিষেধাজ্ঞা আরোপ করলে এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। বিভিন্ন অভিযোগে আমেরিকা তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এমন খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। এ ব্যাপারে জার্মানির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখজনকভাবে পাশ্চাত্যের কোনো কোনো দেশ এখনও জানে না যে, তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে কী ধরণের আচরণ করতে হবে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের জানা উচিত যে, তুরস্ক হচ্ছে তাদের সমপর্যায়ের একটি রাষ্ট্র। এসময় তিনি কয়েকজন সাংবাদিকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রসঙ্গে তিনি বলেন, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে ২০১৬ সালের সামরিক অভ্যুত্থানে পিকেকে'র সঙ্গে সহযোগিতার অভিযোগ রয়েছে।  বিডি প্রতিদিন/১১ মার্চ, ২০১৮/ওয়াসিফ 

অপু ইসলাম কি আবার অপু বিশ্বাস হয়ে যাবেন?

Image
গত বছর জুড়ে শোবিজ পাড়ায় সবচেয়ে চর্চিত বিষয় ছিল শাকিব খান-অপু ব্শ্বিাসের বিয়ে-সন্তান এবং সবশেষে বিচ্ছেদ। এপ্রিলে সন্তানকে নিয়ে জনসমক্ষে আসেন অপু। এরপর থেকেই শাকিব-অপুর সম্পর্ক খারাপ হতে শুরু করে। ২২ নভেম্বরে যার চূড়ান্ত রূপ নেয়। সেদিন শাকিব অপুকে তালাকনামা পাঠান। শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন অপু। তিনি নিজেই এ তথ্য দিয়েছেন গণমাধ্যমে। নাম বদলে অপু বিশ্বাস থেকে হয়ে যান অপু ইসলাম খান। বিভিন্ন সাক্ষাৎকারে অপু জানান, নিয়মিত নামাজ পড়েন, রোজা রাখেন তিনি। সুযোগ পেলে হজ করারও ইচ্ছে আছে তার। তবে অপু এও জানিয়েছিলেন, 'শাকিব তাকে জোর করে ধর্মান্তরিত করেছেন।' আগামীকাল সোমবার ডিএনসিসি শাকিব-অপুর তৃতীয় শুনানি। সমঝোতা না হলে বিচ্ছেদ চূড়ান্তভাবে কার্যকর হয়ে যাবে তাদের। তবে সমঝোতা যে হবে না সেটি দিনের আলোর মতোই স্পষ্ট। শাকিব আগের দুটি শুনানিতে আসেননি। অপুও তালাক মেনে নিয়েছেন। সুতরাং শাকিব-অপুর দীর্ঘ দাম্পত্যের অবসান ঘটছেই।  সিনেমাপ্রেমী হিসেবে আমার মনে একটি প্রশ্নের উদয় হয়েছে। সেটি হল অপু ইসলাম খান কি এবার অপু বিশ্বাস হয়েছেন। বিভিন্ন সূত্র ও নায়িকার ঘনিষ্...

ভিনগ্রহীদের হুমকি! আতঙ্কে বিজ্ঞানীরা

Image
ভিনগ্রহের প্রাণীদের নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। চলছে আলোচনা আর গবেষণা। মহাকাশ গবেষণা সংস্থা সর্বক্ষণই ভিনগ্রহের প্রাণীদের খোঁজে ব্যস্ত। আদৌ সেই গ্রহে কোনো প্রাণী আছে কিনা তা জানার জন্য বার্তা পাঠানো হয়ে থাকে। অনেকসময় সেই বার্তার জবাবও মেলে। কিন্তু সম্প্রতি দুই বিজ্ঞানী দাবি করেছেন, ভিনগ্রহের প্রাণীরা যে বার্তা পাঠাচ্ছে তা ভাল করে পড়া উচিত। না হলে মনুষ্যজাতিকে ধ্বংস করে দিতে পারে তারা।  দুই বিজ্ঞানীর মতে, পৃথিবীতে থাকা মনুষ্যজাতিকে ধ্বংস করার জন্য তাদের এখানে আসার কোনো দরকার নেই। তাদের পাঠানো বার্তাই যথেষ্ট। যদি না সেগুলো ঠিকভাবে পড়া হয়।  যদিও, এই বিষয়টি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। কারণ, এই দুই বিজ্ঞানী আলাদা করে গবেষণার ফল জানিয়েছেন। এই গবেষণা সরকারিভাবে অনুমোদনও পায়নি এখনও। তাই আতঙ্কের কোনো কারণ নেই।  বিডি প্রতিদিন/১১ মার্চ, ২০১৮/ওয়াসিফ 

রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টায় ৩৯ বিদেশি আটক

Image
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমোতিতে প্রবেশের চেষ্টা করলে ৩৯ বিদেশিকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে উখিয়ার শহীদ এ টি এম জাফর আলম সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) মালভিটা এলাকায় তল্লাশি চৌকি থেকে তাদের আটক করা হয়।  ‘ওয়ার্কপারমিট ছাড়া ট্যুরিস্ট ভিসায়’ আসা এ বিদেশিরা রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বলে জানা গেছে। ইত্তেফাক/এমআই

সাভার থেকে ছিনতাই হওয়া ডিম ভর্তি ট্রাক উদ্ধার, গ্রেফতার ৫

Image
সাভারে থেকে অস্ত্রের মুখে ছিনতাইকৃত একটি ডিম ভর্তি ট্রাক রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সাভার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- তোফা, নয়ন, শাহীন, ইসমাইল ও স্বপন।  জানা গেছে, গত ৭ মার্চ সাভার থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে ট্রাকটির গতিরোধ করে একদল ছিনতাইকারী। তারা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ডিম ভর্তি ট্রাকটি ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইয়ে বাঁধা দেয়ায় ট্রাকের চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।  সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের হলে পুলিশ ট্রাকটি উদ্ধারে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে মোহাম্মদপুর থেকে ছিনতাই হওয়া ডিমভর্তি উদ্ধার করা হয়। ইত্তেফাক/ইউবি

টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড

Image
ওপেনার জনি বেয়ারস্টোর বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিলো সফরকারী ইংল্যান্ড। বেয়ারস্টোর ৬০ বলে ১০৪ রানের সুবাদে ক্রাইস্টচার্চে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে কিউইদের ৭ উইকেটে হারায় ইংলিশরা। ফলে পাঁচ ম্যাচ সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় ইয়োইন মরগানের দল। এই নিয়ে টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী ম্যাচের দিন সকালে বড় ধরনের ধাক্কা খায় নিউজিল্যান্ড। আগের ম্যাচে ১৮১ রানের মহাকাব্যিক ইনিংস খেলা রস টেইলর ইনজুরির কারণে একাদশে সুযোগ পাননি। তাই টেইলরকে ছাড়া খেলতে নামে নিউজিল্যান্ড। ইনিংসের তৃতীয় বলেই মারকুটে ওপেনার কলিন মুনরোকে হারায় স্বাগতিকরা। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের বলে আউট হয়ে শূন্য হাতে ফিরেন মুনরো। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দলীয় ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। আরেক পেসার মার্ক উডের শিকার হয়ে ১৪ রানে থামেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ফলে ৯৩ রানের মধ্যে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা। আউট হওয়া অন্য চার ব্যাটসম্যান হলেন- মার্টিন গাপটিল ৪৭, উইকেটরক্ষক ট...