Posts

সু চিকে রক্ষা করে সঙ্কট সমাধানের চেষ্টা / মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা চাচ্ছে না ইউরোপ-আমেরিকা

Image
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মায়ের অপেক্ষায় ক্রন্দনরত এক শিশু। ছবি: এএফপি। রোহিঙ্গা সঙ্কট নিরসনে চাপ সৃষ্টির জন্য মিয়ানমারের ওপর এখনই অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপে যেতে চাইছে না ইউরোপ ও আমেরিকা। পশ্চিমা দেশগুলোর মতে, এর ফলে মিয়ানমারের গণতন্ত্রায়ন প্রক্রিয়াই হুমকির মুখে পড়তে পারে। কোনঠাসা হয়ে পড়তে পারেন দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি। তাই সু চিকে রক্ষা করে বিকল্প হিসেবে কূটনৈতিক প্রচেষ্টার দিকেই জোর দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির আজ নয়া দিগন্তের সাথে আলাপকালে বলেন, সমস্যার সমাধানের বেশ কয়েকটি পথ রয়েছে। যুক্তরাষ্ট্র বা ইইউ তাদের পথে সমস্যার সমাধান করতে পারলে আমাদের আপত্তি থাকার কোনো কারণ নেই। মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে এ সমস্যাটি সমাধানের সুযোগ অপেক্ষাকৃত বেশি। তিনি বলেন, বাংলাদেশে মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছে না। আমরা চাচ্ছি কফি আনান কমিশনের রিপোর্টের আলোকে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান, যাতে এই সঙ্কটের পুনরাবৃত্তি না হয়। পশ্চিমা দেশগুলোও রোহ...

২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন

Image
২০১৮ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী ছুটি মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে ৭ দিন পড়েছে শুক্র ও শনিবার। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। সাধারণ ছুটির মধ্যে ৪ দিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) পড়েছে। এ ছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ৮ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এ ছুটির মধ্যে তিনটি সপ্তাহিক ছুটির দিন পড়ে গেছে।’ আজকের সভায় পটুয়াখালীর পায়রাবন্দে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারের মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও চীনের প্রতিষ্ঠান চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (নোরিনকো) মতো যৌথ উদ্যোগে কোম্পানি গঠনের লক্ষে এ–সংক্রান্ত চুক্তি এবং সংবিধির খসড়া অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া আজকের সভায় ওয়েজ আর্নার বোর্ড-২০১৭–এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

কেনো ইহুদীরা এত বুদ্ধিমান হয়?

Image
ইসরাইলের কয়েকটি হাসপাতালে তিন বছর মধ্যবর্তীকালীন কাজ করার কারনেই বিষয়টি নিয়ে গবেষনা করার চিন্তা আমার মাথায় আসে। এতে অমত করার কোনই সুযোগ নেই যে, ইহুদীরা ইন্জিনিয়ারিং, সংগীত, জ্ঞ্যান বিজ্ঞান সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে এবং বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে। প্রসাধনী, খাদ্য, অস্ত্র, ফ্যাশন, ফিল্ম ইন্ডাষ্ট্রি ইত্যাদি সহ (হলিউড) পৃথিবীর প্রায় সত্তর ভাগের কাছাকাছি ব্যবসা প্রতিষ্ঠান এদের দখলে। দ্বিতীয় বছর আমি যখন ক্যালিফোর্নিয়া ফেরত যাচ্ছিলাম তখন এই চিন্তা আমার মাথায় আসে যে, স্রষ্টা কেনো তাদেরকে এই বিশেষ ক্ষমতা(বুদ্ধিমত্তা) দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা কি নিতান্তই কোনো কাকতালীয় ব্যাপার নাকি ব্যাপারটা মনুষ্যসৃষ্ট? ফ্যাক্টরি থেকে যেমন বিভিন্ন জিনিস বানানো যায় তেমন করে কি বুদ্ধিমান ইহুদী বানানো সম্ভব? সকল তথ্য উপাত্ত সঠিক ভাবে সংগ্রহ করে আমার গবেষনা শেষ করতে প্রায় আট বছর সময় লেগে যায়, যেমন তাদের খাদ্যাভাস, সংস্কৃতি, ধর্ম, গর্ভাবস্থার প্রস্তুতি ইত্যাদি এবং পরবর্তীতে এসব আমি অন্যান্য জাতির সাথে তুলনা করব। প্রথমেই শুরু করা যাক মহিলাদের গর্ভাবস্...

সুফী মোস্তাফিজুর রহমান ‘বিশ্ববিখ্যাত সিল্করুটের সঙ্গে উয়ারী-বটেশ্বর যুক্ত ছিল’

Image
প্রথম আলো:  নরসিংদীর উয়ারী-বটেশ্বরে খননকাজে আপনার আগ্রহ জন্মেছিল কী কারণে? কেন মনে হয়েছিল যে এখানে একটি প্রাচীন সভ্যতা থাকতে পারে? সুফী মোস্তাফিজুর রহমান:  ১৯৯৬ সালে মহাস্থানগড়ে আমি আমার পিএইচডির কাজ শুরু করি। পিএইচডি কাজের অংশ হিসেবেই মহাস্থানগড়ের ধাঁচের একটি অঞ্চল হিসেবে উয়ারী-বটেশ্বরে যাই। দিলীপকুমার চক্রবর্তীর বইটি আমার আগেই পড়া ছিল। উয়ারী-বটেশ্বর যে একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এলাকা, তা প্রথম ১৯৩০-এর দশকেই স্থানীয় স্কুলশিক্ষক হানিফ পাঠান বলেছিলেন। তাঁর ছেলে স্কুলশিক্ষক হাবিবুল্লা পাঠানও এ কথা বহুদিন ধরেই বলছিলেন। সমস্যা হলো, তথাকথিত উচ্চশিক্ষিত সমাজে স্কুলশিক্ষকদের আমরা খুব বেশি গুরুত্ব দিই না। আমার পিএইচডি শেষ হওয়ার পর ২০০০ সাল থেকে আমি উয়ারী-বটেশ্বরে খননকাজ শুরু করি। এর আগেও জাতীয় জাদুঘরের একাধিক কর্মকর্তা সেখানে গেছেন, কিন্তু আধুনিক ও প্রত্নতাত্ত্বিক পন্থায় সেখানে খননকাজ হয়নি। স্থানীয় কৃষকেরা জমি চাষ করতে গিয়ে বা বৃষ্টির সময় মাটি সরে গেলে বিভিন্ন সময় মুদ্রা বা পুঁতি পাওয়া গেছে। প্র আ:  তরুণ প্রত্নতাত্ত্বিক হিসেবে খননকাজে কোনো বাধা পাননি? আমাদের দেশে প্র...

আবাসিক সুবিধায় ১১ মডেল বিদ্যালয় হবে পার্বত্য অঞ্চলে

Image
পার্বত্যনিউজ ডেস্ক: পার্বত্য তিন জেলার দুর্গম এলাকায় ১১টি আবাসিক মডেল হাইস্কুল নির্মাণ করবে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে ‘তিন পার্বত্য জেলায় নতুন আবাসিক বিদ্যালয় স্থাপন ও বিদ্যমান বিদ্যালয়ে আবাসিক ভবন নির্মাণ’ নামে একটি প্রকল্প তৈরি করছে। সরকারি অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৯৪ কোটি ২৬ লাখ টাকা। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে এসব স্কুল নির্মাণ করতে মন্ত্রণালয় একাধিকবার সভা করেছে। গত বছরের ৮ আগস্ট প্রকল্প যাচাই কমিটির সভার সিন্ধান্ত অনুযায়ী, স্কুল স্থাপনের স্থান পরিদর্শন করতে একাধিকবার সভা করা হয়েছে। সভায় তিন জেলার ১০টি স্থানের সুপারিশ করা হয়।  স্থানগুলো হচ্ছে- বান্দরবান সদর উপজেলার হ্লাপাইমুখ, আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়ন, রুমা উপজেলার রেমাক্রী পাংসা, রোয়াংছড়ি উপজেলার বেতছড়া (তারছা)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন, বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন। খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া, লক্ষীছড়ি উপজেলার হাজাছড়ি মাস্টারপাড়া, মাটিরাঙা উপজেলার ধলিয়া। এছাড়া পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্...

স্বামীর সঙ্গে মরুভূমিতে মাহি জাগো বাংলা রিপোর্ট

Image
ঢাকা অ্যাটাক’ বাংলাদেশের পরেই মুক্তি পেয়েছে দুবাইয়ের বেশ কিছু পেক্ষাগৃহে। ফলে প্রচারণা চালাতে ছবিটির পুরো ইউনিট এখন দুবাইয়ে রয়েছে। অন্যদিকে ছবিটির অভিনেতা-অভিনেত্রী ও কুলাকুশলীদের সংবর্ধনাও দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। শনিবার স্থানীয় সময় রাতে দুবাইয়ের মভেনপিক হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে ছবিটির পরিচালক দীপংকর দীপন, কাহিনীকার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সানি সানোয়ার, নায়ক আরেফিন শুভ ও নায়িকা মাহিয়া মাহি উপস্থিত ছিলেন। এরপর থেকেই বেশ ফুরফুরা মেজাজে রয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রচারণার কাজ শেষ করে তিনি ঘুরে বেড়াচ্ছেন মরুর দেশটির মনোরম সব লোকেশনে। আজ সোমবার নিজের ফেসবুক ওয়ালে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সেখানে স্বামীর সঙ্গে সতেজ দেখা গেল মাহিকে। অবশ্য তাদের সঙ্গী হয়ে ছিলেন ‌‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপঙ্কর দীপনসহ আরও অনেকেই। মরুভূমির বুকে এক বৃক্ষ পেয়ে তাতে চড়ে বসেছেন মাহি। ক্যামেরায় পোজ দিয়েছেন হাসিমুখে। কিছু ছবিতে মাহির স্বামী অপুকে দেখা গেল সালমান শাহ স্টাইলে মাথায় কাপড় বাঁধা। বোঝা গেল, ব্যস্ত জীবনের ফাঁক গলে হঠাৎ ...

পুলিশের কাছে পুজেমনের আত্মসমর্পণ/ জাগো বাংলা ডেস্ক

Image
কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত নেতা কার্লেস পুদেমন এবং তার চারজন সাবেক উপদেষ্টা বেলজিয়ামের পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালের মধ্যে একজন তদন্তকারী বিচারক সিদ্ধান্ত নেবেন যে স্পেনের একজন বিচারকের জারি করা ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা তিনি কার্যকর করবেন কিনা। বিচারক তাদের গ্রেফতার করার সিদ্ধান্ত নিলে বেলজিয়ামকে ৬০ দিনের মধ্যে তাদের স্পেনে পাঠিয়ে দিতে হবে। শুক্রবার ওই পরোয়ানা জারি করা হয়েছিল। অবশ্য আদালত মানবাধিকারের কারণ দেখিয়ে এ পরোয়ানা প্রত্যাখ্যানও করতে পারে। কাতালোনিয়ায় স্বাধীনতার ওপর গণভোটের পর মাদ্রিদ সেখানে প্রত্যক্ষ শাসন জারি করলে পুজেমন বেলজিয়ামে পালিয়ে যান। ওই গণভোটকে স্পেনের আদালত অসাংবিধানিক বলে ঘোষণা করে। তিনি বলেছিলেন, তিনি সুষ্ঠু বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত স্পেনে ফিরবেন না। তিনি এবং তার চারজন সহযোগীর বিরুদ্ধে বিদ্রোহ, দেশদ্রোহিতা, সরকার তহবিলের অপব্যবহার, আইন অমান্য, এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পুজেমনের সহযোগীরাও এখন পুলিশের হেফাজতে রয়েছেন। এরা হলেন সাবেক কৃষিমন্ত্রী মেরিটশেল সেরেট, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ্যান্টনি কোমিন, ...