Posts

২৪ ঘণ্টার মধ্যে অবৈধ পশুর হাট ভেঙ্গে দেওয়ার নির্দেশ

Image
২৪ ঘণ্টার মধ্যে অবৈধ পশুর হাট ভেঙ্গে দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।   আজ রোববার ঢাকা জেলার দোহার থানা অডিটোরিয়ামে ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতাকালে তিনি এই নির্দেশ দেন।   দোহারে অবৈধ পশুর হাট বসানো হচ্ছে সভায় এমন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার স্থানীয় পুলিশ প্রশাসনকে অবৈধ পশুর হাট দ্রুত অপসারণে পরবর্তী পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন।   অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা প্রমুখ।   অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, সুশীল সমাজ ও হাট ইজারাদাররা উপস্থিত ছিলেন।   পুলিশ সুপার বলেন, পশুর হাটগুলোতে সরকার নির্ধারিত হাসিলের অতিরিক্ত নেওয়া যাবে না এবং নির্ধারিত বুথে হাসিলের পরিমান উল্লেখ করে চার্ট টানিয়ে দিতে হবে, যাতে ক্রেতারা প্রতারিত না হন।   তিনি বলেন, ক্রেতাদের নিরাপত্তায় পুলিশের পাশাপা...

মিয়ানমার প্রতিশোধ পরায়ণ হলে উত্তেজনা বাড়বে

Image
ইনকিলাব ডেস্ক : শুক্রবার মিয়ানমারের রাখাইনে সহিংসতায় কমপক্ষে ৮৯ জন নিহত হওয়ার পর প্রতিশোধ পরায়ণ না হতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট বলেছেন, যেহেতু নিরাপত্তা রক্ষাকারীরা আরো সহিংসতা প্রতিরোধে ও অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে পদক্ষেপ নিয়েছে, সেহেতু তাদেরকে আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে। মিয়ানমারে ৩০টি নিরাপত্তা চৌকিতে জাতিগত রোহিঙ্গা উগ্রপন্থিরা হামলা চালায় গত শুক্রবার। এ ঘটনায় নিহত হন কমপক্ষে ৮৯ জন। এর মধ্যে রোহিঙ্গা মুসলিম ৭৭ জন। নিরাপত্তা রক্ষী ১২ জন। যুক্তরাষ্ট্র বলছে, মিয়ানমার কর্তৃপক্ষ যদি এ ঘটনার প্রতিশোধ নেয় তাহলে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ওদিকে মিয়ানমারের নেত্রী অং সান সুচির অফিস থেকে গত শুক্রবার বলা হয়েছে, ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনার মাধ্যমে হামলার জবাব দিচ্ছে সেনাবাহিনী ও সীমান্ত রক্ষীরা। তবে ক্লিয়ারেন্স অপারেশন বলতে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার নয়। এর আগে গত বছর অক্টোবরের ঘটনায় রোহিঙ্গা মুসলিমদের ওপর অকথ্...

ফুলে ফুলে ঢেকে গেল জাতীয় কবি নজরুলের মাজার

Image
তিনি বিদ্রোহী, তিনিই গানের পাখি বুলবুল—জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আজ রোববার অগণিত অনুরাগী শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ফুলে ঢেকে দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির মাজার। আজ ১২ ভাদ্র বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের এই দিনে তিনি ঢাকায় তদানীন্তন পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষনিশ্বাস ত্যাগ করেন। রোববার দিনের শুরুতেই কবির মাজারে কবি পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাতটায় কবি পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবির নাতনি খিলখিল কাজী, তাঁর ভাই বাবুল কাজীর স্ত্রী লুনা কাজী ও তাঁর মেয়ে আবাছা কাজী। পরে তাঁরা কবির আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন। সংবাদমাধ্যমের সঙ্গে খিলখিল কাজী বলেন, ‘সর্বস্তরের মানুষের কাছে কাজী নজরুলকে পৌঁছে দিতে পারিনি আমরা। এই পৌঁছে দিতে না পারার জন্য আমরাই দায়ী। কারণ, আমরা কবিকে নিয়ে সেভাবে চর্চা করছি না। কাজী নজরুল ছিলেন সবার কবি, মানুষের কবি। গ্রাম থেকে শহরে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুল পড়াতে হবে, তার জীবনদর্শন জা...

হাটহাজারী কলেজে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত সেমিনার

Image
গতকাল বাদ যোহর হতে হাটহাজারী কলেজে এশায়াত সেমিনারে বক্তারা বলেছেন, মানবতা ও ধর্মীয় মূল্যবোধের অভাবে বর্তমান সমাজে অপরাধপ্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মুসলমানেরা বিশ্ব সমাজে আজ চরমভাবে লাঞ্ছিত হচ্ছে। এক্ষেত্রে কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা মানবতা দর্শন এ সংকট উত্তরণের পথ দেখাবে। এ মনীষীর জীবন ও দর্শনে রয়েছে মানবিক ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত হয়ে আলোকিত মানুষ হওয়ার দিক-নির্দেশনা। এ এশায়াত সেমিনারের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৪৬নং হাটহাজারী কলেজ শাখা। হাটহাজারী কলেজে এর অধ্যক্ষ মীর কফিল উদ্দিন সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর। সভাপতির বক্তব্যে মীর কফিল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের উন্নত নৈতিকতা ও মানবতাবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এ ধরনের সচেতনামূলক সেমিনারের আয়োজন বিরাট ভূমিকা পালন করবে। সেমিনারে হাটহাজারী কলেজে শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন নাজিরহাট বিশ^বিদ্...

তত্ত্বাবধায়ক পুনর্বহালে হাত দিলে হাত পুড়ে যাবে - তোফায়েল

Image
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে কেউ যদি হাত দেন, তাহলে তার হাত পুড়ে যাবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার সচিবালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে ইঙ্গিত করে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কবর রচনা হয়ে গেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা থাকতে সুপ্রিমকোর্ট তো নয়ই, আর অন্য কোনো মাধ্যম থেকেও এ ব্যবস্থা পুনর্বহালের কোনো সুযোগ নেই। এ সময় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, রায়ের পর্যবেক্ষণের বিষয়ে সরকার ডিফেন্সিভও নয়, নমনীয়ও নয়। প্রধান বিচারপতিকে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফের ধন্যবাদ বিষয়ে জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘সরকার নমনীয় নয়। তবে প্রধান বিচারপতি বাস্তবতা বুঝতে পেরেছেন। এ জন্য তিনি মিসকোট (ভুল ব্যাখ্যা) না করতে বলেছেন। এ কারণে মাহবুব-উল-আলম হানিফ তাকে ধন্যবাদ দিয়েছেন। এর অর্থ এই নয় যে আমরা নমনীয়। আমরা এখন ক্ষমতায় আছি। আওয়ামী লীগ দেশের অনেক পুরনো একটি রাজনৈতিক দল। আমাদের দলটি পোড়খাওয়া দল।’ ...

সাকিবের রেকর্ড: প্রথম দিনেই ১৩ উইকেট!

Image
শেষ বিকেলে মিরপুরের উইকেটে যে আরো বড় জিজু অপেক্ষা করছে তা টের পাওয়া গিয়েছিল দ্বিতীয় সেশনে ম্যাক্সওয়েলের বলে তামিমের ওই উইকেটের পর। পিচে পড়ে ফনার মত উঁচু হয়ে আসা বলে ব্যাট লাগাতে বাধ্য হন তামিম। অনুমিতভাবেই শেষ বিকেলটা তাই হয়ে থাকল স্পিনারদের। মিরপুর টেস্টের প্রথম দিনে উইকেট পড়েছে মোট ১৩টা, এর মধ্যে স্পিনাররাই নিয়েছেন ৯টি। শুরুতে অবশ্য ২ ওভারের এক আগুনঝরা গতির তাণ্ডব দেখান প্যাট কমিন্স। যার বোলিং তোপে ১০ রানে দাঁড়িয়েই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর টাইগার দলের ভারসা হয়ে হাল ধরেন নেই সাকিব আর তামিম। চতুর্থ উইকেটে দু’জুনের ১৫৫ রানের জুটির উপর ভার করে প্রথম ইনিংসে ২৬০ রান করে বাংলাদেশ। জবাবে ১৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়াও। অবস্থাকুলে মনে হচ্ছে তিন দিতনেই না ম্যাচের ফল বেরিয়ে আসে। প্রথমে ব্যাট হাতে টাইগার ভক্তদের আশাহত করলেন সৌম্য-সাব্বিররা। কোচ হাথুরুসিংহের সবচেয়ে বড় আস্থাভাজন হয়ে দলে থাকা সৌম্য সরকারই ধ্বসের রাস্তাটা দেখিয়ে দিয়ে যান। অথচ টেস্টে তামিমের পরীক্ষিত উদ্বোধনসঙ্গী ইমরুলকে নামানো হয়েছে ওয়ানডাউনে। যা হওয়ার হয়েছেও তাই। শুরু থেকেই অস্বস্তি নিয়ে ব্যাট কর...

কর্মীদের হ্যাকার হতে উৎসাহ দেন জাকারবার্গ

Image
শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)মার্ক জাকারবার্গ। ফেসবুকের নেতৃত্ব দেয়ার জন্য তিনি এখনো বিভিন্ন মানুষের কাছ থেকে শিখছেন বলে জানিয়েছেন। কিন্তু  জাকারবার্গের পছন্দের শীর্ষে রয়েছে এ দুইটি পেশার লোক হ্যাকার ও প্রকৌশলী। তিনি তার কর্মীদের সব সময় শেখার প্রতি গুরুত্বারোপ করেছেন। এছাড়া ফেসবুক কর্মীদের হ্যাকারদের মতো হওয়ার উৎসাহ দিয়ে থাকেন তিনি। জাকারবার্গ লিঙ্কডইনের প্রতিষ্ঠাতা রেইড হফম্যানকে এক সাক্ষাত্কারে বলেন, একজন প্রকৌশলী থেকে একটি সংগঠন পরিচালনা করতে পারা সত্যিই একটি মজার পরিবর্তন। একজন প্রকৌশলী হওয়ার একটি বড় সুবিধা হলো আপনার ইচ্ছামতো আপনি যেকোনো বিষয় তৈরি করতে পারবেন। অনেক পেশার মধ্যে এ পেশাটি এমন একটি পেশা যেখানে আপনি সাময়িকভাবে থামতে পারবেন এবং কোনো কিছু সংকলনভুক্ত করতে পারবেন। সব শেষে আপনি এ কাজের ফলাফল পাবেন। এ বিষয়ে আপনাকে উদ্যোক্তা হতে হবে এবং এটি করতে আপনাকে হ্যাকার হতে হবে। ফেসবুক নিয়ে জাকারবার্গের স্বপ্ন অনেক। তার সেসব স্বপ্ন পূরণে যোগ্য লোকের প্রয়োজন। সামাজিক মাধ্যম জায়ান্টির সিইও হিসেবে তিনি যোগ্য লোক খোঁজার বিষয়টিও শিখেছেন...