Posts

সম্পদের হিসেবে বিশ্বে প্রথম যুক্তরাষ্ট্র, ষষ্ঠ স্থানে ভারত

Image
বিশ্বে মোট সম্পদের হিসেবে ষষ্ঠ স্থানে যুক্তরাষ্ট্র এবং ষষ্ঠ স্থান দখল করেছে ভারত। নিউ ওয়ার্ল্ড ওয়েলথ নামের একটি প্রতিষ্ঠান এক সমীক্ষায় এই তথ্য জানিয়েছে। দ্বিতীয় স্থানে আছে চীন। খবর টাইমস অব ইন্ডিয়ার সমীক্ষায় বলা হয়েছে, ২০১৭ সালের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মোট সম্পদের পরিমাণ ৬৪ কোটি ৪৮ লাখ ৪০০ কোটি ডলার। চীনের সম্পদ আছে ২৪ লাখ ৮০ হাজার ৩০০ কোটি ডলার। আর তৃতীয় স্থানে থাকা জাপানের সম্পদের পরিমাণ ১৯ লাখ ৫২ হাজার ২০০ কোটি ডলার। ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ষষ্ঠ স্থান দখল করেছে ভারত। দেশটির মোট সম্পদ ৮ লাখ ২৩ হাজার কোটি ডলারের। চতুর্থ স্থানে যুক্তরাজ্য (৯ লাখ ৯১ হাজার ৯০০ কোটি ডলার) এবং পঞ্চম স্থানে আছে জার্মানি (৯ লাখ ৬৬ হাজার কোটি ডলার)।  মোট সম্পদ বলতে সমীক্ষায় সরকারি বা রাষ্ট্রীয় সম্পদের কথা বলা হয়নি। কোনো দেশের নাগরিকদের নিজস্ব মালিকানায় যে পরিমাণ সম্পদ (স্থাবর সম্পত্তি, নগদ, ইকুইটি, বাণিজ্যিক অংশীদারিত্ব ইত্যাদি) রয়েছে, তার যোগফলকেই মোট সম্পদ হিসেবে ধরা হয়েছে। দেনা বা অন্য কোনো দায়বদ্ধতার হিসেব এর মধ্যে ধরা হয়নি। এই হিসেবে সরকারি তহবিলকেও রাখা হয়...

রামগড়ে বাসে ইউপিডিএফের হামলা, আহত ৪

Image
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীরা হামলা চালিয়ে দুটি বাস ভাংচুর করেছে। এতে গাড়ির চালকসহ ৪জন আহত হয়েছেন। রামগড়ের যৌথখামার  এলাকায় বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, জালিয়াপাড়া-রামগড় সড়কের যৌথখামার এলাকায় দুপুর ১২টার দিকে ফেনীগামী একটি বাসে ইউপিডিএফের কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাসটির সামনের গ্লাস ভেঙ্গে যায়। ইটের আঘাতে গাড়ির চালক মো. ইউছুপ ও যাত্রী গাউছুজ্জামান আহত হন। এর পরপরই একই স্থানে আরেকটি বাসে হামলা চালায় তারা। এতে গাড়ির পাশের একাধিক গ্লাস ভেঙ্গে যায়। ইটের আঘাতে গাড়ির চালক জহিরুল ইসলাম ও যাত্রী নুরুল ইসলাম আহত হন। চালক জহিরুল ইসলাম বলেন, ইউপিডিএফের ৮-১০জন কর্মী রাস্তার পাশে উঁচু পাহাড়ের ওপর থেকে ইটপাটকেল দিয়ে চলন্ত বাসে হামলা চালায়।  রামগড় থানার ওসি মো. শরীফুল ইসলাম বলেন, পুলিশ ও বিজিবির টহল থাকলেও ইউপিডিএফের কর্মীরা জঙ্গল থেকে চোরাগুপ্তা হামলা চালায়। জানা যায়, উপজেলার পাতাছড়া ইউনিয়নের হাচৌক পাড়ায় পাহাড়ি বসতবাড়িতে কথিত সাম্প্রদায়িক হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ইউপিডিএফ বুধবার রামগড়ে  মানববন্ধন কর্ম...

ভারত সফরে আগ্রহী মালালা

Image
ভারতীয় মেয়েদের জন্যে কাজ করতে চান মালালা ইউসুফজাই। এজন্য ভারত সফরে যেতে চান তিনি। সুইজারল্যান্ডের দাভোসে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে অংশগ্রহণকালে এ আগ্রহের কথা জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মালালা। জাতিসংঘের শান্তিদূত হিসেবে নিয়োজিত মালালার মতে, ভারত আর পাকিস্তানে মেয়েদের সমস্যা মোটামুটি একই রকম। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে সেসব সমস্যা সম্পর্কে জানা ও সমাধানের পথ খোঁজার ইচ্ছা রয়েছে তার। তিনি জানান, ভারতীয় সিনেমা দেখে অনেক কিছু জেনেছেন তিনি। হিন্দিও শিখেছেন। তিনি বিশ্বাস করেন, পরস্পরের সংস্কৃতি ও মূল্যবোধ থেকে দুই দেশেরই শেখার আছে। মালালা বলেন, ভারত আর পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হলে দুই দেশের মেয়েদের গুরুত্ব দিতে হবে। লাখ লাখ মেয়েকে শিক্ষা থেকে দূরে রেখে সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। ইত্তেফাক/মোস্তাফিজ

আজ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন ট্রাম্প গুরুত্ব পাবে অভিবাসন ও বাণিজ্যিক ইস্যু

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সোমবার জানিয়েছেন, তিনি তার প্রথম বার্ষিক ভাষণে অভিবাসন এবং বাণিজ্যকে গুরুত্ব দেবেন। তিনি এসব ইস্যুতে ডেমোক্র্যাটদের সমর্থন আশা করবেন।  স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক মন্ত্রী হিসেবে অ্যালেক্স আজারের শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি নিরপেক্ষ অভিবাসন নীতি করতে চান। আর মার্কিন বাণিজ্য আরো বাড়াতে চান। যুক্তরাষ্ট্রে যাতে বিদেশিরা আরো বেশি করে বিনিয়োগ করেন সেই চেষ্টা করবেন তিনি। রয়টার্স ইত্তেফাক/আনিসুর

কেমন ছিল মহাত্মা গান্ধীর জীবনের শেষ দিনগুলো

Image
মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন ভারতের অন্যতম প্রধান একজন রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন, এবং স্বাধীনতার পর ভারত তাঁকে জাতির জনকের মর্যাদা দেয়। সময় ১৯৪৮ সাল। ৩০শে জানুয়ারি। ভারত ভাগের প্রায় দেড় বছর পরেই দিল্লির বিরলা হাউজে হত্যা করা হয় মোহনদাস করমচাঁদ গান্ধীকে, বেশীরভাগ মানুষ যাকে চেনেন মহাত্মা গান্ধী নামে। আজ মঙ্গলবার গান্ধী হত্যার ৭০ বছর পূর্তি হচ্ছে। সারা ভারত ঘুরে বেড়ানো মোহনদাস গান্ধী কেন শেষ সময়ে দিল্লির বিরলা হাউসে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৯৪৭ সালের ৯ সেপ্টেম্বর শেষবারের মত গান্ধী দিল্লিতে আসেন। এর আগে যখনই তিনি দিল্লি এসেছেন, প্রত্যেকবার তিনি 'ভাঙ্গি কলোনি' নামের এক জায়গায় থাকতেন। কিন্তু শেষবার যখন তিনি দিল্লি আসেন, তখন শহরের বিভিন্ন জায়গায় শরণার্থীরা অবস্থান করছিল। তাই তিনি অবস্থান নেন বিরলা হাউজে। মোহনদাস করমচাঁদ গান্ধী দিল্লি আসেন কোলকাতা থেকে। সে সময় হিন্দু আর মুসলমানদের মধ্যে অশান্তি চলছিল- সেটা থামিয়ে তিনি দিল্লিতে আসেন। কিন্তু দিল্লিতে এসে দেখলেন এখানে মুসলমানদের উপর হামলা হচ্ছে। তখন তিনি সিদ্ধান্ত ন...

ভোলায় ৩০ মণ জাটকা উদ্ধার

Image
সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন থেকে সোমবার রাতে ৩০মণ জাটকা (ছোট ইলিশ) উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। রাত ১২টার দিকে ভেদুরিয়া লঞ্চঘাট থেকে জাটকাগুলো বরিশালের উদ্দেশ্যে পাচারকালে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড পেটি অফিসার মো. মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়েছে। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকার সাথে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। সকালে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে অসহায় ও দরিদ্রদের মাঝে এসব জাটকা বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, সরকার দেশের ইলিশ সম্পদ রক্ষা ও বৃদ্ধির জন্য গত বছরের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সারা দেশে জাটকা শিকার, বিক্রি, পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইত্তেফাক/মোস্তাফিজ

'উন্নয়নে এনজিও'র গুরুত্ব অনেক'

Image
বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সবক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা নেই। তবে অনেক বিষয়াদি আছে যেখানকার উন্নয়নে এনজিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।  সোমবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী সংগঠন (এডাব) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব বলেন বক্তারা।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের টেকনোক্র্যাট সদস্য ও সমন্বয়ক অধ্যাপক ড. মেসবাহ কামাল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও এডাব'র সাবেক চেয়ারপার্সন এবং সজাগ'র নির্বাহী পরিচালক আবদুল মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ভাইস-চেয়ারপার্সন রফিকুল আলম।  প্রধান অতিথি অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি মানুষের নিজস্ব জাতিসত্ত্বা নিয়ে পূর্ণ নাগরিক মর্যাদায় বেচেঁ থাকার অধিকার রয়েছে। এই দেশের সার্বিক উন্নয়নে প্রত্যেক শ্রেণি পেশার মানুষের যেমন অবদান রয়েছে। আর পিছিয়ে মানুষদের উন্নয়নে এনজিওগুলোর ভূমিকা রয়েছে বেশি। যেখানে...