Posts

২৩ শর্তে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পেল বিএনপি

Image
২৩ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। রোববারের ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর পুলিশের সম্মতিপত্র পাওয়ার কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে গণসমাবেশ, এই গণসমাবেশের অনুষ্ঠানের ব্যাপারে এই মাত্র ডিএমপি‘র একটি সম্মতিপত্র আমাদের কাছে এসে পৌঁছেছে। ২৩টি শর্ত দিয়ে তারা আমাদের এই গণসমাবেশ অনুষ্ঠানের সম্মতি দিয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. আশরাফুজ্জামানের স্বাক্ষরে এই পত্র বিএনপির কাছে পাঠানো হয়। সমাবেশের শর্তে যা যা আছে #  বিকাল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। # ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে’ এমন কোনো ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য দেয়া বা প্রচার করা যাবে না। # লাঠিসোটা, ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড ব্যবহার করা যাবে না। #  মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না। #  উসকানিমূলক কোনো বক্তব্য দেয়া বা প্রচারপত্র বিলি করা যাবে না...

মা হওয়ার বয়স কত?

Image
বিয়ে একটি পারিবারিক বন্ধব। এই বন্ধনের মাধ্যমে দুই হাত এক করে নেয়া হয় সারা জীবন একসঙ্গে চলার পণ। দুইজন নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক এবং প্রণয়ের বৈধ আইনি চুক্তি ও তার স্বীকারোক্তি। বিয়ের বন্ধনকে আরও শক্ত করতেই বিয়ের পরে আসে গর্ভে সন্তানধারণের প্রশ্ন। বংশ রক্ষা, স্বামী ও পরিবারের বয়োজষ্ঠ্যদের ইচ্ছা অনুযায়ী বেশিরভাগ নারী গর্ভধারণ করে থাকেন। নিজের অজান্তেই মা হন অনেক নারী। কিন্তু জানেন না মা হওয়ার নির্দিষ্ট বয়স কত হওয়া উচিত ছিল। কিন্তু গর্ভধারণের একটি নির্দিষ্ট বয়স আছে। নির্দিষ্ট বয়সের আগে মা হলে স্বাস্থ্যঝুঁকিতে  পড়েন নারীরা। বয়স বাড়ার সঙ্গে কেন গর্ভধারণের সম্ভাবনা কমে একটি মেয়ে জন্মের সময়ই কিছুসংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মায়, যা সময়ের সঙ্গে সঙ্গে নিঃশেষ হতে থাকে। ৩০ বছরের পর থেকেই ডিম্বাণুর সংখ্যা এবং গুণগত মান কমতে থাকে। এ সময় গর্ভধারণ করার চেষ্টার পরও দিনের পর দিন ব্যর্থ হতে পারে। বয়সের কারণে ওজন বৃদ্ধি ও শারীরিক স্থূলতাও গর্ভধারণে বাধার সৃষ্টি করে। বেশি বয়সে সন্তান গর্ভে ধারণ করলে গর্ভকালীন ডায়াবেটিস, গর্ভকালীন উচ্চ-রক্তচাপ, হরমোনগত সমস্যা কিংবা বাচ্চা নষ্ট হয়ে য...

চালক ছাড়াই ১৩ কিমি. গেল ট্রেন

Image
চালক ছাড়াই ১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ট্রেনের ইঞ্জিন। গত বুধবার দুপুরে ভারতের কর্নাটকে এ ঘটনা ঘটে। ইঞ্জিন পরিবর্তনের জন্য স্টেশনে দাঁড়ায় ট্রেনটি। বৈদ্যুতিক ইঞ্জিনের পরিবর্তে আনা হয় ডিজেলচালিত ইঞ্জিন। সেই ইঞ্জিন সংযুক্ত করার আগেই চালক সেটি লাইনে থামিয়ে রেখে নেমে স্টেশনে যান। এর পর হঠাৎ করেই উল্টোদিকে চলতে শুরু করে ইঞ্জিনটি। বিষয়টি দেখার পর বাইক নিয়ে সেটির পেছনে ধাওয়া করেন চালক। দীর্ঘ ১৩ কিলোমিটার যাওয়ার পর ইঞ্জিনটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন চালক। রেল সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বুধবার দুপুরে মুম্বাইগামী ওই ট্রেনটি ওয়াদি স্টেশনে দাঁড়ায় ইঞ্জিন পরিবর্তন করার জন্য। এর পর ট্রেনটির ইলেকট্রিক ইঞ্জিনের পরিবর্তে নিয়ে আসা হয় একটি ডিজেলচালিত ইঞ্জিন। সেই ইঞ্জিনে ট্রেনটি মুম্বাইয়ের সোলাপুর পর্যন্ত যাওয়ার কথা ছিল। দাঁড়িয়ে থাকা ওই ট্রেনটির কাছে ডিজেলচালিত ইঞ্জিনটি রেখে চালক স্টেশনের কাছে যান।

রোহিঙ্গা ফেরতে কড়া শর্ত সু চির

Image
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে নীতিগতভাবে আপত্তি নেই মিয়ানমারের। তবে রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে তারা কড়া শর্তের কথা বলেছে। খবর আনন্দবাজারের। শুক্রবার মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর পার্মানেন্ট সেক্রেটারি ইউ কিইয়াও জেয়া জানান, দেশের স্টেট কাউন্সিলার আং সান সু চি রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে গত ১২ অক্টোবর তাদের নীতিগত অবস্থান স্পষ্ট করেছেন। পুনর্বাসন এবং উন্নয়নের কাজও শুরু হচ্ছে। কিন্তু বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কাজ হবে চারটি শর্তে। যারা সেই শর্ত পূরণ করতে পারবেন, শুধু তাদেরই ফিরিয়ে নেবে মিয়ানমার। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার তা হল- রোহিঙ্গাদের মিয়ানমারে দীর্ঘদিন বসবাসের প্রমাণপত্র দাখিল করতে হবে, যারা স্বেচ্ছায় রাখাইনে ফিরতে চাইবেন, পরিবারের কেউ মিয়ানমারে রয়েছেন তেমন প্রমাণ দেখাতে হবে এবং বাংলাদেশে কোনো বাচ্চা জন্মালে তার বাবা-মা উভয়েই মিয়ানমারের স্থায়ী বাসিন্দা প্রমাণ করতে হবে।  তবে বাড়িঘর পুড়িয়ে দেয়ার পর প্রাণ বাঁচাতে যারা দেশ ছেড়েছেন, তাদের কাছে কী করে এই সব তথ্য-প্রমাণ থাকবে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে...

এই ছেলে চুল দাড়ি কাটেন না কেন ?

Image
এই ছেলে চুল দাড়ি কাটেন না কেন? -প্রয়োজন বোধ করি না তাই। -সিগারেট খান? - হুম অনেক। - প্রেম করেন? - আগে করতাম এখন করি না। - তো কেনো প্রেম ছেড়েছেন? - আমি ছাড়িনি তো। তার আমার কাছে থাকার প্রয়োজন শেষ হয়েছে তাই সে ছেড়ে গেছে। - হুম বুঝলাম। তো এই ছেড়া শার্ট টা পড়ে প্রতদিন ক্যাম্পাসে আসেন কেনো? - ভাল শার্ট পরার প্রয়োজন হয় না। - আপনাকে যে অনেকে পাগল বলে সেটা জানেন? -অন্যেরা কি বলল সেটা কখনও ভাবি না। আমি কেমন এটাই আমার কাছে সবকিছু। -এরকম শুকিয়ে গেছেন কেনো? খাওয়া দাওয়া করেন তো ঠিক মতো? -রান্না পারি না। যতটুকু হোটেলে সম্ভব ততটুকুই খাওয়া হয়। -কেনো বাবা -মা কোথায় থাকেন? ইশ্বরের কাছে -ওহ সরি। যাবেন আমার সাথে? -কোথায়? - যেখানে আপনাকে মানুষে পরিণত করা যাবে। -কেনো আমি কি মানুষ না? - না। আপনি একটা ছাগল। - তো ছাগল কে আপনি মানুষ করবেন কেনো? - সারাজীবন সেই মানুষটার কোলে মাথা রাখার জন্য। - যদি বলি যাবো না আপনার সাথে। - মেরে ঠ্যাং ভেঙে দিব। - তখন তো সেই খোড়া ছেলেকে আর চাইবেন না। - আরে বুদ্ধু ঠ্যাং ভাংব এজন্য যাতে কখনও আপনি ছেড়ে যেতে চাইলে না পারেন। - ভালবাসতে চান? -সেটা বলিনি তো। আপনি তো ছাগল আর ছাগলের সা...

ভুল হলে মাফ করবেন।

Image
আপনি রাস্তা দিয়ে হাঁটলে অনেক যুবক আপনার কোমরের দিকে আর আপনার বুকের দিকে তাকিয়ে চোখের স্বাদ পায়। তাতে আপনার ভালো লাগে। আপনার গালে টোল পড়া গর্তে অনেক ছেলে নিজেকে কল্পনায় ভাসিয়ে নেয়, তাতে আপনি আনন্দ পান।” . “বুকের উড়না সরিয়ে রাস্তায় হেঁটে বহু যুবকের দৃষ্টি কেড়ে নিতে পারেন মুর্হূতে, এটা আপনার তৃপ্তি! আপনি প্রতি মাসে বিউটি পার্লারে যে টাকা খরচ করেন সে টাকায় কোন গরীব রিকশা চালকের একমাসের সংসার খরচ চলে যায়।” . —হয়তো সেটা আপনার বাহাদুরি! . “আপনি রাস্তায় হাঁটার সময় শত যুবক আড়-চোখে আপনার দিকে তাকায়! ওরা আপনাকে কিছু সময়ের জন্য কাছে পেতে চায়, সারাজীবনের জন্য নয়।” . “আপনি কি জানেন?– কোন সভ্য মা আপনাকে তার পুত্রবধু হিসেবে চাইবেনা! বরং কিছু সময়ের জন্য কোন ছেলে আপনার মৌহে হারিয় যাবে। যেমনটা রাস্তার পাশে হকারে কোন শার্ট ভালো লাগলে আমরা তাকিয়ে দেখি।” . “আপনি কি জানেন?– আমরা ঢেকে রাখা দ্রব্য নিরাপদ মনে করি। কারণ তার ভিতরটা জীবাণু মুক্ত থাকে। খোলা জিনিসে মাছি এসে ভীড় করে।” . “আপনি কি জানেন?– আপনার বুক ফুলিয়ে হাঁটা দেখে কিছু মানুষ দূর থেকে চোখের ইশারায় আপনার স্তনের সাইজ আর কোমর মাপতে ব্যস্ত হয়ে...

সৌদি আরবকে নজরে রাখছে ওয়াশিংটন: টিলারসন

Image
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে সৌদি আরব। সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযানে রাজপুত্র, মন্ত্রী ও প্রভাবশালী ব্যবসায়ীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নাম চলে আসে। আর তারই জের ধরে এখন পর্যন্ত রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য সহ দুইশো’র অধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এই ঘটনাকে মোটেও হালকাভাবে দেখছে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, পুরো বিষয়টার ওপর ওয়াশিংটন গভীরভাবে নজর রাখছে। এ ব্যাপারে টিলারসন বলেন, সৌদি আরবের ওপর নজর রাখছে ওয়াশিংটন। সৌদি আরবের দুর্নীতি বিরোধী অভিযানের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে তিনি আরও বলেন, সৌদি আরবকে দুর্নীতিমুক্ত করার পিছনে সেদেশের সৎ উদ্দেশ্য রয়েছে। উল্লেখ্য, ক্ষমতার উত্তরাধিকারী যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংস্কারমূলক পদক্ষেপে দুর্নীতি দমন শুরু হয়েছে ইসলামি শরিয়া শাসিত দেশটিতে।   ইতিমধ্যেই ২০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এরমধ্যে বেশ কয়েকজন রাজপরিবারের গুরুত্বপূর্ণও রয়েছে। প্রিন্সদের পাশাপাশি রয়েছে কয়েকজন প্রিন্সেসও। অন্যদিকে, অভিযানের নামে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে এ কর্মকাণ্ড চা...