Posts

বিএনপির সংবাদ সম্মেলনে রিজভী 'পছন্দের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের পাঁয়তারা চলছে'

Image
নানা অজুহাত সৃষ্টি করে প্রধান বিচারপতিকে সরিয়ে বা ছুটিতে গেলে সরকারের পছন্দের একজনকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করছে বিএনপি। আজ রবিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, "সংবিধানের ৯৭ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধান বিচারপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রধান বিচারপতি তার দায়িত্বপালনে অসমর্থ বলে রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হলে ক্ষেত্রমত অন্য কোনো ব্যক্তি ওই পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি তার দায়িত্ব পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের অন্যান্য বিচারকের মধ্যে যিনি কাজের অভিজ্ঞতায় প্রবীণতম, তিনি ওই দায়িত্ব পালন করবেন। " তিনি বলেন, "সংবিধানের ৯৭ অনুচ্ছেদের ‘অপপ্রয়োগ’ এবং সংসদে বিল এনে এই অনুচ্ছেদ সংশোধনের যে কোনও 'অপচেষ্টা' সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। " বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, "নির্বাহী বিভাগ ও আওয়ামী লীগের নেতারা ক্ষুব্ধ বিচার বিভাগের ওপর। এ...

ভারতের প্রথম পূর্ণ নারী প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামণ

Image
কাগজ অনলাইন ডেস্ক:  ভারতের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন নির্মলা সীতারামণ। এর আগে গুরুত্বপুর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি এই মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। সেই হিসেবে হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম পূর্ণ নারী মন্ত্রী হয়েছেন নির্মলা। রবিবার নরেন্দ্র মোদীর সরকার তৃতীয়বারের মতো ১৩ জন মন্ত্রী পালাবদল হয়েছে। মনোহর পারিকার গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন অরুণ জেটলি। পারিকার মন্ত্রণালয় ছাড়ার পরে সামরিক বাহিনীর সংস্কারসহ বেশ কিছু কাজ অসম্পুর্ণ রেখে চলে যান যার ফলে বেশ অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। ভারতের উত্তর ও পশ্চিম ফ্রন্টে সতর্কাবস্থায় রয়েছে। - বিজ্ঞাপন - সীতারামণ এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা বিস্ময়ের সৃষ্টি করেছে, এই পদের জন্য নিতীন গাদকারির নাম শোনা যাচ্ছিল। অনেকে মনে করছিল ডোকলাম সংকটের সফল সমাপ্তির কারণে অরুণ জেটলির কথাও ভাবছিল। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে নির্মলা বলেন, একটি ছোট শহর থেকে আসা এবং দলীয় নেতৃত্বের সমর্থনে বেড়ে ওঠা...

কাদের সিদ্দিকী গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে

Image
কাগজ অনলাইন প্রতিবেদক:  কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম গুরুতর অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য রবিবার বিকেলে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়েছে। জানা গেছে, কাদের সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হবে। পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সাভার এলাকায় পৌছানোর পর তার জ্বর আসে। এক পর্যায়ে তিনি বারইপাড়ায় তার এক রাজনৈতিক কর্মীর বাড়িতে ওঠেন। তিনি শুক্রবার টাঙ্গাইল এসে নিজ বাসভবনে প্রাথমিক চিকিৎসা নেন। এরপরও অবস্থার অবনতি হলে ঈদের দিন সন্ধ্যায় তার দেহের তাপমাত্রা আরো বেড়ে যাওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। - বিজ্ঞাপন - টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও সাইদুর রহমান বলেন, শনিবার তিনি হাসপতালে ভর্তি হয়ে ছিলেন। পরীক্ষার পর জানা যাবে, তার চিকিৎসা চলছে এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক পুতুল রায় বলেন, শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাস...

ড্রামে উদ্ধার নারীর মরদেহটি নরসিংদীর স্কুল শিক্ষিকার

Image
গাজীপুরে ড্রাম থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহটি  নরসিংদী জেলার পূর্ব ব্রাহ্মনদি এলাকার  আব্দুর রহিমের মেয়ে এবং আনসার উল্লাহর স্ত্রী নার্গিস বেগমের (৫৪)। আনসার উল্লাহ সাবেক এনএসআইর (জাতীয় তদন্ত নিরাপত্তা বিভাগ)  কর্মকর্তা। নার্গিস তার দ্বিতীয় স্ত্রী।  নিহত নার্গিস নরসিংদীর ঘোরাদিয়া সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন। সেখানে থেকেই তিনি চাকুরি করেন। ছুটির দিনে বা কোন প্রয়োজনে ঢাকার বাসায় থাকেন নার্গিস।   নিহত নার্গিসের ভাই মো. সাইদুর রহিম জূয়েল জানান, আনসার উল্লাহ সাবেক এনএসআইর কর্মকর্তা। তিনি ঢাকার ১৭০নম্বর তেজকুনীপাড়াস্থ বাসায় প্রথম স্ত্রী ও উভয় পক্ষের সন্তানদের নিয়ে বসবাস করেন। তিনি সম্প্রতি প্রথম স্ত্রী নিয়ে মক্কায় হজ্বব্রত পালন করছেন। আগের ঘরে দুই মেয়ে রয়েছে। নার্গিসের ঘরে তিন ছেলে-মেয়ের মধ্যে বড় ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছোট ছেলে কুয়েটর তৃতীয় বর্ষের ছাত্র। সবার বড় মেয়েও ঢাকায় বসবাস করেন। জয়দেবপুর থানার এসআই মন্তোষ চন্দ্র দাস বলেন, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তেজকুনীপাড়ার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন নার্গিস । শনিবার ঈদের দিন দুপুরে ...

মিয়ানমার সফরে মোদি রোহিঙ্গা ইস্যুতে কী অবস্থান নেবে ভারত?

Image
মিয়ানমারে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর যখন বিপুল সংখ্যায় রোহিঙ্গারা সেদেশ থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসছেন, সেই সময়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  রাষ্ট্রীয় সফরে মিয়ানমার যাচ্ছেন। মঙ্গলবার থেকে শুরু হতে চলা ওই সফরে রাখাইন প্রদেশের সহিংসতা ও রোহিঙ্গা শরণার্থীদের বিষয়েও আলোচনা হবে ভারত আর মিয়ানমারের মধ্যে। তবে ভারত বলছে, নিরাপত্তা ও মানবিকতার ইস্যুগুলি তোলার সঙ্গেই তারা রাখাইন অঞ্চলে সামাজিক উন্নয়নের ওপরেও জোর দিচ্ছে। ভারতে চলে আসা রোহিঙ্গা শরণার্থীরা বলছেন, এরকম সহিংসতা বন্ধে নরেন্দ্র মোদি জোরালোভাবে মিয়ানমারের সংখ্যালঘুদের সমর্থনে এগিয়ে আসুন এটাই তারা চান। রাখাইনের সহিংসতা স্বাভাবিক ভাবেই আন্তর্জাতিক মহলেরও নজরে পড়েছে, তাই প্রতিবেশী দেশ হিসাবে এবং মিয়ানমারের বন্ধু রাষ্ট্র হওয়ার কারণে এ বিষয়ে ভারতের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সবাই। এক সংবাদ সম্মেলনে মিয়ানমার ও বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন বলেন, ‘সম্প্রতি যে সহিসংতা চলছে, তখনই আমাদের তরফে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয...

আরাকান বিদ্রোহীদের ধরতে ‘রোহিঙ্গাদের’ সহযোগিতা চায় সেনাবাহিনী

Image
বিচ্ছন্নতাবাদী সংগঠন মিয়ানমার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্যদের ধরিয়ে দিতে স্থানীয় মুসলিম রোহিঙ্গাদের সহযোগিতা চায় মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র নিউ লাইট অব মিয়ানমার এর বরাত দিয়ে রয়টার্স এ সংবাদ দিয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর চেক পোস্টে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলার প্রেক্ষিতে রাখাইন রাজ্যে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এ পর্যন্ত সেই অভিযানে কয়েক’শ নিরস্ত্র জনগণের হত্যার অভিযোগ ওঠেছে। আর গত ৮ দিনে অভিযান চলাকালে ৬০ হাজারের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করেছে। নাফ নদীতে নৌকাডুবিতেও বহু রোহিঙ্গা মারা গেছেন। এ অবস্থায় বিদ্রোহীদের ধরিয়ে দিতে স্থানীয় মুসলিম জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়ে মংডু শহরে মাইকিং করা হয় বলে রাষ্ট্র নিয়ন্ত্রিত এই পত্রিকাটি জানায়।প্রতিবেদনে আরও বলা হয়,  বিদ্রোহীদের দমনে গ্রামে নিরাপত্তা বাহিনী প্রবেশ করলে স্থানীয়দের উস্কানিমূলক আচরণ বা অস্ত্র প্রদর্শন থেকে বিরত থাকতে বলা হয়েছে। রাখাইনের উত্তরাঞ্চলে মুঙ্গনিতে গ্রামবাসী দুজন এআরএসএ সদস্যকে ধরে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়ার তথ্যও ওই প্রতিবেদনে উল্লেখ করা হ...

২ ও ৫ টাকার নোট কমাতে পদক্ষেপ

Image
দুই ও পাঁচ টাকার কাগজের নোট বাজারে কম ছাড়তে চাইছে বাংলাদেশ ব্যাংক। ভল্টে প্রচুর ধাতব মুদ্রা জমে যাওয়ায় কাগজের নোট কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক নিন্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কোনো ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ২ ও ৫ টাকার কাগজের নোট নিতে চাইলে আগে ৮০ ভাগ ধাতব মুদ্রা (কয়েন) নিতে হবে। এরপর বাকি ২০ ভাগ নেওয়া যাবে কাগজের নোট। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা  বলেন,“মূলত বাজার থেকে দুই ও পাঁচ টাকার কাগজের নোট কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। “কাগজের মুদ্রা বাজারে থাকলেও বেশির ভাগ ধাতব মুদ্রার সার্কুলেশন (বাজারে) না থেকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে পড়ে রয়েছে। ভল্টে বিপুল পরিমাণ কয়েন জমা হওয়ায় স্থান সংকুলান হচ্ছে না।” এ কারণে কাগজের মুদ্রার তুলনায় ধাতব মুদ্রা বেশি নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নিন্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলোর বিরুদ্ধে ধাতব মুদ্রা না নেওয়ার যে অভিযোগ আছে, সেটাও দূর হবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।