Posts

চুক্তি চূড়ান্ত, দুই বছরে ফিরবে রোহিঙ্গারা

Image
রোহিঙ্গা। প্রথম আলো ফাইল ছবি রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইনে ফেরত পাঠানোর বিষয়ে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ নামের মাঠপর্যায়ের চুক্তিটি আজ মঙ্গলবার সকালে চূড়ান্ত হয়েছে। গতকাল সোমবার থেকে টানা ১৩ ঘণ্টার বৈঠকের পর আজ সকালে আবার বৈঠক বসে। আজকের বৈঠকেই চুক্তিটি চূড়ান্ত হয়। প্রত্যাবাসন শুরুর দুই বছরের মধ্যে তা সম্পন্ন করা হবে বলে চুক্তিতে উভয় পক্ষ সম্মত হয়। মিয়ানমারের রাজধানী নেপিডোতে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে চুক্তিটি চূড়ান্ত রূপ পায়। চুক্তি চূড়ান্ত হওয়ার ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর জন্য সরকারি পর্যায়ের কাজটি সম্পন্ন হলো। আজকের বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক আজ প্রথম আলোকে বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আমরা সফলভাবে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট চূড়ান্ত করে ফেলেছি। সেই সঙ্গে যেসব রোহিঙ্গা ফেরত যাবেন, তাঁদের জন্য একটি ফরমের রূপও চূড়ান্ত করা হয়েছে। পররাষ্ট্রসচিব আরও বলেন, ওই চুক্তিতে প্রত্যাবাসনের সংখ্যাসহ অন্য যেসব বিষয় আছে, সেগুলোর উল্লেখ আছে। বিশেষ করে জাতিসংঘের শরণার্থী সংস্থার ভূমিকার ব...

বেনজির হত্যা ১০ বছর পর দায় স্বীকার তালেবানের

Image
বেনজির ভুট্টো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের ১০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। টিটিপি নেতা আবু মনসুর অসিম মুফতি নূর ওয়ালির নতুন বইয়ে এ দায় স্বীকার করা হয়েছে। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী জনসভায় আত্মঘাতী হামলায় নিহত হন বেনজির ভুট্টো। ‘ইনকিলাব মেহসুদ সাউথ ওয়াজিরিস্তান-ফ্রম ব্রিটিশরাজ টু আমেরিকান ইম্পেরিয়ালিজম’ নামের বইটির উদ্ধৃতি দিয়ে গতকাল সোমবার  ডেইলি টাইমস -এর প্রতিবেদনে বলা হয়, ‘বিলাল (সাঈদ বা ইকরামুল্লাহ নামেও পরিচিত) তাঁর কাছে থাকা পিস্তল দিয়ে প্রথমে বেনজির ভুট্টোকে গুলি করলে সেটা তাঁর গলায় গিয়ে আঘাত হানে। তারপর তিনি জনসভায় আসা লোকদের মাঝেই তাঁর বিস্ফোরক জ্যাকেট খুলে ফেলে বিস্ফোরণ ঘটান এবং নিজেকে উড়িয়ে দেন।’ বইতে আরও বলা হয়েছে, তালেবানের সদস্যরা ২০০৭ সালের অক্টোবরে করাচিতে বেনজির ভুট্টোর আরেক জনসভায়ও আত্মঘাতী হামলা চালায়। এতে ১৪০ জনের মতো মানুষ মারা গেলেও বেঁচে যান সাবেক প্রধানমন্ত্রী বেনজির। করাচিতে এই রক্তাক্ত হামলার পরও সে সময়কার স্বৈরশাসক ...

আমরণ অনশন আন্দোলনে অসুস্থ কুষ্টিয়ার শিক্ষকের মৃত্যু

Image
নন-এমপিও শিক্ষকদের আমরণ অনশন চলছে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে। ১৮৫ জন শিক্ষক ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে কুষ্টিয়ার এক নন-এমপিও শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত ওই শিক্ষকের নাম আব্দুল মান্নান, তিনি নন-এমপিও মিরপুরের চিথলিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্য, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর ২০১৭ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। অনশনরত অবস্থায় ওই শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দুপুরে মারা যান। ইত্তেফাক/নূহু

কাশ্মির সীমান্তে সাত পাকিস্তানি সেনা হত্যার দাবি ভারতের ভারতীয় তিন সেনা হত্যার দাবি পাকিস্তানের

Image
কাশ্মির সীমান্তে হামলায় পাকিস্তানের সাত সেনা সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ভারত। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তাদের হামলায় ভারতের তিন সেনা নিহত হয়েছে। খবর এনডিটিভি ও ডনের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল সোমবার সকালে প্রথমে বিনা প্ররোচনায় পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখায় গুলিবর্ষণ শুরু করে। চলে মর্টার হামলাও। এরপরই ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দেয়। ভারতীয় সেনার প্রত্যাঘাতে রীতিমতো ছত্রভঙ্গ হয়ে পড়ে পাকিস্তান সেনা এবং তাদের সাত সদস্য নিহত ও চারজন আহত হয়।  যদিও পাকিস্তান সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের দাবি, সাত জন নয়, নিহত হয়েছে চারজন সেনা কর্মী। পাশাপাশি তাদের হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছে বলেও দাবি করেন গফুর। আহত হয়েছেন আরো কয়েকজন। এদিকে ভারতীয় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে লড়াইয়ে ছয় জঙ্গি নিহত হয়েছে। গতকাল সকালে কাশ্মিরের দুলাঞ্জা-উরি সেক্টরে এই লড়াই চলে। কাশ্মির পুলিশের ডিজিএসপি ভৈদ জানিয়েছেন, জঙ্গিরা প্রত্যেকেই জৈয়শ-ই-মোহাম্মদের সদস্য। নিহতদের কাছে থেকে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ইত্তেফাক/আনিসুর

আফগানিস্তানে আইএসের ২১ যোদ্ধা নিহত

Image
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহড় প্রদেশের আচিন ও শিরজাদ এলাকায় জঙ্গিদের গোপন আস্তানায় সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেট গ্রুপের ২১ যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি একথা জানান। ওই কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে জঙ্গিদের অস্ত্র ঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়। নিহতদের মধ্যে ওসমান ও আব্বাস নামের আইএস গ্রুপের স্থানীয় দুই কমান্ডার রয়েছে। তবে এ ব্যাপারে আইএসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি। সিনহুয়া ইত্তেফাক/মোস্তাফিজ

রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

Image
১২ জানুয়ারি অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রায়ত্ত ১৪ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডিরা। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, ‘ব্যাংকার্স সিলেকশন কমিটি ১২ জানুয়ারির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘তদন্ত কমিটির প্রধান থাকবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল। সদস্য সচিব থাকবেন বাংলাদেশ ব্যাংকের একজন মহাব্যবস্থাপক। সদস্য থাকবেন রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও আর্থিক প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের যারা পরীক্ষার দায়িত্বে ছিলেন তাদের কাছে একটি ব্যাখ্যা চাওয়া হবে।’ ইত্তেফাক/এএম।

স্বামীর সঙ্গেই চাচাতো বোনের বিয়ে দিলেন পাকিস্তানি নারী

Image
  বিয়ের পর নাকি অতি প্রিয় চাচাতো বোনটিকে চোখের আড়াল করে থাকতে পারছিলেন না, তাই নিজের স্বামীর সঙ্গেই তাকে বিয়ে দিয়ে দিলেন পাকিস্তানের মুলতানের এক নারী। কিন্তু বিধিবাম- তাদের এই চকমপ্রদ সিদ্ধান্তে ক্ষেপে গেছে দুইবোনের পরিবার ও স্থানীয় সমাজের লোকজন। পাকিস্তানের দুনিয়া নিউজ ওই ঘটনার ভিডিও শেয়ার করেছে টুইটারে। প্রকাশিত খবরে জানা গেছে, পাঞ্জাব প্রদেশের মুলতানের সামিজাবাদ এলাকার ফারাজ নামের এক তরুণ মাস দেড়েক আগে বিয়ে করেন আলিনা নামের এক তরুণীকে। এরপর নববধূ আলিনা তার চাচাতো বোন আলিস্মাকেও কয়েক সপ্তাহের মধ্যে বিয়ে দেন নিজের স্বামীর সঙ্গে। দেশটির সামা টিভিও এই ‘ত্রিরত্নের’ ইন্টারভিউ প্রচার করেছে। ঘটনা জানাজানি হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলিনা বলেন, নিজের জ্ঞাতি বোনকে না দেখে থাকতে পারছিলেন না। তাই তাকে সব সময় কাছে রাখার জন্য নিজ স্বামীর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। অপরদিকে, আলিস্মা জানান- বোনকে ছাড়া তারও দিন কাটছিল না। অবস্থা এমন হয় যে আলাদা হয়ে দুজনের পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে।  তবে তারা দুই চাচাতো বোন একই স্বামী নিয়ে সংসার করে সন্তুষ্ট থাকলেও সমাজ তাদের ...