Posts

সাভার থেকে ছিনতাই হওয়া ডিম ভর্তি ট্রাক উদ্ধার, গ্রেফতার ৫

Image
সাভারে থেকে অস্ত্রের মুখে ছিনতাইকৃত একটি ডিম ভর্তি ট্রাক রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সাভার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- তোফা, নয়ন, শাহীন, ইসমাইল ও স্বপন।  জানা গেছে, গত ৭ মার্চ সাভার থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে ট্রাকটির গতিরোধ করে একদল ছিনতাইকারী। তারা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ডিম ভর্তি ট্রাকটি ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইয়ে বাঁধা দেয়ায় ট্রাকের চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।  সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের হলে পুলিশ ট্রাকটি উদ্ধারে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে মোহাম্মদপুর থেকে ছিনতাই হওয়া ডিমভর্তি উদ্ধার করা হয়। ইত্তেফাক/ইউবি

টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড

Image
ওপেনার জনি বেয়ারস্টোর বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিলো সফরকারী ইংল্যান্ড। বেয়ারস্টোর ৬০ বলে ১০৪ রানের সুবাদে ক্রাইস্টচার্চে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে কিউইদের ৭ উইকেটে হারায় ইংলিশরা। ফলে পাঁচ ম্যাচ সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় ইয়োইন মরগানের দল। এই নিয়ে টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী ম্যাচের দিন সকালে বড় ধরনের ধাক্কা খায় নিউজিল্যান্ড। আগের ম্যাচে ১৮১ রানের মহাকাব্যিক ইনিংস খেলা রস টেইলর ইনজুরির কারণে একাদশে সুযোগ পাননি। তাই টেইলরকে ছাড়া খেলতে নামে নিউজিল্যান্ড। ইনিংসের তৃতীয় বলেই মারকুটে ওপেনার কলিন মুনরোকে হারায় স্বাগতিকরা। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের বলে আউট হয়ে শূন্য হাতে ফিরেন মুনরো। শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দলীয় ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। আরেক পেসার মার্ক উডের শিকার হয়ে ১৪ রানে থামেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ফলে ৯৩ রানের মধ্যে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা। আউট হওয়া অন্য চার ব্যাটসম্যান হলেন- মার্টিন গাপটিল ৪৭, উইকেটরক্ষক ট...

বিড়াল যখন মাছ বিক্রেতা!

Image
সংগৃহীত ছবি বিড়াল দিচ্ছে মাছের পাহারা! এমন দেখেছেন কখনও? বিড়াল আর মাছের এই বন্ধুত্ব দেখতে পাবেন ভিয়েতনামের হে ফং মাছ বাজারে। এই গম্ভীর বিড়ালই এই বাজারের অন্যতম জনপ্রিয় ফিস ভেন্ডার! গম্ভীর মুখে সদা ব্যস্ত মাছের পাহারায়। দেখতে গম্ভীর হলেও বিষয়টা কিন্তু খুব মিষ্টি। আর তাই এখন হেডলাইনে বিড়াল ‘ডগ’। আসলে এই বিড়ালটার নামটাই ডগ। বয়স তিন বছর। ভিয়েতনামের মাছ ব্যবসায়ী লি ফঙের কাছেই ছোট থেকে রয়েছে ডগ। লি ফং জানান, কুকুর যেভাবে মুখ হাঁ করে এবং জিভ বার করে শ্বাস-প্রশ্বাস নেয়, এই বিড়ালটিও অনেকটা তেমনই করে। সে কারণেই তার নাম ডগ। পোশাক এবং হাবেভাবে আগাগোড়া পোক্ত ব্যবসায়ী। ঠিক যেন এক হাত পিছনে রেখে দু’পায়ে সারা মাছ বাজার হেঁটে তদারকি করছে সে। মাঝেমধ্যে মাছ ছাড়াও মাংস এবং সবজি বিক্রি করতেও দেখা যায় তাকে। তবে এখানে একটা টুইস্ট আছে। মানুষের মতো একহাত পিছনে রেখে হাঁটাহাটি সে করে না। এটা পুরোটাই তার মালিক লি ফঙের কেরামতি। একটু ভাল করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, ডগের পোশাকটাই এভাবে বানিয়েছেন লি। সামনের দু’টো হাত আসলে নকল। ডগকে নিয়ে এখন তুমুল ব্যস্ত লি। একদিকে চিত্রগ্রাহকদের হুড়োহু...

কিমের সঙ্গে বৈঠকে বসতে ট্রাম্পের সম্মতি

Image
উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সাথে বৈঠক করতে রাজী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এ ঘোষণা দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে কিমের আমন্ত্রণ পত্র হস্তান্তর করেন। পরে ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকে বসতে তার সম্মতির কথা জানান। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, মে মাসের মধ্যে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের সুনির্দিষ্ট তারিখ এবং স্থান এখনো নির্ধারিত হয়নি। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা আরো জানিয়েছেন, বৈঠক অনুষ্ঠিত হবার আগ পর্যন্ত উত্তর কোরিয়া তাদের সব পারমানবিক এবং মিসাইল কার্যক্রম বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে। গত কয়েক মাস ধরে উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে হুমকি ও পাল্টা হুমকির মাঝে এ ধরণের বৈঠকের বিষয়টি বড় ধরনের অগ্রগতি। চলতি সপ্তাহের প্রথম দিকে দক্ষিণ কোরিয়ার নেতারা পিয়ংইয়ং-এ উত্তর কোরিয়ার নেতার সাথে একটি নজিরবিহীন বৈঠক করেছেন। ইত্তেফাক/মোস্তাফিজ

পুলিশের বেশে কে এই নারী

Image
সিলেট হযরত শাহজালালের (রহ.) মাজার থেকে মঙ্গলবার এক নারীকে আটক করেছে পুলিশ। আটকের সময় তার পরণে পুলিশের পোশাক ছিল। তবে তিনি পুলিশ সদস্য নয় বলে জানা গেছে। শাহজালাল মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বিশ্বজিৎ ও এসআই শফিক আহমদ জানান, বুধবার দুপুরে পুলিশের পোশাক পরে সন্দেহজনকভাবে মাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন এক নারী। পুলিশ তার পরিচয় জানতে চাইলে তিনি কথা ঘুরাতে থাকেন। এসময় তাকে আটক করা হয়। তিনি জানান, আটক নারীর নাম জুলি আক্তার ইভা ওরফে শ্যামলী আক্তার রুবা (১৮)। তবে পুলিশের পোশাকের সাথে যুক্ত নেইমপ্লেটে তার নাম লিখা ছিল পাপিয়া আক্তার। তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। আটককৃত নারীকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন। ইত্তেফাক/আরকেজি

নৈরাজ্যের কোনও ‘যুক্তি’ হয় না

Image
বিলোনিয়ায় ভাঙা হয়েছে লেনিনের মূর্তি। ছবি: সংগৃহীত। স্বাধীনতার সত্তর বছর কাটিয়ে এসে গণতন্ত্রের পাঠগুলোকে আবার নতুন করে নিতে হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ নির্বাচন। সেই নির্বাচনে এক দল জিতবে, এক দল হারবে, এক দল ক্ষমতায় আসবে, এক দল বিদায় নেবে— এ অত্যন্ত স্বাভাবিক। তাই নির্বাচন সম্পন্ন হওয়ার পর মন্ত্রিসভা গঠন করা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করাই প্রাথমিকতা হওয়া উচিত। কিন্তু গণতন্ত্রের পথে হাঁটতে হাঁটতে এতগুলো দশক কাটিয়ে আসার পরেও শিখতে হচ্ছে, ক্ষমতার হাতবদল হলে বর্বরতা অনুমোদন পায়, মূর্তি ভেঙে দেওয়া বৈধতা পায়, পরাজিত পক্ষের ঘর-বাড়ি-অফিসে তাণ্ডব-ভাঙচুর-অগ্নিসংযোগ অগ্রাধিকার পায়। ত্রিপুরায় খুব বড় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। আড়াই দশকের বাম শাসনের অবসান ঘটেছে। অবসান ঘটেছে এমন এক শক্তির হাত ধরে, গত বিধানসভা নির্বাচনেও যে শক্তির প্রায় কোনও অস্তিত্বই ছিল না ত্রিপুরায়। নিঃসন্দেহে বিরাট রাজনৈতিক সাফল্য বিজেপির। ‘চলো পাল্টাই’ স্লোগানে সাড়া দিয়েছেন ত্রিপুরাবাসী, পরিবর্তন এসেছে ত্রিপুরায়। সেই পরিবর্তনের ছবি হিসেবে ধরা দিতে পারত গেরুয়া মিছিল বা গেরুয়া আবিরের উৎসব...

ভারত যে শর্ত রাখলে আত্মসমর্পণ করবেন দাউদ ইব্রাহিম

Image
ভারতের আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিম শর্তসাপেক্ষে আত্মসমর্পণ করতে চান বলে দাবি করেছেন তার আইনজীবী শ্যাম কেসওয়ানি। কিন্তু আইনজীবীর এই দাবিকে সরকারি উকিল উজ্জ্বল নিকম দাউসের পুরানো স্টাইল বলে খারিজ করে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের খবর, কিছুদিন আগেই বিশিষ্ট আইনজীবী রাম জেটমালানিও দাবি করেছিলেন যে, দাউদ তাকে ভারতে এসে আত্মসমর্পণের কথা বলেছেন। কিন্তু দেশের নেতৃবৃন্দ এ নিয়ে কোনো ব্যবস্থা নেননি। প্রসঙ্গত, গত ২৫ বছর ধরে পলাতক দাউদ প্রতিবেশী পাকিস্তানে আশ্রয় নিয়েছে বলে দাবি করে আসছে ভারত। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ১৩ জায়গায় সিরিজ বিস্ফোরণ হামলায় ৩৫০ জনের মৃত্যু হয়। এই হামলার পিছনে দাউদের হাত ছিল বলে ধারণা করা হয়। থানে আদালতের বাইরে মঙ্গলবার কেসওয়ানি জানিয়েছেন, আত্মসমর্পণের ব্যাপারে দাউদ যে শর্তগুলি রেখেছে তার মধ্যে একটি হল তাকে মুম্বাইয়ের উচ্চ নিরাপত্তা বেষ্টিত আর্থার রোড জেলে রাখতে হবে। সূত্র: এবিপি আনন্দ বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৮/মাহবুব