Posts

good use

Image
Your taxes being put to good use? Source   Larry Madowo, first of his name

PHOTO: This crowd at Kasarani Stadium

Image
PHOTO: This crowd at Kasarani Stadium represents a TRUE face of Kenya. It represents UNITY. It is a crowd of Kenyans and not some selective tribes. This is NOT today. This is during the IAAF World U18 Championships. source   Levi Sitati ‏  

Location on the world map

Image

Today is a historic day

Image
Today is a historic day for our great Nation.First our gratitude is to Almighty God.I also point out that the Kenyan voter has been the most important player in the election.Everyone who voted played a role in strengthening our democracy:today’s celebration is yours. Asante sana. Source   Uhuru Kenyatta

I am a Teacher

Image
Being a Teacher( I am not a good teacher but trying to be best), got an interview about our English Institute and the interview will be a project for a student who is studying in University. Please pray and bless us for developing English Institute soon. Source   Litan Larma Chakma

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে: সৌদি যুবরাজ

Image
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, সন্ত্রাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত দুই বছর আগে গঠিত সামরিক জোট সন্ত্রাস দমনে কাজ চালিয়ে যাবে। বোরবার এ জোটের প্রথম সভা শেষে তিনি এ মন্তব্য করেন। আইএস দমনে সৌদি আরবের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এমন সমালোচনার মুখে ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন (আইএমসিটিসি) প্রতিষ্ঠিত হয়। মিসরে নর্থ সিনাই প্রদেশে ২৪ নভেম্বর জনাকীর্ণ একটি সুফি মসজিদে মারাত্মক হামলায় ৩০০ মানুষ নিহত হওয়ার পর রোববার ওই কোয়ালিশন গ্রুপের প্রথম সভা হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রীদের ওই সভায় সৌদি যুবরাজ বলেন, ‘অতীতের দিনগুলোতে ঘটনা মনে করে মিসরে আমার ভাইদের জন্য আমার সহানুভূতি জানাচ্ছি।’ ওই গ্রুপের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের শান্তির ধর্মকে বিকৃত করার কোনো সুযোগ সন্ত্রাসীদের দেব না। আমরা আজ শক্তিশালী বার্তা পাঠাব যে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একসঙ্গে কাজ করছি। সন্ত্রাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার দৃঢ় প্রত্যয় জানাচ্ছি।’ এই সামরিক জোটে ৪০টি সদস্য দেশ। তবে ইরান এ জোটে নেই। ...

সংখ্যালঘু সুরক্ষা আইন হচ্ছে: আইনমন্ত্রী

Image
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে। আজ সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খুলনা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতি ভবন নির্মাণের জন্য ৭ কোটি ৫৫ লাখ ৪২ হাজার টাকার মঞ্জুরিপত্র দেওয়া হয় অনুষ্ঠানে। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের অর্থ উদ্ধারে আসন্ন ফিলিপাইন সফর প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ৩০ নভেম্বর দেশে ফিরেই তিনি ফিলিপাইন সফরের সফলতা বা ব্যর্থতা জানাবেন। অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সব English