Posts

প্রার্থনা করি যেন উ. কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ না করতে হয়: ট্রাম্প

Image
উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ বিষয়ে আলোচনার জন্য ‘টেবিলে বসার’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় সফররত ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে সিউলে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমি স্রষ্টার কাছে প্রার্থনা করেন যাতে উ. কোরিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার করা না লাগে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছিলেন, আগুন ও প্রমত্ত শক্তি নিয়ে উত্তর কোরিয়াকে জবাব দেয়া হবে। ট্রাম্প ৫ টি এশিয়া দেশ সফরের লক্ষ্যে এসেছেন যেখানে উ. কোরিয়ার পারমাণবিক হুমকির বিষয়টি আলোচ্যসূচির সবার উপরে রয়েছে। যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ও মুন উ. কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার এই বিষয়ে আলোচনার টেবিলে আসাটা যৌক্তিক এবং সঠিক কাজটা করা। কারণ এটি শুধু উ. কোরিয়া নয় বরং পুরো মানবতার জন্য। এই অঞ্চলে ব্যাপক সামরিক বাহিনী মোতায়েন করলে ট্রাম্প বলেন, আমি স্রষ্টার কাছে প্রার্থনা করি যেন উ. কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে না হয়। দুই নেতা চীন ও রাশিয়াকে পিয়ংইয়ংয়ের উপর চাপ দিতে...

পরীক্ষার কেন্দ্রের আশেপাশে ফটোস্ট্যাট দোকান বন্ধ থাকবে’

Image
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ডেন্টাল কোর্স (বিডিএস) ভর্তি পরীক্ষার জন্য পরীক্ষার কেন্দ্র সংলগ্ন এলাকায় সকল ফটোস্ট্যাট দোকান বন্ধ রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। আগামী ১০ নভেম্বর বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।  পরীক্ষা কেন্দ্রে ঘড়িসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট পর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মেদ এতে সভাপতিত্ব করেন। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি সভা থেকে আহ্বান জানানো হয়। সভায় জানানো হয়, কঠোর ও নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে প্রশ্নপত্র পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। তাই প্রশ্নপত্র ফাঁসের বিন্দুমাত্র সুযোগ নাই। ইতোমধ্যে গত ১ সেপ্টেম্বর থেকে সকল মেডিকেল ভর্তি কোচিং বন্ধ করা হয়েছে। এবারের বিডিএস ভর্তি পরীক্ষার সরকারি ৫৩২ এবং বেসরকারি এক হাজার ৩৮৫ আসনের...

বাহুবলীকে বিয়ে করতেই হবে দেবসেনার, দাবি ভক্তদের!

Image
প্রত্যাশাপূরণ করেই 'বাহুবলী-১'-এর মতোই মেগাহিট হয়েছে বাহুবলী-২। পরিচালক এস এস রাজামৌলির সেই সিনেমায় প্রভাসের বিপরীতে আলাদা করে নজর কেড়ে নিয়েছেন দেবসেনা ওরফে আনুশকা শেট্টি। আজ মঙ্গলবার ৩৬ বছরে পা দিলেন আনুশকা। সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা যেমন পেয়েছেন ভক্তদের কাছ থেকে, তেমনই অবাক করে দেওয়ার মতো একটি অনুরোধ এসেছে তাদের কাছ থেকে। ভক্তদের দাবি, এখন বাহুবলীকে বিয়ে করতেই হবে দেবসেনার। খ্যাতির বিড়ম্বনা বোধহয় একেই বলে।   আনুশকার ভক্তদের ইচ্ছা, এবার যেন বাহুবলীর সঙ্গে জুটি বাঁধেন দেবসেনা। মাঝখানে জল্পনা রটেছিল প্রভাস ও আনুশকা নাকি চুটিয়ে প্রেম করছেন। সেই জল্পনা স্বীকার বা অস্বীকার কিছুই করেনি তারকা জুটি। তাই জল্পনা ছড়িয়েছে ঝড়ের গতিতে। এবার আনুশকার জন্মদিনে উঠল তাদের বিয়ের দাবি।     বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

বংশ রক্ষার্থে পুত্রবধূকে ধর্ষণ!

Image
ভারতের মুম্বাই শহরের ভিরারের ঘটনা এটি।  সম্প্রতি ২৫ বছরের এক যুবতী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, তার স্বামী নিজে অক্ষম।  তাই বংশ রক্ষার্থে স্বামীই তাকে জোর করেছেন শ্বশুর এবং এক চিকিৎসকের শয্যাসঙ্গিনী হওয়ার জন্য।   সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নীকেশ গিরি নামে ওই মহিলার স্বামী যৌনমিলনে অক্ষম। তাই তার বাবাই পুত্রবধূকে ধর্ষণ করার চেষ্টা করে। মহিলা আরও অভিযোগ করেন যে, অনিল যাদব নামে এক চিকিৎসকের সঙ্গেও যৌনমিলনে তাঁকে জোর করে নীকেশ।   ১০৬ সালের মার্চ মাসে অভিযোগকারিনী মহিলার সঙ্গে বিয়ে হয় নীকেশের। ফুলশয্যার রাতেই নীকেশ তার স্ত্রীকে জানিয়ে দেয় তার অক্ষমতার কথা। এবং সে রাতেই নীকেশ ঘর থেকে নিজে বেরিয়ে গিয়ে, চিকিৎসক অনিলকে পাঠিয়ে দেয় সদ্য বিবাহিত স্ত্রীয়ের কাছে।   মুম্বাই পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গিরি পরিবার তাদের পুত্রবধূকে বিবাহবিচ্ছেদে রাজি হওয়ার জন্য শাসিয়েছে।   প্রসঙ্গত, নীকেশ গিরি ও তার বাবা পান্নালালের সঙ্গে তাদের ওই ঘৃণ্য কাজে মদত করত নীকেশের মা ও বোন। খবর এবেলা। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার

সিলেটে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় নিহত ৬

Image
সিলেটের কানাইঘাটে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে পাঁচ কিশোরসহ ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কানাইঘাট উপজেলার লোভা নদীর তীরবর্তী মোলাগুল বাংলাটিলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিহতরা হলো কানাইঘাট উপজেলার চান্দালা বাংলাটিলা গ্রামের ইউনূস মিয়ার ছেলে জাকির (১৬), আলমাছ মিয়ার ছেলে নাহিদ (১৩) ও শাকিল (১২), মোছাব্বির মিয়ার ছেলে মারুফ (১৩), জন মিয়ার ছেলে আবদুল কাদির (১৩) ও একই গ্রামের সুন্দর আলী (৩৫)। এদের মধ্যে পাঁচ কিশোর স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, কানাইঘাটের ডাউকেরগুল নেছারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল চলছিল। ওয়াজ উপলক্ষে বসা হাটে কেনাকাটা করার জন্য ওই কিশোররা বাংলাটিলায় নদীর তীর থেকে পাথর তুলতে যায়। এসময় নদীর তীরের টিলা ধসে পড়ে তারা চাপা পড়ে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করা হয়। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সেটি পাথর কোয়ারি নয়। নিহতরা চুরি করে নদীর তীরের টিলা কেটে পাথর উত্...

পৃথিবীতে জন্ম নেওয়ার আগে মঙ্গলে থাকতেন রাশিয়ার এই যুবক!

Image
পৃথিবীতে জন্ম নেওয়ার আগে নাকি মঙ্গলে থাকতেন। সেখানকার প্রাণীদের বিস্তারিত বর্ণনাও দিয়েছেন রাশিয়ার যুবক ২০ বছর বয়সী বরিস্কা। এরপর থেকেই তাকে এক প্রকার মানুষরূপী এলিয়েনই মনে করেছিলেন বিজ্ঞানীরা।   বরিস্কার মা-বাবা জানান, ছোটবেলা থেকেই বরিস্কা মহাকাশ, গ্রহ উপগ্রহ নিয়ে একাধিক কথা বলতেন। অথচ এগুলোর কোনও কিছুই সেই বয়সে তিনি পড়েননি। এমনকী ভিনগ্রহের প্রাণী এবং সেখানকার সভ্যতা নিয়েও কথা বলতেন বরিস্কা। মাত্র ২ বছর বয়সেই অনায়াসে লেখাপড়া করতে পারতেন তিনি। তাতে অবাক হয়ে গিয়েছিলেন চিকিৎসকরাও।   সবচেয়ে অবাক করে দিয়ে বিজ্ঞানীদের বরিস্কা বলেছিলেন,  মঙ্গলগ্রহের প্রাণীরা সাধারণত সাত ফুট লম্বা হন। সেখানে এখনও প্রাণের অস্তিস্ত আছে। লালগ্রহের অভ্যন্তরে তাঁরা বাস করেন। কার্বনডাই অক্সাইডেই চলে শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া। পারমাণবিক বিপর্যয়ের কারণেই মঙ্গল গ্রহের উপরে আর প্রাণের অস্তিত্ব নেই। সেখানকার প্রাণীরা নাকি অমর এবং ৩৫ বছর হলেই তাদের বয়স থমকে যায়।   বরিস্কা আরও জানান, প্রযুক্তিগত দিক থেকে মানুষের তুলনায় অনেক বেশি আধুনিক। তারা এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্র...

একটি কুকুর দোকানে আসল.

Image
রাতের বেলা এক দোকানদার নিজের দোকান বন্ধই করতে যাচ্ছিল, এমন সময় একটি কুকুর দোকানে আসল..... গাধাটা....???" জীবনেরও এই একই সত্য....  মুখে একটা বাজার করার ব্যাগ ছিল, যার মধ্যে জিনিষের লিষ্ট আর টাকা ছিল....... দোকানদার টাকা নিয়ে জিনিষপত্র ব্যাগে ভরে দিল...... কুকুর ব্যাগ মুখে উঠিয়ে নিল আর চলে যাচ্ছিল...... দোকানদার আশ্চর্যান্বিত হয়ে কুকুরের পিছে পিছে গেল এটা দেখার জন্য যে, এতো সমঝদার কুকুরের মালিক কে...... কুকুর বাস স্টপে দাঁড়িয়েছিল, একটা বাস এলো আর কুকুর এতে চড়ে গেল..... কন্ডাক্টরের কাছে আসতেই কুকুর ঘাড় বাড়িয়ে দিল, তার গলার বেল্টে টাকা আর ঠিকানা লিখা ছিল..... কন্ডাক্টরও টাকা নিয়ে টিকিট কুকুরের গলার বেল্টে রেখে দিল..... নিজের স্টপ আসতেই কুকুর সামনের দরজার সামনে এগিয়ে এলো আর লেজ নাড়িয়ে কন্ডাক্টরকে ইশারা দিল আর বাস থামতেই নেমে চলতে আরম্ভ করল..... দোকানদারও পিছে পিছে চলছিল..... কুকুর ঘরের সামনে এসে নিজের পা দিয়ে দরজায় দুই তিনবার নক করল...... ভেতর থেকে তার মালিক এল আর লাঠি দিয়ে কুকুরের পিঠে কয়েক ঘাঁ বসিয়ে দিল...... দোকানদার আরো আশ্চর্যান্বিত হয়ে ঘরের মালিককে এর কারন জিজ্ঞেস করল.......