Posts

দুর্গম সীমান্তে ইন্টারনেট

Image
মেকোয়াপাড়ায় প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় স্থাপিত মূল বিটিএস টাওয়ার। ছবি: সংগৃহীত ‘বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে কয়েক দিন পরে খবর পেতাম। খুব চেষ্টা করলে হয়তো সিগন্যাল রুম থেকে পরিবারের সঙ্গে কথা বলতে পারতাম, তবে সে কথা সবাই শুনতে পেত। এখন যখনই ইচ্ছা হয়, কুষ্টিয়ায় থাকা পরিবারের সঙ্গে কথা বলতে পারি। এমনকি ভিডিওতে স্ত্রী-সন্তানদের দেখতেও পারি।’ বলছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ল্যান্স নায়েক মো. নাসির উদ্দিন। গত ১৪ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে কথা হচ্ছিল বান্দরবানের থানচি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মদক সীমান্তচৌকিতে (বর্ডার আউট পোস্ট বা বিওপি)। মদক এতটাই দুর্গম যে সেটা মোবাইল ফোনের সব রকম নেটওয়ার্কের বাইরে। ৫৭ বিজিবি ব্যাটালিয়নের অধীনে মদকের পরে আরও ছয়টি সীমান্তচৌকি রয়েছে। এই সাত সীমান্তচৌকির চারটিতে গত ১৫ ডিসেম্বর চালু হয়েছে উচ্চগতির তারহীন ইন্টারনেট। এসব জায়গায় দায়িত্বরত বিজিবির সদস্যরা আইপি ফোন এবং ওয়াই-ফাই দিয়ে স্মার্টফোনে যোগাযোগ করতে পারছেন পরিবারের সঙ্গে। পাশাপাশি সীমান্তে কোনো ঘটনা-দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে। দাপ্তরিক কাজেও এসেছে গতি। সরেজমিন...

মার্চেই ৪০ ডিগ্রি সেলসিয়াস!

Image
রোদের তাপ থেকে বাঁচার চেষ্টা। প্রথম আলো ফাইল ছবি জানুয়ারি মাসে ক্রেতাদের ডেকে ডেকে ডাব বিক্রি করতে হয়েছিল কারওয়ান বাজারের আবদুর রহিমের। দাম কম তা-ও লোকজনের ডাবের পানির জন্য তৃষ্ণা জাগেনি। কারণ তখন শৈত্য প্রবাহ চলছিল। এর পর ফেব্রুয়ারি গড়িয়ে মার্চ এল। শীতকাল বিদায় নিয়ে চলছে বসন্ত। রহিমের এখন হাঁকডাক কম, কথাও কম। কারণ ডাব কাটতে কাটতে তাঁর দম ফেলার ফুসরত নেই। হাতে থাকা চকচকে ধারালো দা দিয়ে একের পর এক ডাব কেটেই চলেছেন। আর ডাবের পানি পান করে তৃষ্ণার্ত ক্রেতাও তৃপ্তির ঢেকুর তুলছেন। শনিবার দুপুরে দেখা গেল মাঝারি আকারের একটি ডাবের দাম ৫০ টাকা রাখছেন রহিম। এই ডাবের দাম ৫০ টাকা তো বেশি রাখলেন?—প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আর কয়টা দিন যাইতে দেন। গরম পড়লে এই ডাব ৬০ টাকায়ও পাইবেন না।’ আবদুর রহিমের ভবিষ্যৎ বাণী হয়তো সত্যি হতে যাচ্ছে। কারণ তাপমাত্রার পারদ কেবল ঊর্ধ্বমুখী হচ্ছে। এক মাস আগে ৩ ফেব্রুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ২৮ দিনের ব্যবধানে গতকাল বাগেরহাটের মোংলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। পারদের ঊর্ধ্বমুখী ধারা এতেই থেমে থাকবে না। ম...

'রুশ হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে সক্ষম যুক্তরাষ্ট্র'

Image
আন্তর্জাতিক মহলে উত্তেজনা ছড়িয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলছে। চলছে পাল্টাপাল্টি বাকযুদ্ধ আর ভয়ঙ্করসব মহড়া। তারই জের ধরে রাশিয়ার হাইপারসনিক মিসাইলকে অপ্রতিরোধ্য বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রাশিয়ার এ দাবি মানতে নারাজ যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে, রাশিয়ার অত্যাধুনিক এই মিসাইল প্রতিহত করতে সক্ষম তারা। এ ব্যাপারে পেন্টাগনের জনসংযোগ কর্মকর্তা ডানা হোয়াইট জানিয়েছেন, পুতিন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতেই পারেন। কিন্তু এমন ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে সম্পূর্ণভাবে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রও। পাশাপাশি ডানা হুঁশিয়ারি দেন, "পুতিনকে মোকাবিলা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের সব ধরনের ক্ষমতা রয়েছে।" এদিকে এর আগে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন রুশ পুতিন। এসময় তিনি বলেন, 'চলার পথেই গতিপথ পরিবর্তন ও যেকোনো রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম হাইপারসনিক মিসাইলের বিপুল ভান্ডার গড়ে তুলেছে রাশিয়া।  রাশিয়ার এ মিসাইল নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। সবচেয়ে অজেয় ও অপ্রতিরোধ্য এসব ক্ষেপণাস্...

শাবিতে জাফর ইকবালকে ছুরিকাঘাত

Image
ফাইল ছবি জনপ্রিয় লেখক ও শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়া হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।  জানা গেছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মঞ্চে বসা ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। এসময় পেছন দিক থেকে এক যুবক এসে তার ঘাড়ে ছুরিকাঘাত করে।  বিস্তারিত আসছে... বিডি প্রতিদিন/০৩ মার্চ ২০১৮/এনায়েত করিম

নাগাল্যান্ড বিজেপি-জোটের, মেঘালয়ে কংগ্রেস-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই

Image
ভারতের তিন রাজ্যের নির্বাচনের ফলাফল ইতোমধ্যে চলে এসেছে। এর মধ্যে ২৫ বছরের বাম ক্ষমতার অবসানে ত্রিপুরায় ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে মেঘালয় নিয়ে চলছে টানটান উত্তেজনা। তবে নাগাল্যান্ডের ক্ষমতা বিজেপির হাতে গেল।  মেঘালয়ে বিজেপি এবং এনপিপি আলাদাভাবে লড়লেও একসঙ্গে সরকার গড়ার সমঝোতা হয়ে রয়েছে আগে। ভোট গণনার শুরুতে এই দুই দল মিলিয়ে প্রথমে ক্ষমতাসীন কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে ছিল। কিন্তু সময় যত এগোচ্ছে কখনও বিজেপি-এনপিপি জোটের চেয়ে অনেকটাই এগিয়ে যায় কংগ্রেস।  সবশেষ মেঘালয়ের ৬০ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ২১টি আসন, এনপিপি ১৫টি, বিজেপি ৬, অন্যান্য ১৭। সে হিসেবে কংগ্রেস একাই পেল ২১টি আসন, অন্যদিকে বিজেপি ও এনপিপির মিলিত আসনও ২১। সেক্ষেত্রে আসন সংখ্যা সমান সমান।  অন্যদিকে নাগাল্যান্ডে এখন ক্ষমতাসীন এনপিএফ (নাগা পিপলস ফ্রন্ট)। এখানেও প্রথমে এনপিএফকে টক্কর দিয়ে এগিয়ে ছিল বিজেপি-এনডিপিপি জোট। প্রাথমিক ফলাফলে এনডিপিপি ও বিজেপির মিলিট আসন ৩১টি। এনপিএফ পেয়েছে ২৪টি আসন আর কংগ্রেসের খাতায় শূন্য। অন্যান্য দল পেয়েছে ৫টি আসন। ইত্তেফাক/আনিসুর

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব–কন্যা

Image
আলায়নাকে কোলে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফেসবুক • সাপ্তাহিক ছুটির দিনে সাকিব-কন্যা আলায়নার সঙ্গে দারুণ কিছু সময় কাটল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। • সাকিব-কন্যার প্রতিভায় প্রধানমন্ত্রী অভিভূত। • পরে সাকিবের স্ত্রী ফেসবুকে জানিয়েছেন, নিজেদের মুগ্ধতার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেক রঙের বল তুলছেন হাতে আর আলায়না হাসানের কাছে জানতে চাইছেন, তাঁর হাতে থাকা বলের রংটা কী? আলায়না তোতা পাখির মতো বলে যাচ্ছে, সবুজ, লাল, হলুদ...। সাকিব-কন্যার প্রতিভায় প্রধানমন্ত্রী অভিভূত-মুগ্ধ, ‘সব জানে সে’! অ্যাকোরিয়ামের মাছ দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: ফেসবুক হতে পারেন সরকারপ্রধান, হতে পারেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের প্রধান। কিন্তু কঠিন সব কাজের ভিড়ে তাঁর কোমল মনটা তো আর তাতে আড়াল হয় না। শিশুদের প্রতি তাঁর আলাদা মমত্ববোধ কাজ করে সব সময়ই। আজ সেটি দেখা গেল আরেকবার। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের মেয়েকে কাছে পেয়ে শেখ হাসিনা যেন আর প্রধানমন্ত্রী নন, হয়ে গেলেন আলায়নার ‘দাদু’! অনিন্দ্য সুন্দর এ দৃশ্য ফ্রেমবন্দী করে ফেসবুকে পোস্ট করেছেন আলায়নার মা উম্মে আহমেদ শিশির। প্রধানম...

দুই বউ, বেশি বেতন চান প্রেসিডেন্ট

Image
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: রয়টার্স সব সময় সংবাদমাধ্যমে আলোচনায় থাকা ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এবার নিজের বেতন বাড়ানোর কথা বললেন। কারণ, দুই বউয়ের ভরণপোষণ দিতে তিনি নাকি হিমশিম খাচ্ছেন। আর এ ব্যাপারে খুবই খোলামেলাভাবে সরাসরি নিজের বেতন বাড়ানোর দাবি করে বসলেন দুর্তাতে। সম্প্রতি এক অনুষ্ঠানে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেন, বর্তমান বাজার দর অনুযায়ী তাঁর বেতন একেবারেই চলার মতো নয়। বেতনে খাবার জন্য আলাদা টাকাও দেওয়া হয় না। বিতর্কিত বক্তব্যর জন্য প্রায় সময়ে আলোচনায় থাকা দুতার্তে বলেন, ‘আমি কত বেতন পাই আপনারা সবই জানেন। আমার ঘরে দুজন স্ত্রী। মাত্র ৩ হাজার ৮৬০ ডলার আয়ে সংসার আর চলে না। যদি প্রেসিডেন্ট হিসেবে সংসার চালানোর মতো বেতন পেতে হয় তাহলে আমাকে প্রতি মাসে ১০ লাখ ফিলিপাইনের পেসো দিতে হবে।’ তবে শেষের কথাটি রসিকতার সুরে বলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট। উল্লেখ্য, ২০১৬ সালে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো একটি নির্দেশিকায় সাক্ষর করে দেশের চাকরিজীবী ও সামরিক বাহিনীর কর্মীদের বেতন বাড়িয়েছেন। বর্তমান ফিলিপাইনের প্রেসিডেন্টের বেতন আগামী...