সুষমা স্বরাজের কাছে খালেদার নালিশ মেজর জেনারেল এ কে মোহাম্মাদ আলী শিকদার পিএসসি (অব.)
ভারতকেন্দ্রিক ইস্যু বাংলাদেশের রাজনীতির বড় উপাদান হিসেবে আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। এর ভৌগোলিক, ঐতিহাসিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং নৃতাত্ত্বিকগত কারণ রয়েছে। অন্যদিকে তেমন কোনো গুরুত্ব বহন না করলেও পাকিস্তান ফ্যাক্টরের প্রভাব থেকে বাংলাদেশের রাজনীতি এখনো মুক্ত নয়। পাকিস্তান একটি ধর্মীয় আদর্শ ভিত্তিক সমরতন্ত্রে বিশ্বাসী রাষ্ট্র, যার থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা ২৩ বছর সংগ্রাম এবং একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ১৯৭৫ সালের রক্তাক্ত ঘটনার মধ্যদিয়ে ক্ষমতায় আসা পরপর দুজন সামরিক শাসক দীর্ঘ ১৫ বছর ধরে পাকিস্তানতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেছেন, যার ধারাবাহিকতা আমাদের রাজনীতিতে এখনো অব্যাহত থাকায় পাকিস্তান এখনো বাংলাদেশের রাজনীতিতে ফ্যাক্টর হয়ে আছে। তাছাড়া একাত্তরে পাকিস্তান যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার ক্ষতিপূরণ এখনো দেয়নি, ২৩ বছর একীভূত রাষ্ট্রের গচ্ছিত সম্পদের ভাগ দেয়নি, অঙ্গীকার করা সত্ত্বেও পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার করেনি, সংঘটিত অপরাধের জন্য ক্ষমাও চায়নি। বরং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এদেশীয় যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে ঔদ্ধত্য ও শিষ্টাচার...