Posts

স্বামীর সঙ্গেই চাচাতো বোনের বিয়ে দিলেন পাকিস্তানি নারী

Image
  বিয়ের পর নাকি অতি প্রিয় চাচাতো বোনটিকে চোখের আড়াল করে থাকতে পারছিলেন না, তাই নিজের স্বামীর সঙ্গেই তাকে বিয়ে দিয়ে দিলেন পাকিস্তানের মুলতানের এক নারী। কিন্তু বিধিবাম- তাদের এই চকমপ্রদ সিদ্ধান্তে ক্ষেপে গেছে দুইবোনের পরিবার ও স্থানীয় সমাজের লোকজন। পাকিস্তানের দুনিয়া নিউজ ওই ঘটনার ভিডিও শেয়ার করেছে টুইটারে। প্রকাশিত খবরে জানা গেছে, পাঞ্জাব প্রদেশের মুলতানের সামিজাবাদ এলাকার ফারাজ নামের এক তরুণ মাস দেড়েক আগে বিয়ে করেন আলিনা নামের এক তরুণীকে। এরপর নববধূ আলিনা তার চাচাতো বোন আলিস্মাকেও কয়েক সপ্তাহের মধ্যে বিয়ে দেন নিজের স্বামীর সঙ্গে। দেশটির সামা টিভিও এই ‘ত্রিরত্নের’ ইন্টারভিউ প্রচার করেছে। ঘটনা জানাজানি হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলিনা বলেন, নিজের জ্ঞাতি বোনকে না দেখে থাকতে পারছিলেন না। তাই তাকে সব সময় কাছে রাখার জন্য নিজ স্বামীর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। অপরদিকে, আলিস্মা জানান- বোনকে ছাড়া তারও দিন কাটছিল না। অবস্থা এমন হয় যে আলাদা হয়ে দুজনের পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে।  তবে তারা দুই চাচাতো বোন একই স্বামী নিয়ে সংসার করে সন্তুষ্ট থাকলেও সমাজ তাদের ...

ফোর-জি লাইসেন্সিংয়ে বাধা নেই

Image
ফোর-জি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের বিষয়ে বিটিআরসির বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এর ফলে ফোর-জি লাইসেন্সিং এর নিলাম কার্যক্রমে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেয়।  আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। মামলার বাদী বাংলা-লায়ন কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী রমজান আলী সিকদার। বৃহস্পতিবার সকালে ফোর-জি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আবেদন আহ্বান করে জারি করা বিজ্ঞপ্তি স্থগিত করেন হাইকোর্ট। বাংলা-লায়ন কমিউনিকেশন্সের পক্ষে রিট আবেদন করা হলে তার শুনানি নিয়ে হাইকোর্ট ওই আদেশ দেয়। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওইদিন দুপুরেই বিটিআরসি আবেদন করে। ওই আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি সৈয়দ মাহমুদ হ...

আফগানিস্তানে সেনা অভিযানে ৭৬ জঙ্গি নিহত

Image
ফাইল ছবি আফগানিস্তানের ৮টি প্রদেশে সেনা অভিযানে কমপক্ষে ৭৬ জন জঙ্গিকে হত্যা করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। আফগান ন্যাশনাল ডিফেন্স ও সিকিওরিটি ফোর্সের অভিযানে এই জঙ্গিদের হত্যা করা হয়। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার সত্যতা স্বীকার করেছে।  ৭৬ জন জঙ্গির মধ্যে অন্তত তিনজন তালিবান কমান্ডার রয়েছে বলে জানা গেছে। সেনা সূত্রে তাদের নামও জানা গিয়েছে। এহসানুল্লাহ, হায়দার ও কোয়াহরামান নামে ওই তিন তালিবান কমান্ডারের পরিচয় জানতে পেরেছে আফগান সেনা। অভিযান চলাকালীন প্রায় ১৪ জন জঙ্গি সেনার হাতে ধরা পড়ে। নানগারহার, লাঘমান, গজনী, নুরিস্তান, উরুগান, হেরাট, ফারইয়াব ও জয়জ্জান প্রদেশগুলোতে টানা ২৪ ঘন্টা ধরে সেনা অভিযান চলে।  সেনা সূত্রে জানা যায়, জঙ্গিদের গোপন ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। ৮টি প্রদেশে মোট ১৪বার সেনা অভিযান চলে। আফগান বিমানবাহিনীর ৯৩টি যুদ্ধবিমান এই অভিযানে কাজে লাগানো হয় বলে জানা গেছে।  এই অভিযান সম্পর্কে তালিবানদের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৮/ওয়া...

একটা পরমাণু যুদ্ধে আমাদের শক্তি পরীক্ষা করুন: ভারতকে পাকিস্তান

Image
পারমাণবিক ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান-ভারত সম্পর্ক। চলছে পাল্টাপাল্টি হুমকি ও বাকযুদ্ধ। আর তারই জের ধরে আরও একবার পারমাণবিক যুদ্ধের হুমকি আসলো পাকিস্তানের পক্ষ থেকে। একটা পরমাণু যুদ্ধে আমাদের শক্তি পরীক্ষা করুন- এই ভাষাতেই ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান। ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই জবাব দিয়েছে পাকিস্তান। এ ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী খোয়াজা আসিফ ট্যুইট করে বলেন, ‘ভারতীয় সেনাপ্রধান অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মত মন্তব্য করেছেন। পদে থেকে এমন কথা বলা উচিৎ নয়। নিউক্লিয়ার এনকাউন্টারের আমন্ত্রণ জানাচ্ছি। সেটাই যদি কাম্য হয়, তাহলে সেই পরমাণু যুদ্ধে আমাদের শক্তি পরীক্ষা করুন। এতেই জেনারেল রাওয়াতের সব সন্দেহ দূর হবে। ইনশাল্লাহ।’ উল্লেখ্য, সম্প্রতি আর্মি ডে উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তান প্রসঙ্গে রাওয়াত বলেন, যদি সত্যিই পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে পাকিস্তানের কত ক্ষমতা বোঝা যাবে। এরপরই জবাব দেন পাক পররাষ্ট্র মন্ত্রী। বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

তীব্র শীতেও থেমে নেই শিক্ষকদের আমরণ অনশন

Image
সাম্প্রতিক ছবি তীব্র শীতেও থেমে নেই শিক্ষকদের আন্দোলন। মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আমরণ অনশনে আছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। চলমান শিক্ষক আন্দোলন আজ থেকে নতুন মাত্রা পাচ্ছে। শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের দুটি মোর্চা আজ মাঠে নামছে। একই দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি নিয়ে আগে থেকে মাঠে আছে শিক্ষকদের আরেক মোর্চা।  তীব্র শীত উপেক্ষা করে ইবতেদায়ি শিক্ষকরা আজ ছয় দিন ধরে প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছেন। অনশনে শনিবার পর্যন্ত ১৪৫ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন কর্মসূচি ডাকা সংগঠন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মোখলেসুর রহমান।  এদিকে ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি স্তর পর্যন্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে বুধবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি স্কুল,-কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা। প্রেসক্লাবে প্রবেশের প্রধান ফটকের পূর্ব দিকে রাস্তার ওপরই তারা শুয়ে-বসে পালন করছেন কর্মসূচি। শিক্ষক নেতারা জানাচ্ছেন, আগামীকাল থেকে শুরু হবে আমরণ অনশন। সরকারপন্থী দুটি শিক্ষক মোর্চা শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে আজ থেকে আন্দ...

ঘরমুখো মুসল্লিদের দুর্ভোগ চরমে

Image
ফাইল ছবি বিশ্ব ইজতেমা শেষে এখন মুসল্লিদের বাড়ি ফেরার পালা। কিন্তু তিল ধারণের ঠাঁই নেই টঙ্গী রেলওয়ে স্টেশনে। ট্রেনের ভেতর, ছাদে সব জায়গায় মানুষের উপচেপড়া ভিড়। স্টেশনে ভিড়ের মধ্যে ট্রেনে উঠতে না পেরে অনেকেই হতাশ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকেই ট্রেনে ওঠার চেষ্টা করে সুযোগ না পেয়ে উঠছেন ছাদে। টঙ্গী স্টেশন মাস্টার আলিমুজ্জামান জানান, আখেরি মোনাজাত শেষে প্রথম বিশেষ ট্রেনটি ছেড়ে যায় বেলা সাড়ে ১১টায়। এর ১০ মিনিট পর পর বিশেষ ট্রেন টঙ্গী স্টেশন ছেড়ে যাচ্ছে। ট্রেনের ভোগান্তির বিষয়ে তিনি বলেন, প্রথম ট্রেনটিতে যাত্রীদের বেশি চাপ ছিল। ট্রেনের ভেতর ও ছাদে সব জায়গায় মানুষের উপচেপড়া ভিড় ছিল। উল্লেখ্য, ১১টা ১৫ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

আমিন আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগপাড়

Image
আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বেলা পৌনে ১১টায় শুরু হওয়া এই আখেরি মোনাজাত চলে প্রায় আধ ঘণ্টাব্যাপী। মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম তাবলিগের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হাসান।  মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন লাখো মুসল্লি। আশপাশে থাকা দালান-কোঠার ছাদেও নারী-পুরুষসহ অনেক মুসল্লিকে মোনাজাতে অংশ নিতে দেখা গেছে। আখেরি মোনাজাতের আগে সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় বয়ান। ভোর থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে উপস্থিত হন লাখো মুসল্লি। বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/হিমেল