ভারতে ৬৯তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত
প্রবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে শুক্রবার ভারত জুড়ে পালিত হচ্ছে ৬৯ তম প্রজাতন্ত্র দিবস। এদিন রাজধানী দিল্লির বিজয়চকে সেনাবাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এবার প্রধান অতিথি হিসেবে এই প্রথমবারের জন্য উপস্থিত ছিলেন আশিয়ান গোষ্ঠীভুক্ত দশটি দেশের রাষ্ট্রপ্রধান। এরা হলেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহাম্মদ নাজিব বিন তুন আবদুল রাজ্জাক, লাওস’এর প্রধানমন্ত্রী ড. থংলউন সিসৌলিথ, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগ্যুয়েন জুয়ান ফুক, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল প্রয়্যুত চ্যান ওচা, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসেন লুং, কাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, ব্রুনেইয়ের প্রধানমন্ত্রী দারুসালেম সুলতান হাজি হাসানাল বোলকিয়া মুইজ্জাদ্দিন ওয়াদুল্লাহ, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দ্যুতার্তে। কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুন জেটলি, আইনমন্ত্র...