Posts

সারা বিশ্বে নজরদারি চালাবে পাকিস্তানি ড্রোন ‘উক্যাব’

Image
সংগৃহীত ছবি সিপিইসিত (China Pakistan Economic Corridor)-এর সুই গ্যাস পাইপলাইন, সেনসিটিভি ইনস্টলেশন, ব্রিজ, ড্যাম এবং সীমান্তে নজরদারি চালাতে এবার পাকিস্তান জোর দিচ্ছে তার আধুনিক প্রযুক্তসম্পন্ন দেশীয় ড্রোনে। যার নাম উক্যাব (UQAB)। এই দ্বিতীয় ড্রোনটি পাকিস্তানের গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডিফেন্স সলিউশনস (GIDS) তৈরি করেছে, যা ১৫ঘন্টা পর্যন্ত টানা উড়তে পারবে। পাশাপাশি মিসাইল বহন করে তা শত্রুর ওপর নিক্ষেপ করতেও পারবে এই পাকিস্তানি ড্রোন। তবে এই  উক্যাব ড্রোনটি রিমোট কন্ট্রোলে ২৫০কিমি সীমার মধ্যে উড়তে পারবে। স্যাটেলাইটের সঙ্গে এটি যুক্ত করার পর রেঞ্জ কমানো যেতে পারে। এই উন্নত প্রযুক্তির সাহায্যে পাকিস্তানে বসেই সারা বিশ্বে নজরদারি চালানো সম্ভব বলে জানা গেছে।  অন্যান্য দেশের ড্রোনের থেকে এই পাকিস্তানি ড্রোনে রয়েছে বেশি কিছু অন্যধরনের বৈশিষ্ট্য। নজরদারি ছাড়াও, শত্রুর ওপর হামলার কাজেও ব্যবহৃত হতে পারে এই ড্রোনটি। খুব শীঘ্রই এই ড্রোন বিক্রির প্রস্তুতি নেওয়া হবে বলে জানা গেছে। বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

প্রথম টি-টোয়েন্টিতেও হারল পাকিস্তান

Image
সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। নিউজিল্যান্ডে সফরে যেন পুরোপুরি এলামেলো সরফরাজের দল। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর সোমবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামেও হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল টিম পাকিস্তান। দিনের শুরুতে টস জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আর ব্যাট হাতে শুরু থেকেই ব্যর্থ হতে থাকে পাকিস্তানের ক্রিকেটাররা। বাবর আজমের ৪১ ও হাসান আলির ২৩ রানে ভর করে ১৯.৪ ওভারে ১০৫ রান অল আউট হয় দলটি। এই দুজন ছাড়া অন্য কোন ব্যাটসম্যান দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। শূন্য রানে আউট হন তিনজন; ৩, ৭ ও ৯ রান সংগ্রহ করেছেন দুজন করে। অবশেষে ১০৫ রানে অল আউট হয় পাকিস্তান। নিউজিল্যান্ডের সামনে মাত্র ১০৬ রানের লক্ষ্য। তারপরও দলীয় ৮ রানে কিউইদের ২ উইকেট পড়ে যাওয়ায় লড়াইয়ের আভাস জাগে। তবে সরফরাজদের লড়াই দীর্ঘায়িত হতে দেননি প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। ৭ উইকেট ও ২৫ বল হাতে রেখে সহজ জয় পেয়েছে নিউজিল্যান্ড।  ব্যাট করতে নেমে ১.১ ওভারে দলীয় তিন রানে ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায় ব্ল্যাক ক্যাপসরা। এরপর এবার দলীয় ৮ রানে সাজঘরে ফেরেন উইকেটকিপার-ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। পর...

পৃথিবী বদলে দেবে যে ছয় উদ্ভাবন

Image
মুদ্রণযন্ত্র আবিষ্কারের মাধ্যমে ইতিহাসের পথ বদলে দিয়েছিলেন জোহান গুটেনবার্গ। থমাস আলভা এডিসনের বৈদ্যুতিক বাতি, জোনাস সল্কের পোলিও ভ্যাকসিন এবং গ্রেস হপারের কম্পাইলার সম্পর্কেও একই কথা বলা যেতে পারে। ইতিহাস বদলে দেওয়া পরবর্তী উদ্ভাবন কী হবে? এমনই কিছু উদ্ভাবনের কথা থাকছে এখানে, যা আমি মনে করি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। উন্নত ভ্যাকসিন সংরক্ষণ উন্নত ভ্যাকসিন সংরক্ষণ বিশ্বজুড়ে হাজারো জীবন রক্ষা করেছে ভ্যাকসিন। তবে সঠিক তাপমাত্রায় না রাখলে তা নষ্ট হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের সিয়াটলভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল গুডের একদল উদ্ভাবক ‘মেটাফ্রিজ’ নামের উদ্ভাবনী এক রেফ্রিজারেটর আবিষ্কার করেছেন। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকলেও এটি নিরাপদে ভ্যাকসিন সংরক্ষণ করার মতো ঠান্ডা থাকে। তাঁরা সহজে বহনযোগ্য কুলার তৈরিতেও কাজ করছেন। ভ্যাকসিন প্রয়োগকারীদের দূরবর্তী অঞ্চলে শিশুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে এটি। জিন সম্পাদনা জিন সম্পাদনা মনে করুন আমরা এমন এক দুনিয়ায় বাস করি, যেখানে ডিএনএ সম্পাদনার মাধ্যমে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা কিংবা মশার ম্যালেরিয়া বাহক জিন মুছে ফেলা সম্ভব। আমরা এখনো জিনোম সম্প...

হাজারো রাজহাঁসের মেলা

Image
ক্যানসাসে ঘুরে বেড়াচ্ছে অতিথি হাঁসেরা। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কানাডা থেকে ছুটে আসছে হাজারো রাজহাঁস (গিজ)। যুক্তরাষ্ট্রের ক্যানসাসসহ বিভিন্ন রাজ্যের ছোট-বড় শহরের লেক, খোলা মাঠ আর পার্কে এসব হাঁসের দেখা মেলে। কনকনে শীত আর তুষারপাতের আগমুহূর্তে যেন আকাশ থেকে হাঁসের মিছিল নেমে পড়ে খোলা মাঠে। এ সময় হাঁসের প্যাঁক-প্যাঁকে মুখর হয়ে ওঠে মাঠঘাট। এসব অতিথি পাখিকে আমন্ত্রণ জানাতে উচিটা শহর যেন অপেক্ষায় থাকে। ক্যানসাসে ঘুরে বেড়াচ্ছে অতিথি হাঁসেরা। প্রতিবছর শীত আসার আগে এই হাঁসের ঝাঁক (গিজ) উড়ে এসে উচিটা শহরের লেক, মাঠঘাট মাতিয়ে তোলে। কোলম্যান মিডল স্কুলের অষ্টম গ্রেডের শিক্ষার্থী মেহজুবা বলেন, প্রকৃতির ছায়াঘেরা শান্ত শহর উচিটা। হাঁসগুলোর কাছে এই পরিবেশ বন্ধুত্বপূর্ণ মনে হয়। তাই এরা কানাডা থেকে এখানে ছুটে আসে। এই শহরের মানুষ এদের সঙ্গে খুবই আন্তরিক আচরণ করে। ক্যানসাসে ঘুরে বেড়াচ্ছে অতিথি হাঁসেরা। উচিটা ফ্রেন্স বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের অধ্যাপক অ্যালান মেকারন বলেন, অনেক শহরবাসী খাবার হাতে নিয়ে আদর করে হাঁসদের মুখে তুলে দেন। হাঁসেরা ঘাস খেতে পছন্দ করে। আশপাশের কৃষিখেতে (সয়াবিন, ভুট্ট...

ভারতে ‘বোতলে ভরা ভূত’ বিক্রি, আটক চার

Image
‘কাচের বোতলে-বন্দী ভূত’ বিক্রি করতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গের চার ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছে। এদের মধ্যে একজন স্থানীয় পুলিশের গাড়িচালক বলে জানা গেছে। একটা সাধারণ কাচের বোতল। তার ভেতরেই নাকি রয়েছে ভূত। বায়বীয় অবস্থায় আছে, তাই দেখা যাচ্ছে না। খুব কাজের ভূত- মালিক যা বলবে, তাই-ই করবে সে। ‘এক টাকার কয়েন ওই বোতলে ফেললেই নাকি সেটা ভেসে থাকবে, নীচে পড়বে না। তাহলেই বোঝা যাবে যে বোতলের ভেতরেই আছে ভূত’ এমনটাই বলেছিল তারা। কিন্তু যেই সেই কয়েনটা ফেলা হল, ঠং করে শব্দ। বোতলের নীচে পড়ে গেল কয়েনটা। কিন্তু ওই একটা ‘ঠং’ শব্দই পাল্টে দেয় পরিস্থিতি। ভূত যে সত্যিই নেই- সেটা বুঝে যান কলকাতা থেকে যাওয়া ক্রেতারা। তারা ভূত না কিনেই ফিরে যেতে চান। কিন্তু বিক্রেতারা নাছোড়বান্দা। তারা দাবী করে বসে যে ভূত না দেখা গেলেও দিতে হবে টাকা। এক দু টাকা নয়- পুরো পাঁচ লাখ। সঙ্গে হোটেলের থাকা খাওয়া বাবদ আরো ২০ হাজার। টাকা না পেয়ে কলকাতার বাসিন্দা তাপস রায় চৌধুরী আর বাসুদেব কুন্ডুকে আটকিয়ে রাখে চার ভূত বিক্রেতা। অভিযোগ বেশ কিছু টাকা কেড়েও নেয়া হয়। কোনোভাবে পুলিশের কাছে খবর যায়।...

কাবুলে হোটেলে তালেবান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৮

Image
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলায় অন্তত ১৮ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন বিদেশি। ১৩ ঘণ্টার অভিযান গতকাল রবিবার শেষ হয়। এর আগে স্থানীয় সময় শনিবার রাত প্রায় সাড়ে ৯টায় হামলা চালায় পাঁচ বন্দুকধারী। হামলাকারীদের সবাই নিহত হয়েছে। হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান। খবর আল জাজিরা ও টাইমস অব ইন্ডিয়ার বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলটি বিদেশি এবং আফগানের উচ্চবিত্তদের কাছে খুব প্রিয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, বাঘ-ই-বালা এলাকায় অবস্থিত হোটেলটিতে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। ওই সময় সেখানে বিদেশিরাসহ আফগান কর্মকর্তারা ছিলেন। এদের মধ্যে ১৪ বিদেশি এবং চার আফগান কর্মকর্তা নিহত হন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মুখপাত্র জানিয়েছেন। আহত ২২ জনের মধ্যে তিনজন নিরাপত্তা বাহিনীর। ইউক্রেন এবং পাকিস্তানের নাগরিকরা নিহতদের মধ্যে রয়েছেন বলে জানা গেছে। সকলের পরিচয় নিশ্চিত করা যায়নি। নাজিব দানেশ আরো জানান, ৪১ বিদেশিসহ ১৫০ জনের বেশি মানুষকে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ...

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জিম্বাবুয়ের বিরোধী নেতা ও স্ত্রীর মৃত্যু

Image
  উত্তর আমেরিকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জিম্বাবুয়ের বিরোধী নেতা রয় বেনেট ও তার স্ত্রী হিদার নিহত হয়েছেন।    বুধবার মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তাদের সঙ্গে আরো তিনজন নিহত হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।    রয় বেনেট বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চ্ইেঞ্জ (এমডিসি) এর নেতা এবং দেশটিতে ব্যাপক জনপ্রিয়। দলের পক্ষ থেকে বেনেট ও তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি   ইত্তেফাক/আনিসুর