Posts

Image
উত্তর-দক্ষিণে দুপুরের পর স্বাভাবিক হবে ট্রেন প্রকাশিত : ২১ আগস্ট ২০১৭, ১১:১১ এ. এম.  Print     New     0     0   Google + 0     0 অনলাইন ডেস্ক ॥ টাঙ্গাইলের পৌলী নদীর ওপর রেলসেতুর ধসে যাওয়া অংশের মেরামতকাজ চলেছে। আজ সোমবার দুপুর ২টা নাগাদ ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণকাজ শেষ হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, ধসে যাওয়া নিচের অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বালুর বস্তা ও গ্র্যান্ডিংয়ের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে দুপুরের মধ্যেই মেরামত সম্পন্ন হয়ে যাবে। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে প্রথমে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনটি রেলসেতুর ওপর দিয়ে চলবে। আর এর মধ্য দিয়েই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান প্রকৌশলী। এর আগে গতকাল রবিবার সকাল ৬টার দিকে পৌলী সেতুর অ্যাপ্রোচ ধসে যায়। প্রায় ৩০ ফুট ধসে যাওয়া অংশের মেরামত শুরু হয় দুপুর ১২টা থেকে। মেরামতকাজে রেলওয়ের পাকশী ও জয়দেবপুরের প্রকৌশলীরা দায়িত্ব পালন করছেন। ...
Image
সেদিনই ছিল শেষ টার্গেট আগস্ট ২১, ২০১৭ ফেসবুকে শেয়ার করো   টুইটারে টুইট     কাগজ অনলাইন প্রতিবেদক: ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, একই বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল। স্বাধীনতাবিরোধী শক্তির সেদিনই শেষ টার্গেট ছিল- এমন অভিমত ব্যক্ত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্তমান সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ওইদিনের দুঃসহ স্মৃতি বর্ণনা করেন। তৎকালীন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন আমির হোসেন আমু। তিনি বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্টের ধারাবাহিকতায় ২১ আগস্ট ওই হামলার চক্রান্ত। বঙ্গবন্ধুকে যে উদ্দেশ্যে হত্যা করা হয়েছিল, সেই একই উদ্দেশ্যে শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করা হয়। আমরা যখন আবারও বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে একাত্তরের বিজয়ের লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে ধাবিত হচ্ছি ঠিক সেই মুহূর্তে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে হত্যা করতে এবং আওয়ামী লীগ নেতৃত্বকে ধ্বংস করতে ২১ আগস্ট সংঘটিত করেছিল। - ...
Image
রক্তাক্ত ২১ আগস্ট , ভয়াবহ হামলার ১৩ বছর আগস্ট ২১, ২০১৭ ফেসবুকে শেয়ার করো   টুইটারে টুইট     কাগজ অনলাইন প্রতিবেদক: আজ ২১ আগস্ট। ঠিক ১৩ বছর আগের এইদিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে মুহুর্মুহু গ্রেনেড বিস্ফোরণে শহীদ হন ২৪ জন নেতা-কর্মী। এতে প্রধান অতিথি হিসেবে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনা উপস্থিত থাকলেও অলৌকিভাবে বেঁচে যান তিনি। আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের চারদিকে হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতি ছিল। নেতা-কর্মীদের উপস্থিতিতে ধীরে ধীরে মহাসমাবেশে রূপ নেয়। সমাবেশ শেষে সন্ত্রাসবিরোধী মিছিল নিয়ে ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধুর বাসভবনের সামনে যাওয়ার কথা নির্ধারিত ছিল। তাই মঞ্চ নির্মাণ না করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ করা হয়। বুলেটপ্রুপ মার্সিডিজ বেঞ্জ চেপে বিকেলে ৫টার একটু আগে সমাবেশস্থলে আসেন শেখ হাসিনা। সমাবেশে অন্য নেতাদের বক্তব্যের পর শেখ হাসিনা বক্তব্য দিতে শুরু করেন। - বিজ্ঞাপন - সময় তখন ৫টা ২২মিনিট। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে বক্...
Image
দশ জঙ্গিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের রায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা কোর্ট রিপোর্টার ২১ আগষ্ট, ২০১৭ ইং ০৯:৫২ মিঃ   প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা দুই মামলার একটিতে দোষী সাব্যস্ত করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) দশ জঙ্গিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়েছে। আরেক মামলায় ৯ জঙ্গির ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। গতকাল রবিবার ঢাকার ২নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। রায়ে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় হুজির সদস্য ১০ জঙ্গির মৃত্যু না হওয়া পর্যন্ত গুলি চালিয়ে দণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। অপর চারজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের এ দুই মামলায় চার্জশিটভুক্ত ২৫ আসামির মধ্যে হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি কার্যকর হয়েছে অন্য একটি মামলায়। এ কারণে তার নাম এ মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। অপরদিকে বিস্ফোরক আইনের মামলায় ৯ জনকে ২০ বছর...
Image
দশ জঙ্গিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের রায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা কোর্ট রিপোর্টার ২১ আগষ্ট, ২০১৭ ইং ০৯:৫২ মিঃ   প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা দুই মামলার একটিতে দোষী সাব্যস্ত করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) দশ জঙ্গিকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়েছে। আরেক মামলায় ৯ জঙ্গির ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। গতকাল রবিবার ঢাকার ২নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। রায়ে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় হুজির সদস্য ১০ জঙ্গির মৃত্যু না হওয়া পর্যন্ত গুলি চালিয়ে দণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। অপর চারজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের এ দুই মামলায় চার্জশিটভুক্ত ২৫ আসামির মধ্যে হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের ফাঁসি কার্যকর হয়েছে অন্য একটি মামলায়। এ কারণে তার নাম এ মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। অপরদিকে বিস্ফোরক আইনের মামলায় ৯ জনকে ২০ বছর...
Image
রবিবার ছাড়া হবে ঈদের নতুন নোট ইত্তেফাক রিপোর্ট ২১ আগষ্ট, ২০১৭ ইং ০৯:৩৪ মিঃ   ঈদুল আযহা উপলক্ষে আগামী রবিবার থেকে নতুন টাকার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ বিভিন্ন অফিসের পাশাপাশি ১৪টি বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকে নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ।   বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, ১৪টি শাখার মাধ্যমে পাঁচ, ১০, ২০ ও ৫০ টাকার একটি করে বান্ডিল নিতে পারবেন একজন গ্রাহক। ফিঙ্গার প্রিন্ট নিয়ে নতুন নোট বিনিময় করা হবে। ফলে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোন মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন। যেসব শাখায় নতুন নোট পাওয়া যাবে সেগুলো হল- ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর শাখা, শাহ্জালাল ইসলামী ব্যাংকের মালিবাগ ...

আজ ভয়াল ২১শে আগস্ট

Image
ফাইল ছবি   রক্তস্নাত বিভীষিকাময় ২১শে আগস্ট আজ। ভয়াল বিস্ফোরণ, বীভত্স রাজনৈতিক হত্যাযজ্ঞের দিন আজ। নারকীয় গ্রেনেড হামলার ত্রয়োদশ বার্ষিকী। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়।   বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণ এদিন মুহূর্তেই পরিণত হয়েছিল মৃত্যুপুরীতে। তত্কালীন বিরোধী দলীয় নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত জোট সরকারের পরোক্ষ মদদে যে এই গ্রেনেড হামলা চালানো হয় তা আজ তদন্তের মাধ্যমে স্পষ্ট হয়েছে।   শোকাবহ আগস্ট মাসেই আরেকটি ১৫ই আগস্ট ঘটানোর টার্গেট থেকে ঘাতকরা গ্রেনেড দিয়ে রক্তসে াত বইয়ে দিয়েছিল বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশস্থলে। বাঙালি জাতি আজ ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৩তম বার্ষিকী পালন করবে।   দেশব্যাপী সন্ত্রাসবিরোধী ও বোমা হামলার প্রতিবাদে ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত স...