Posts

শনির বুকে ঝাঁপ

Image
শনির উত্তর গোলার্ধে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি মহাকাশযান ক্যাসিনি। ছবি: নাসা শনির বায়ুমণ্ডলে ঝাঁপ দিয়ে গ্রহাণুর মতো টুকরো হয়ে হারিয়ে গেল মহাকাশযান ক্যাসিনি। আজ শুক্রবার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পৃথিবীতে পাঠিয়ে গেছে এটি। ক্যাসিনি মহাকাশযান ১৯৯৭ সালের ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানেভেরাল থেকে উড়ে গিয়েছিল। ২০০৪ সালে এটি শনি গ্রহের কক্ষপথে প্রবেশ করে। এরপর সফলভাবে ১৩ বছর শনি ও এর প্রাকৃতিক উপগ্রহ তথা চাঁদগুলোকে পর্যবেক্ষণ করেছে ক্যাসিনি। বিবিসি অনলাইনের এক খবরে জানানো হয়, শনি গ্রহে মহাকাশ অভিযানের দুর্দান্ত পরিসমাপ্তি ঘটেছে মহাকাশযান ক্যাসিনির। একে গ্রহের বায়ুমণ্ডলে ঝাঁপ দেওয়ার ও স্বয়ংক্রিয় ধ্বংস হওয়ার নির্দেশ (কমান্ড) দেন এর নিয়ন্ত্রকেরা। ভেঙে পড়ার আগে এটি প্রায় এক মিনিট পর্যন্ত টিকে ছিল। ক্যাসিনির জ্বালানি শেষ হওয়াতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা একে নিয়ন্ত্রণহীনভাবে শনি ও এর চাঁদের মধ্য ছাড়তে রাজি ছিলেন না। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্যাসাডেনাতে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষকেরা ক্যাসিনির মিশন শেষ করার এ কমান্...

পরিবার ছাড়াই বাংলাদেশে এসেছে ১১০০ রোহিঙ্গা শিশু/ প্রিয় সংবাদ/শিরিন

Image
পরিবার ছাড়া পালিয়ে আসা রোহিঙ্গা শিশু। ছবি: সংগৃহীত ইতি আফরোজ সহ-সম্পাদক, নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ সেপ্টেম্বর ২০১৭, সময় - ১০:১৩ (প্রিয়.কম)  মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর  গণহত্যা আর ভয়ংকর নির্যাতনের  হাত থেকে বাঁচতে ১১শ’র বেশি রোহিঙ্গা শিশু পরিবার ছাড়া অচেনাদের সঙ্গে পালিয়ে বাংলাদেশে এসেছে।  জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী বার্তা সংস্থা এএফপি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  পরিবার ছাড়া পালিয়ে আসা এ সব শিশুর বেশির ভাগেরই বাবা-মাকে হত্যা করা হয়েছে। আবার অনেকে পালানোর সময় তাদের স্বজনকে হারিয়ে ফেলেছে। পরে অপরিচিত লোকজনকে অনুসরণ করে বাংলাদেশে এসেছে।   রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা শিশুরা। ছবি:ফোকাস বাংলা  মোহাম্মদ রমিজ নামের ১২ বছর বয়সী রোহিঙ্গা শিশু জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে যে গ্রামে তারা বাস করত তা আক্রান্ত হলে, সে অচেনা একদল মানুষের সঙ্গে পালিয়ে বাংলাদেশে আসে। তার বাবা-মা কোথায় সে তা জানে না।  রমিজ বলে, ‘আমি গাছের পাতা এবং পানি খেয়ে বেঁচে ছিলাম।’ এসব ...