ষোড়শ সংশোধনী বাতিল রায়ের রিভিউ আবেদনের নির্দেশনা আসেনি: অ্যাটর্নি জেনারেল ইত্তেফাক রিপোর্ট
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল করে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের দেওয়া রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদনের বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেয়নি সরকার। ওই রায়ের পূর্ণাঙ্গ কপিও এখনো আদালতের কাছে পৌঁছেনি। গতকাল রবিবার রাজধানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। চীনে ১১ দিনের ব্যক্তিগত সফর শেষে গত ৮ সেপ্টেম্বর দেশে ফিরেন তিনি। গত ৩ জুলাই উচ্চ আদালতের বিচারকদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ও অবৈধ বলে রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায় ঘোষণা করেন তারা। উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়েছিল। ইত্তেফাক/আনিসুর Share 1