Posts

নীতা আম্বানির নাচের ভিডিও ভাইরাল!(ভিডিও)

Image
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী তিনি। তার স্ত্রী নীতা আম্বানিও কম যান না। বিভিন্ন কারণে তিনিও খবরের শিরোনামে উঠে আসেন। এবার নাচ দিয়ে উঠে এলেন আলোচনায়।  সম্প্রতি নীতা আম্বানির একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে লাল শাড়ি পরে নাচতে দেখা যাচ্ছে। এটা একটি পারিবারিক অনুষ্ঠানের দৃশ্য বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম। তবে এর আগে কখনোই নীতা আম্বানির এমন নাচ জনসমক্ষে আসেনি। এই প্রথম ‘বিসনেস ওম্যান’-এর পরিচিত রূপ থেকে বেরিয়ে এসে অন্যরকমভাবে দেখা দিলেন নীতা। তবে মুকেশপত্নীর এমন ভিডিও প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে।  সূত্র: জি নিউজ বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব

পাকিস্তানের অভ্যন্তরে হামলার কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

Image
প্রতীকী ছবি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। চলছে বাকযুদ্ধ আর পাল্টাপাল্টি হুমকি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই। পেন্টাগন শুক্রবার এক রিপোর্টে পাকিস্তান সংবাদের তোলা দাবিকে নাকচ করেছে। তারা জানিয়েছে, এখন পর্যন্ত হোয়াইট হাউসের এরকম কোনো পরিকল্পনা নেই। সম্প্রতি বেশ কয়েকটি পাক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গিয়েছিল, হাক্কানি নেটওয়ার্ক ও তালেবানদের স্বর্গরাজ্য হিসেবে পাকিস্তানকে চিহ্নিত করেছে ট্রাম্প সরকার। সেই অজুহাতেই তারা হামলা চালাতে পারে পাকিস্তানে। তবে সেই সব প্রতিবেদনকে খারিজ করে পেন্টাগন জানিয়েছে, এমন কোনো আলোচনা বা পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র করেনি। তার বদলে সন্ত্রাসবাদ থামাতে পাকিস্তানের সাহায্য চেয়েছে তারা। পেন্টাগনের জয়েন্ট স্টাফ ডিরেক্টর জানিয়েছেন, দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ অংশ। তাই কোনোভাবেই কোনো ভুল পদক্ষেপ ফেলতে চায় না যুক্তরাষ্ট্র। তবে পেন্টাগন একথা বললেও, পাকিস্তানি সংবাদপত্র দ্য ডন-এ প্রকা...

পাকিস্তান তালেবানদের সদর দফতর: আফগানিস্তান

Image
ফাইল ছবি আন্তর্জাতিক চাপের মুখে ক্রমশই কোণঠাসা হয়ে যাচ্ছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র এরই মধ্যে পাকিস্তানকে জঙ্গিদের নিরাপদ ঘাঁটি হিসেবে আখ্যা দিয়েছে। আর এবার পাকিস্তানকে তালেবানদের সদর দফতর বলে উল্লেখ করলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শুক্রবার তিনি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন, পাকিস্তানকে অবিলম্বে সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এছাড়া, বিশ্বজুড়ে নাশকতার জন্য পাকিস্তানকেই দায়ী করলেন আফগান প্রেসিডেন্ট ঘানি। সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে অ্যাম্বুলেন্সের মধ্যে বিস্ফোরক দিয়ে নাশকতা ঘটনো হয়। তার আগে কাবুলেরই চারতারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জঙ্গি হামলা হয়। নাশকতায় বারবার রক্তাক্ত হচ্ছে আফগানিস্তান। এই সমস্ত ঘটনাগুলোকেই এদিন উল্লেখ করলেন ঘানি। আর তারই জের ধরে সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে আফগানিস্তান। পাকিস্তানকে সন্ত্রাসে মদতদাতা বলেও উল্লেখ করেছে আফগানিস্তান। ফলে এই দুই দেশের মধ্যেকার সম্পর্ক আরও জটিল হচ্ছে। এমনটাই দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

পাকিস্তান থেকে ফেরা সেই উজমাকে দেখা যাবে সিনেমায়

Image
সংগৃহীত ছবি গত বছরেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন উজমা আহমেদ। এক পাকিস্তানি তাঁকে জোর করে বিয়েতে বাধ্য করে। পরে তাঁকে উদ্ধার করে ভারতে নিয়ে আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এবার সেই উজমাকেই দেখা যাবে বলিউডের ‘কাশী টু কাশ্মীর’ নামের একটি ছবিতে। মালয়েশিয়ায় এক পাকিস্তানি ব্যক্তির সঙ্গে আলাপ হয় উজমার। সেই সূত্রে পাকিস্তানেও যান তিনি। সেখানে গিয়ে দেখেন, তাহির আলি নামে ওই ব্যক্তির চার সন্তান রয়েছে। এরপর উজমাকে বিয়েতে বাধ্য করে তাহির আলি। তাঁকে যৌন হেনস্থাও করা হয়। কোনোক্রমে ভারতীয় দূতাবাসের সাহায্য নিয়ে দেশে ফিরে আসেন তিনি। ২০১৭ সালের ২৫ মে তাঁকে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয়। তাঁকে অভ্যর্থনা জানান খোদ পররাষ্ট্রমন্ত্রী। এবার হিন্দি সিনেমায় দেখা যাবে সেই উজমাকেই। সনোজ মিশ্র পরিচালিত ও দীপক পণ্ডিত প্রযোজিত সেই ছবি তৈরি হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে। যাদের ১৯৯০ তে কাশ্মীর ছেড়ে চলে যেতে হয়েছিল। বিডি প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল

সন্ধ্যায় শপথ নেবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

Image
শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। নতুন প্রধান বিচারপতিকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদ। ১৯৮১ সালে জেলা জজ আদালতে ও ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হন সৈয়দ মাহমুদ হোসেন। বিচারক হিসেবে কাজ শুরুর আগে ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন তিনি। বিএনপি সরকারের আমলে ২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারক হন। ২০১১ সালে উন্নীত হন আপিল বিভাগের বিচারক পদে। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। অর্জন করে বিএসসি ও এলএলবি ডিগ্রি। লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ এবং ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ থেকে করেন কমনওয়েলথ ইয়াং লইয়ার্স কোর্স। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

নিরাপত্তা পরিষদের রাখাইন সফর চায় না মিয়ানমার

Image
মিয়ানমারের সহিংসপূর্ণ রাখাইন রাজ্য সফরে যেতে চেয়েছিলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কিন্তু মিয়ানমার জানিয়েছে, নিরাপত্তা পরিষদের রাখাইন সফরের জন্য এটা সঠিক সময় নয়। জাতিসংঘে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত মানসুর আয়াদ আল-ওতাইবি বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছেন। তবে নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত সফর বাতিল করে দেয়নি নেপিদো। গত বছরের ২৫ আগস্ট রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযান শুরুর পর সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এই অভিযানে সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র একে জাতিগত নিধনযজ্ঞ বলে আখ্যা দিয়েছে। যদিও মিয়ানমার কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করে আসছে। আল-ওতাইবি বলেন, চলতি ফেব্রুয়ারিতে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করবে কুয়েত। তাই এ মাসেই মিয়ানমার সফরের জন্য কাজ শুরু করেছিলাম। কিন্তু এ মাসে সফরটি হচ্ছে না। আগামী মার্চ কিংবা এপ্রিলে পরিষদের অন্য সদস্য দেশ এ সফরের আয়োজন করতে পারে। মিয়ানমার সফরের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেনি। তারা বলেছে, সফরের জন্য এখন উপযুক্ত সময় নয়। তিনি বলেন, মিয়ানমার এখন দেশটিতে দায়িত্বর...

বাংলাদেশ সীমান্তে নজরদারিতে ড্রোন চালু করবে ভারত

Image
ভারত-বাংলাদেশ সীমান্তে  চোরা চালান, অবৈধ অনুপ্রবেশ, জাল নোট, আগ্নেয়াস্ত্র এবং মাদকদ্রব্য পাচার রুখতে বিএসএফ আগামী বছরের মধ্যেই স্মার্ট-ফেন্সিংয়ের সঙ্গে কাজে লাগাবে মনুষ্য চালকবিহীন আকাশযান ইউএভি। বিএসএফের মহাপরিচালক কে.কে. শর্মা সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়ে বলেন. কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এ বিষয়ে বিএসএফের প্রস্তাব অনুমোদন করেছে। আসামের ব্রহ্মপুত্র নদ বরাবর নদী-নালা অধ্যুষিত ৪৮ কিলোমিটার দীর্ঘ ধুবড়ি সীমান্ত এলাকায় দেশীয় প্রযুক্তির সাহায্যে কাঁটাতারের স্মার্ট সীমান্ত বেড়া বসানো হবে চলতি বছরের মধ্যেই। কে.কে. শর্মা বলেন, আপাতত চারটি মনুষ্য চালকবিহীন আকাশযান কেনার অনুমতি চাওয়া হয়েছে সরকারের কাছে, যেগুলো মোতায়েন করা হবে ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের অতি স্পর্শকাতর পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরায়। পাশাপাশি অতিরিক্ত আরো পাঁচটি বিএসএফ ব্যাটেলিয়ান (মোট সদস্য পাঁচ হাজার) গড়ে তোলার অনুমতি চেয়েছে সরকারের কাছে। বিএসএফ প্রধান বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমনে বাংলাদেশের বর্ডার গার্ডের (বিজিবি) সঙ্গে ভারতীয় বিএসএফের পারস্পরিক সম্পর্ক খুবই আন্তর...